আজকে আমি ফুলের আলোকচিত্র 🌼(10%বেনিফেসিয়ারী লাজুক খ্যাককের জন্য)
শিশির ভেজা সকালের শুভেচ্ছা রইল আমার প্রিয় আমার বাংলা ব্লগের সকল সদস্যের প্রতি।
নমস্কার,
আপনারা সবাই কেমন আছেন?আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি।আজকে আমি আমার বাংলা ব্লগে আমি ফুলের ছবি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি বন্ধুরা আমার এই ছবিগুলো আপনাদের অনেক ভালো লাগবে।তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার ফুলের ফটোগ্রাফি গুলো ........
...........................প্রথম আলোকচিত্র .......................................
এই ফুলটির নাম হলো লাউ ফুল।আশা করি আপনারা এই ফুলটিকে কম বেশি সবাই জানি ।ফুলটি থেকে যে ফলটি হয় তা আমরা তরকারি হিসাবে খেয়ে থাকি।ফলটি তরকারি খেতে সুস্বাদু আর মজাদার হয়।আর ফুল গুলোর কোনে ঘ্রাণ নাই।
...........................দ্বিতীয় আলোকচিত্র .......................................
এই ফুলটিকে কম বেশি সবাই আমরা জানি।ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায় গ্রামের বাড়ীতে শীত কালে।এই ফুলটির নাম হচ্ছে শিম ফুল।ফুলটি দেখতে বেশ ভারি মিষ্টি হয়।এই ছবিটি আমি আমাদের বাড়ীর পাশে থেকে তুলে ছিলাম।
...........................তৃতীয় আলোকচিত্র .......................................
এই ফুলটিকে আমরাও সবাই জানি।এর নাম হচ্ছে মোরগ ফুল।তবে এই ফুলটিও কম বেশি সব জায়গায় পাওয়া যায়।এই ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে।ছবিটি তুলি আমার বাড়ীর তুলসি গাছের পাশে থেকে।তবে ফুল গুলো কোন ঘ্রাণ নাই।
...........................চতুর্থ আলোকচিত্র .......................................
চতুর্থ আলোকচিত্রটি শীত কালে গ্রামের বাড়ী আসলে বেশি দেখা যায়।কারণ এই সময় গ্রামে শীত কালে জমি বেশি লাগানো হয়।এই ফুল গুলো দেখতে বেশ দারুণ লাগে ,তার সাথে ফুল গুলো ঘ্রাণময়।ফুলটির নাম সরিষা ফুল।সরিষা ফুল থেকে ফল হয়।ফল থেকে সরিষার তেল হয়।
...........................পঞ্চম আলোকচিত্র .......................................
আমার সর্বশেষ ফুলের ছবির মধ্যে কুমড়ো ফুল।এই ফুলটি দেখতে বেশ মিষ্টি ।এই ফুল শুধু শীত কাল আসলে বেশি দেখতে পাওয়া ।তবে গ্রামের বাড়ীতে ।ফুল থেকে ফল পাওয়া যায় ,যা খেতে বেশ সুস্বাদ আর মজাদার ।এই ফুলের ঘ্রাণ নাই।
আশাকরি আপনাদের সকলের কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।যদি ভালো লাগে ,তাহলে আমার পোস্টটি পড়ে মতামত করবেন।আর পোস্ট দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।
https://twitter.com/PRO1253679051/status/1474659345606524928?s=20
ভাইয়া আপনার প্রতিটি ফুলের ছবিই আমার কাছে চমৎকার লেগেছে। বিশেষ করে ২ নং ছবিটি। উপস্থাপনাও অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ,পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই ফটোগ্রাফির মধ্যে ৫ নাম্বার ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
আমার ফটোগ্রাফির গুলোর মধ্যে 5 নম্বর ছবিটি আপনার লেগেছে যেন অনেক ভালো লাগলো।অনেক ধন্যবাদ।
অসাধারণ হয়েছে ভাই আপনার হাতে দক্ষতা রয়েছে। খুব সুন্দর ভাবে ক্লিক করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম।অনেক ধণ্যবাদ।
দারুণ ফটোগ্রাফি করেছেন দাদা।সবগুলো ফুলের আলোকচিত্রগুলি সজীব ও সতেজ।হালকা শিশির ভেজা অবস্থায় খুব সুন্দর দেখতে লাগছে সরিষা ফুলগুলি।ধন্যবাদ দাদা।
অনেক ধন্যবাদ দিদি ,পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।
আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমারা কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে শীম ফুল আমার অনেক বেশি ভালো লেগেছে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। শুভকামনা রইল
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে যেন খুব ভালো লাগলো,পোষ্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
বাহ , ভাই আপনি তো ফটোগ্রাফি বেশ দারুন করেন। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি একদম প্রফেশনাল হয়েছে এবং প্রত্যেকটা ফটোগ্রাফিক স্পষ্ট বোঝা যাচ্ছে । আমার ব্যক্তিগতভাবে সিমের ফুলের ফটোগ্রাফি অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই,পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।