||জেনারেল রাইটিং:- ধান ক্ষেতে একদিন||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার।তো আজকের বিষয় হচ্ছে ধান ক্ষেতে একদিন বাংলাদেশের অধিকাংশ মানুষ ধান আবাদ করে। এবং ৬০-৭০% মানুষ কৃষির উপর নির্ভরশীল।আমাদের এই দিকে কম বেশি সবাই ধান আবাদ করে। তবে অন্য অঞ্চলের কথা বলতে না পারি।আমাদের প্রধান খাদ্য হলো ভাত।আর ভাত তৈরি হয় ধান থেকে।আজকে আমি আপনাদের এই ধান ক্ষেত নিয়ে কিছু অনুভূতি এবং আলোচনা করবো।
আমার পরিবারের আমি ছোট ছেলে।আমার আরো বড় ভাই আছে। কিন্তু সবার বিয়ে হয়ে সংসার চালাচ্ছে।আমার বড় ভাইয়েরও প্রায় বয়স হয়ে গেছে। আমার বড় ভাই কিছু জমি আবাদ করে। সে নিজে দেখা শুনা করে।তবে কিছু দিন যাবত হলো সে বাসার বাইরে আছে। বাইরে কাজ কর্ম করে।আমার বড় ভাইয়ের কোন ছেলে সন্তান নাই। যা করে আমাকে দিয়ে করে।তারা আমাকে খুবই ভালো বাসে।
তো একদিন হটাৎ করে বললো জমি বাড়িতে যেতে।আমি কিন্তু সকালে ওই পাশ দিয়ে কোচিং যাই।একদিন কোচিং থেকে আসার পথে আমি এবং আমার এক বন্ধুকে নিয়ে জমি বাড়িতে গেলাম।কম বেশি সবাই ধান কেটেছে।তবে যারা জিরা ধান দিছে তাদের এখনো ধান পাকা শুরু হয়নি।আমি গিয়ে দেখি অনেক মানুষ ধান কাটছে এবং কারো কারো জিরা ধান পাকতে শুরু করছে।ধানের কালার গুলো দেখতে দারুণ লাগলো। আমরা দুই বন্ধু মিলে অনেক জায়গায় ঘুরে দেখলাম।
আমি তেমন একটা ধান সম্পর্কে জানি না।আমার বড় ভাইয়ের ধান গুলোও দারুণ হয়েছে।পরে বাসায় এসে ভাবিকে সব বলি।তো বন্ধুরা যারা ধান আবাদ করে তারা হয়তো বুঝতেই পারছেন। আমি যতটুকু সময় ছিলাম ধান ক্ষেতে খুবই ভালো লাগছিল। চারপাশে যেনো ধান আর ধান ক্ষেত।এইরকম দৃশ্য গুলো দেখতে কার না ভালো লাগে। তবে গ্রাম অঞ্চলে অনেক কিছু দেখা যায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে বলুন। আমার কাছে সব মিলিয়ে অনেক সুন্দর লাগছিল ওই সময় টা।তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোন ব্লগে।আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ডিভাইস | Redmi 9A |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
You can also vote for @bangla.witness witnesses
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
https://twitter.com/Polashislam681/status/1728028521770185113?t=O9c7O_3LkH-MRA0nEDLC_w&s=19
জ্বী ভাইয়া বাংলাদেশের অধিকাংশ মানুষ ধান আবাদ করে। ভাত ছাড়া আমরা কোন কিছু কল্পনাই করতে পারি না । যত কিছুই খায় না কেন? ভাত আমাদের খেতে হবেই।আপনার বড় ভাইয়ের কোন ছেলে সন্তান নাই এবং আপনাকে নিজের ছেলের মত ভালবাসে যেনে ভীষণ খুশি হলাম ধানের ফটোগ্রাফি গুলো অনেকে দারুন ছিল ভাইয়া। অনেক সুন্দর কালার হয়েছে।জ্বী ভাইয়া মাঠে গেলে মন অনেক ভালো থাকে। চারিপাশের ফসলগুলি দেখলে মন মেজাজ অনেক সুন্দর হয়ে যায়।ভাইয়া যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে মাঠ ভ্রমণ করতে হবে এবং আমাদের ফসল যখনই ভালো হয় তখনই আমাদের মুখে হাসি ফুটে ওঠে। অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলেই গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে সম্পৃক্ত রয়েছে। যদিও দিন দিন অনেকেই কৃষি কাজ ছেড়ে দিয়ে, ভিন্ন পেশার সাথে জড়িত হচ্ছেন। কারণ কৃষকেরা এতো পরিশ্রম করে ফসল ফলানোর পরও ন্যায্য মূল্য পায় না। যাইহোক ধান ক্ষেতে গিয়ে আপনারা বেশ ভালোই হাঁটাহাঁটি করলেন। ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ লাগছে। আপনার বড় ভাইয়ের ক্ষেতে ফলন ভালো হয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।