||অনুভূতি:-বাংলাদেশের খেলা দেখার অনুভূতি||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম।আমার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের খেলা দেখার অনুভূতি আমরা যারা খেলা প্রেমিক তাদেরকে জানাই স্বাগতম।ক্রিকেট খেলা আমার অনেক পছন্দের। আমি সময় পেলে ক্রিকেট খেলা খেলি।যাইহোক আজকে শুক্রবারের দিন।খুব পবিত্র একটি দিন।এই দিনকে বলা হয় ঈদের দিন।শুক্রবারের দিন আমাদের বাংলাদেশের সব কিছু বন্ধ থাকে।আমি জুম্মার নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ করে পোস্ট লিখতে শুরু করলাম।যাইহোক এবার তাহলে আমার অনুভূতির দিকে যাওয়া যাক।
বাংলাদেশের খেলা আমরা কম বেশি সবাই দেখি।আমাদের সবার আশা যে বাংলাদেশ যেনো ম্যাচে জিতে।আমি নিজেও আশায় থাকি যে বাংলাদেশ যেন আজকে জিতে।বাংলাদেশের যে কোনো খেলা হলে আমি দেখি।আপনারা বলতে পারেন আপনাদের মতোও আমি এক খেলা প্রেমিক।মঙ্গলবারে আমাদের বাংলাদেশের খেলা ছিল এটা আপনারা সবাই ভালো করে জানেন।বিপরীত দল ছিল সাউথ আফ্রিকা।আমাদের যে বিশ্ব কাপ খেলা চলতেছে।সাউথ আফ্রিকার মতো এখনো কেউ রান করতে পারে নাই। এই বিশ্ব কাপে তাদের রিকর্ড এটা।যাইহোক এগুলো আর না বলি।
যেদিন বাংলাদেশের খেলা হয় আমি তাড়াতাড়ি গোসল শেষ করে খাওয়া দাওয়া করে ম্যাচ দেখতে বসলাম। বাংলাদেশ প্রথমে খুবই সুন্দর বল করছে।এটা মানতে হবে যে তারা খুব সুন্দর বল করছে।তবে আপনাদের মাঝে কেমন লাগছে আমি জানি না।জাস্ট আমি আমার অনুভূতি শেয়ার করতেছি।প্রথম যখন শরিফুল একটা আউট করে তার সেলিব্রিশন দেখে দর্শক পুরাই অবাক। আমিও অনেক খুশি হয়েছে যখন তাদের প্রথম একটা উইকেট পরে।এ ভাবে তাদের খেলা দেখা শুরু করলাম। তবে আমি আগে থেকেই বুঝতে পারছি যে বাংলাদেশ আজকেও হারবে।বুঝার পরেও আমি তাদের খেলা দেখি।কারণ বাংলাদেশের খেলা ভালো না হলেও আমার কাছে ভীষণ ভালো লাগে।
কারণ এটা আমার দেশের খেলা।তাদের প্রতি অন্য একটা টান থাকবে।যাইহোক খেলতে খেলতে সাউথ আফ্রিকা লাস্টের দিকে যে এতো রান নিবে এটা আমি কল্পনাও করি নাই। দী ককের খেলা দেখে আমি অবাক। লাস্ট পর্যায়ে তারা ৩৮৩ রান টার্গেট দেয়। বাংলাদেশ যখন ব্যটিং করে তাদের খেলা দেখে বুঝা গেলো তারা হয়তো পারবে না।খেলতে খেলতে তাদের উইকেট পরা শুরু হলো।তাদের একটা উইকেট গেলে বাকি সব উইকেট গুলো পরে যায় এটা বাংলাদেশের মনে নিয়ম। যাইহোক তাদের এই ভাবে অনেক গুলো উইকেট পরে গেলো।
মাহমুদউল্লাহ রিয়াদ সে সব সময় ভালো খেলে।তার হাফ সেঞ্চুরি পর্যন্ত পুরো খেলা দেখছি।কিন্তু এটা ভাবি নাই যে সে ফুল সেঞ্চুরি করবে।যাইহোক বাংলাদেশের এটা গর্ব।আমি মনে করি যে আমরা হেরেও জিতে গেছি।শুধু মাহমুদউল্লাহ রিয়াদের জন্য।বাংলাদেশের খেলার দিনে সব থেকে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি দেখে অনেক আনন্দ পেয়েছি। যাইহোক বাংলাদেশের খেলা দেখে খুবই ভালো লাগছিল আমাকে।আমি ভাবতেছি এই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করবো।খেলাটি অনেক সুন্দর ভাবে উপভোগ করছি। সব মিলিয়ে সুন্দর একটা দিন এবং মুহূর্ত কাটিয়েছি। এই অনুভূতি শেয়ার করে আমাকে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম।আপনাদের কেমন লাগছিল ওই দিন বাংলাদেশের খেলা দেখে? আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ডিভাইস | Redmi 9A |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
You can also vote for @bangla.witness witnesses
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
https://twitter.com/Polashislam681/status/1717859738694914548?t=prSs4Hrb5XV1hyPBIb2WdA&s=19
সত্যি কথা বলতে বাংলাদেশের খেলা দেখলেই যেন মনটা খারাপ হয়ে যায়। তারা এতটাই খারাপ খেলা আমাদেরকে দেখায় সেটা দেখেই মন খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। শেষের দিকে ভালো লেগেছিল মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি করা দেখে।
জ্বি ভাই আপনি ঠিক বলছেন। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
বাংলাদেশের ক্রিকেট খেলা মানে এক ভালো লাগার অন্যতম কিছু। আপনারা তো বেশ ভালই উপভোগ করতেছেন ক্রিকেট খেলা গুলো দেখে। তবে আগে দেখলেও এখন কিন্তু সময় হয় না খেলা দেখার। কারণ সংসারের কাজকর্ম সে সাথে বাচ্চাদেরকে পড়ালেখা করানো। খুব ব্যস্ততার মধ্যে সময় চলে যায়। কিন্তু এত সুন্দর একটি ক্রিকেট খেলার রিভিউ দিলেন আপনি দেখে বেশ ভালই লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু
ছোটবেলা থেকেই আমি ক্রিকেট খেলার খুব ভক্ত। প্লাস্টিকের ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, যখন একেবারে ছোট ছিলাম। যাইহোক বাংলাদেশের খেলা এখনো মিস করি না। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক। দক্ষিণ আফ্রিকা দল শেষ দশ ওভারে প্রচুর রান করে বিশাল স্কোর গড়ে তুলে শেষ পর্যন্ত। এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে শুধুমাত্র রিয়াদের সেঞ্চুরি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া