রেসিপি// নারিকেলের মোয়া //10% Beneficiaries @shy-fox.
হাই
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন।আমিও আপনাদের আর্শি বাদে ভালো আছি। আজকে আমি নারিকেলের মোয়া নিয়ে উপস্থিত হয়েছি।নারিকেল মোয়া কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের এই নারিকেলের মোয়া রেসিপিটা ভালো লাগবে।10% Beneficiaries @shy-fox.
নারিকেলের মোয়া তৈরি করতে যে উপকরন গুলো ব্যবহার করছি।
১.নারিকেল
২. চিনি
** নারিকেলের আঁশ বের করার পদ্ধতি **
১.প্রথমে আমি নারিকেলটাকে ছিলিয়ে নেওয়া হয়।
২.তারপর আমি নারিকেলটাকে দুই ভাগ করি।দুই ভাগ করার পর আমি নারিকেলটিকে বিনিনু দিয়ে নারিকেল আঁশ গুলোকে বের করে নেয়।
এখন আমি কীভাবে নারিকেলের মোয়া রেসিপি তৈরি করবো তা আমি নিচে তুলে ধরলাম।
৩.প্রথমে কোড়ায় মধ্যে কিছু পরিমান জল আর এক পোয়া চিনি কোড়াইরে মধ্যে দিয়ে জ্বাল দিতে হবে।যতক্ষন না চিনি গুলো আঠার মতো হয়।
৪.চিনি গুলো আঠার মতো হলো ,তার মধ্যে আমি এবার নারিকেল গুলো দিয়ে দেবে।নারিকেল দেওয়ার পর আমি ১০ মিনিটের মতো জ্বাল দিয়ে ভাজিতে হবে।নারিকেলের ভাজা গুলো আঠার মতো হয়ে যাবে ।তখন একটি বাটিতে উঠাতে হবে।
৫.বাটিতে উঠানোর পর পর গরমে গরমে হাত দিয়ে নারিকেলের মোয়া গুলো বানাতে হবে।কারন গরমে গরমে না বানালো পরে নারিকেলের মোয়া বানানো সম্ভব হবে না।
এভাবে তৈরি হয়ে গেলে আজকের রেসিপি নারিকেলের মোয়া।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই নারিকেলের মোয়া রেসিপি টা।
সবাই ভালো ও সুস্থ থাকবেন।ধন্যবাদ।
স্বাদে এবং গন্ধে অতুলনীয়। আমার কাছে নারকেলের মোয়া অত্যন্ত পছন্দের একটি খাদ্য। খুব ভালো লাগে এটি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া,আমার পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।
নারিকেলের মোয়া খেতে অনেক ভালো লাগে।সুন্দরভাবে উপস্থাপন করেছেন নারিকেলের মোয়া তৈরি ভাইয়া। দেখতে অনেক সুন্দরও লাগতেছে।
ধন্যবাদ আপু।
ভাইয়া দিলেন তো লোভ লাগিয়ে। নারিকেলের মোয়া আমার ভীষণ ভীষণ প্রিয়। আর আপনি এতো সুন্দর করে মোয়া বানিয়েছেন কি বলব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।
ভাইয়া এই খাবারগুলো হচ্ছে লোভনীয়। যাই হোক অনেক সুন্দর নারিকেলের মোয়া তৈরি করেছেন আপনি। কতদিন যে খাইনা নারিকেল মোয়া। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বি তা ঠিক বলছেন ভাইয়া।আমার পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।
😋😋 কি যে দেখালেন ভাই,, এসব দেখলে কি আর জিভটাকে লুকিয়ে রাখা যায়। আমার মনে আছে, আমাদের বাসায় যখন নারকেল দিয়ে এটা বানানো হতো, আমি সবচেয়ে বেশি খেতাম। কে খেলো না খেলো সেটা দেখার নাই। এজন্য অনেক রাগও শুনেছি।
অনেক সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাইয়া ,পোস্টটি পড়ে সুচিন্তিত মন্তব্যর জন্য।
নারিকেলের মোয়া রেসিপি খুবই সুস্বাদু দেখতে হয়েছে। নারিকেলের মোয়া আমি খুব পছন্দ করি।
ধন্যবাদ আপু।
নারিকেলের মোয়া খেতে দারুন মজা লাগে আপনার রেসিপিটি দেখে তো খেতে ইচ্ছা করছে ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
ধন্যবাদ ভাইয়া,আপনার সুমন্তব্যর জন্য।
নারিকেলের মোয়া // আমার অত্যন্ত প্রিয় একটি খাবার যা আমি খুব পছন্দ করি♥♥
ধন্যবাদ আপু।
আমি এতদিন জানতাম নারিকেলের নাড়ু হয়।
কিন্তু নারিকেলের মোয়া হয় এইটা আমার একেবারেই জানা ছিল না। তবে আজকে আমি প্রথম আপনার কাছ থেকে এই রেসিপিটি শিখলাম আর এই রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি দারুন হবে। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আমার আসলেই রেসিপিটা একেবারেই জানা ছিল না।
আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।