DIY- এসো নিজে করি : আমার অরিজিনাল অঙ্কন: !! কার্টুন (টম জেরি ইদুর) চিত্র!!

হাই বন্ধুরা, সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজ আমি আমাদের প্রিয় ছোট্ট শিশুদের অনুষ্ঠান টম জেরিরে সেই টম জেরি ইঁদুরটি ছবি নিয়ে হাজির হয়েছি।

IMG_2383.JPG

টম জেরি ইদুরটি আকার জন্য আমি একটি পেনসিল ,একটি হার্ডবোর্ড আর এ৪ সাইজের পেপার নিয়ে ছবিটি আঁকি।
তা আমি নিচে তুলে ধরলাম:
পদক্ষেপ ১:

IMG_20210811_120806.jpg

পদক্ষেপ ২:

IMG_20210811_120819.jpg

তারপরে আমি কীভাবে টম জেরি ইদুরটি কালার কাজ করছি তা নীচে আমি ধাপগুলি বর্ণনা করেছি।.
পদক্ষেপ 1: প্রথমে আমি শরীরে মাথা, নাক, হাত এবং পায়ে খয়রি করি।

IMG_20210812_121456.jpg

পদক্ষেপ 2: তারপর আমি কানে এবং পেটে নীল রঙ করি।

IMG_20210812_121654.jpg
পদক্ষেপ ৩:ফাইনালি আমি ছবিটি মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রং কাজ করে ছবিটির অঙ্কন করা শেষ করি।

IMG_20210812_121835.jpg

IMG_2394.JPG

বিশেষ ভাবে ধন্যবাদ !!
@rme
@winkles
@rex-sumon
@photoman
@hafizullah

আশা করি সবাই আমার অঙ্কন পছন্দ করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ

Sort:  

অনেক সুন্দর হয়েছে আপনার ড্রইংটা। আপনার জন্য শুভ কামনা।

ধন্যবাদ ভাই !!

 4 years ago 

এমন একটি চরিত্র একেছেন এমন কেউ নেই যে একে ভালোবাসে না। এই টম এন্ড জেরী এর ছবি সামনে আসলেই মনে ফুর্তি চলে আসে কেমন একটা 😊😀। আপনার অঙ্কন টাও খুব সুন্দর ছিল।

ধন্যবাদ দাদা !!

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 116078.12
ETH 4644.30
SBD 0.87