রেসিপি// মলা মাছের পেলকা // 10% Beneficiaries @shy-fox

নমস্কার ,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি মলা মাছের পেলকা নিয়ে উপস্থিত হয়েছি।মলা মাছের পেলকা যে ভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের এই মলা মাছের পেলকা ভালো লাগবে। @shy-fox

IMG_20210825_184748.jpg

মলা মাছের পেলকা তৈরি করতে যে উপকরন গুলো ব্যবহার করছি
১.সাজনা গাছের পাতা,
২.মলা মাছ
৩.রসুন,
৪.শুটি মরিচ,
৫.লবণ,
৬.খাবার সোডা

IMG_20210825_182849.jpg
সাজনা গাছের পাতা

IMG_20210825_182901.jpg
মলা মাছ

IMG_20210825_182919.jpg
একটি প্লেটে রসুন ,শুটি মরিচ,লবণ,খাবার সোডা ।
মলা মাছের পেলকা রান্না করার জন্য আমি মাটির তৈরি চুলা ব্যবহার করি। মাছের পেলকা যে ভাবে তৈরি করছি ।তা নিচে তুলে ধরলাম:
১.প্রথমে মলা মাছ গুলো ভাজিয়ে নিয়ে রাখতে হবে।।আর সাজনা পাতা ভালো করে ধুয়ে নিতে হবে।

২.এরপর আমি কোড়ায় মধ্যে কিছু পরিমান জল দেয়।জল গুলোকে কিছু সময় ধরে গরম করতে হবে। জল দেওয়ার পর আমি ওখানে শুটি মরিচ, লবণ, সোডা ,রসুন আর সাজনা পাতা দিয়ে দেয়।

IMG_20210825_183631.jpg
৩.সব গুলো দেওয়ার পর কিছু সময় ধরে সাজনা পাতা গুলোকে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে ১০-১৫ মিনিটের জন্য।

IMG_20210825_183819.jpg
৪.তারপর সাজনা পাতা গুলো হাতা দিয়ে একটু নাড়তে হবে।যাতে করে সাজনা পাতা গুলোে সুপের মতো হয়।তখন ওর মধ্যে মলা মাছ গুলো দিতে হবে ।দেওয়া পর আর একটু হাতা দিয়ে নাড়তে হবে।এভাবে তৈরি হয়ে গেলে মলা মাছের পেলকা।
IMG_20210825_184447.jpg

আশাকরি আপনাদের ভাল লেগেছে আপনারা সবাই বাড়ীতে করে দেখবেন ।মলা মাছের পেলকা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অসাধারন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।

IMG_20210825_184748.jpg

IMG_20210825_184835.jpg
এই কমিউনিটির সকল সদস্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ।সবাই ভালো ও সুস্থ থাকবেন।

111.jpg

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি রেসিপি ছিলো ভাই।শুভ কামনা রইলো কন্টিনিউ করে যান।

মন্তব্য আর পোস্টটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!

 3 years ago (edited)

এই ধরনের খাবার আমি কখনো খাই নি। তবে সাজনা গাছের পাতা শরীরের জন্য অনেক উপকারী। আর মলা মাছ এর ভিটামিন-এ এর কথা ত আমারা সবাই জানি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি দিয়েছেন।চেষ্টা করব বাসায় বানানোর জন্য । আগে রেসিপি টিতে অনেক বানান ভুল ছিল তবে এটা ঠিক আছে এটা তে বানান ভুল নেই, এভাবেই পোস্ট করতে থাকুন, ধন্যবাদ।

জ্বি ভাইয়া রেসিপি টা অনেক ভালো ,আর ভাত খাওয়াও তাড়াতাড়ি হয়।আর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60690.86
ETH 2905.70
USDT 1.00
SBD 2.39