রেসিপি//মসুর ডাল দিয়ে শসা রান্না রেসিপি //10% Beneficiaries @shy-fox.

হাই সবাইকে নমস্কার ও আদাব,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন।আমিও আপনাদের আর্শি বাদে ভালো আছি। আজকে আমি মসুর ডাল দিয়ে শসা রান্না রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি ।মসুর ডাল দিয়ে শসা রান্না রেসিপি কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।10% Beneficiaries @shy-fox.

hhh.jpg

মসুর ডাল দিয়ে শসা রান্না রেসিপি তৈরি করতে যে উপকরন গুলো ব্যবহার করছি।

১.মসুর ডাল ১ পোয়া।
২.শসা ১ কেজি।
৩.সরিষার তেল ১ পোয়া।
৪.হলুদ ৩ চামুচ।
৫.মরিচ গুড়া ৩ চামুচ।
৬.লবন ৩ চামুচ।

1.jpeg

8.jpeg

মসুর ডাল

2.jpeg

3.jpeg

শসা

4.jpeg

একটি প্লেটে রসুন বাটা,তেজপাতা,পিঁয়াজ আর গরম মশলা

মসুর ডাল দিয়ে শসা রান্নার ‍রেসিপি তৈরি করার পদ্ধতি নিচে তুলে ধরলাম।

১.প্রথমে আমি একটি খালি পাতিল নিতে হবে।

6.jpeg

২. খালি পাতিলের মধ্যে কাটা শসা,মসুর ডাল ,হলুদ .লবন,মরিচ গুড়া ইত্যাদি দিতে হবে।দেওয়ার পর সব গুলোকে হাতা দিয়ে নাড়তে হবে।

7.jpeg

৩.হাতা দিয়ে নাড়ার পর প্লেট দিয়ে ঢেকে দিতে হবে।আর ৫ মিনিট পর পর আবার হাতা দিয়ে নাড়তে হবে।এভাবে মোটে ২৫ মিনিট ধরে রেসিপিটা কষাতে হবে।

10.jpeg

৪.কষা শেষে পাতিলের মধ্যে পরিমান মতো জল দেওয়ার পর ৫ মিনিটের মতো আবার প্লেট দিয়ে ঢেকে দিতে হবে। ৫মিনিট পর ঢাকনা ওঠানার পর মশলা গুড়ো দিয়ে ৩ মিনেটের মতো জ্বাল দিয়ে পাতিল থেকে মসুর ডাল দিয়ে শসা রান্নার রেসিপিটা একটি বাটিতে নামিয়ে নিতে হবে।

88.jpeg

9.jpeg

78.JPEG

আশা করছি আপনাদের সকলের আমার এই রেসিপি পোস্টটি আপনাদের ভালো লাগবে ।আপনাদের সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।

54.JPEG

সকলে ভাল থাকুন সুস্থ থাকুন ।ধন্যবাদ

111.jpg

4444.JPG

শুভেচ্ছান্তে @pro12

Sort:  
 3 years ago 

নতুন একটি রেসিপি দেখলাম আপনার কাছে৷ শসা দিয়ে ডাল রান্না করা যায় এটি সত্যিই অভাবনীয়। অনেক ভালো রেসিপি শেয়ার করেছেন আপনি শুভকামনা রইল আপনার জন্য

পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ।

 3 years ago 

শসা দিয়ে যে ডাল রান্না করা যায় আমি এই প্রথম দেখলাম খাওয়াতো দূরের কথা। দেখে তো মনে হচ্ছে খাবারটা অনেক মজা হয়েছে। আপনি খুব সুন্দরভাবে খাবারটি রান্না করেছেন ।প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হ্যা আপু ডাল দিয়ে শসা রান্না করা যায় আর রান্নাটি দারুণ সুস্বাদু হয়।অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমাদের বাসায় ও মসুল ডাল দিয়ে শসা রান্না হয়।
আমার এই মসুর ডাল দিয়ে শসা খেতে বেশি ভালো লাগে রুটির সাথে। আসলে আমাদের বাসায় সকালের নাস্তায় আটার রুটি দিয়ে খাওয়ার জন্য এভাবে করে মসুর ডাল দিয়ে শসা রান্না করে। তবে ঝোল একদম কম দেয় তাতে। আপনার রান্নাটি মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে।

জ্বি আপু অনেক সুস্বাদু আর মজাময় হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

শসা দিয়ে তরকারি আমার খুব পছন্দের আমার ভালই লাগে খেতে। তবে পরিবারের অন্যরা না খাওয়ার কারণে খাওয়া হয় না। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।মন্তব্য করার জন্য।

 3 years ago 

মসুর ডাল দিয়ে শসা রান্না রেসিপি দেখে জিভে জল চলে আসলো। দারুন একটি রেসিপি তৈরি করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।

দাওয়াত থাকলো ভাই রেসিপিটা খাওয়ার,পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

সম্পূর্ন নতুন রেসিপি আমার কাছে। আপনি পারেন ও ভাই। সসা দিয়ে মুসুর ডাল। জীবনে খাইনি । আপনার আইডিয়া টা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন। শুভেচ্ছা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনার তৈরি রেসিপির সম্পর্কে আজকে প্রথম জানলাম। এইভাবে যে কোনো রেসিপি করার সম্ভব সেটা জানতাম না। অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। শুভকামনা রইল ভাইয়া।

জ্বি একদম নতুন রেসিপি রান্না করে খাইয়েন অনেক টেস্ট ও মজাদার বটে আপু ।পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

মসুর ডাল দিয়ে শসা রান্না খুবই ইউনিট একটি রেসিপি আমার কাছে মনে হয়েছে। এই রেসিপিটি আমি আজই প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সকালের নাস্তায় এটি মনে হয় খুব ভালো লাগবে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন ।যা দেখে যে কেউ খুব সহজে রান্নাটি করে ফেলতে পারবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জ্বি আপু অনেক সুস্বাদু হয়েছে।আপনি বাড়ীতে ট্রাই করবেন।পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

মসুর ডাল দিয়ে শসা রান্না রেসিপি। সত্যি ভাইয়া অনেক ভালো লাগে রান্নাটি। আপনি খুব সুন্দর ভাবে করেছেন প্রতিটি ধাপ এবং প্রয়োজনীয় উপকরণ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মতামতের জন্য্।

 3 years ago 

মসুর ডাল দিয়ে শোষা রান্না প্রথম দেখলাম।নতুন রেসিপির সাথে পরিচিতি করিয়ে দিলেন ভাই।দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ছিলো খাবার টী।সুন্দর করে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

জ্বি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 99032.11
ETH 3469.45
USDT 1.00
SBD 3.22