২৫ স্টিম পাওয়ার আপ করলাম। "সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আমি আজকে আপনাদের মাঝে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম। পাওয়ার আপ করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা। তাই আমরা সবাই পাওয়ার আপ পোস্ট এর মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি করবো। এভাবেই আমি আমার ক্ষমতাকে বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।আমি নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আমার শক্তি অর্জন করবো।স্টিমিট প্লাটফর্মে আমি আমার শক্তি বৃদ্ধি করতে প্রতি সপ্তাহেই পাওয়ার আপ পোস্ট করার চেষ্টা করবো।আজকে আমি ২৫ স্টিম পাওয়ার আপ করবো।তাহলে দেরি না করে শুরু করা যাক।
পাওয়ার আপ করার ধাপ গুলো নিচে উল্লেখ করলাম।
 |
"ফোন থেকে স্কিনশর্ট করা"
- প্রথমে আমি আমার এক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করলাম। তার পর আমার স্টিম ওয়ালেটে ২৮.৪৪১ স্টিম রয়েছে। এবং স্টিম পাওয়ারে ৮৭৮.৭৬২ স্টিম রয়েছে। স্টিম ওয়ালেটে ক্লিক করলাম। সেখানন থেকে পাওয়ার আপে ক্লিক করলাম।

"ফোন থেকে স্কিনশর্ট করা"
- পাওয়ার আপে ক্লিক করলে সেখানে কয়েকটি অপশন আসবে।এমাউন্টের ঘরে এমাউন্ট দিবো।তার পর ওকে বাটনে ক্লিক করবো।

"ফোন থেকে স্কিনশর্ট করা"
- ওকে বাটনে ক্লিক করলে কনফার্ম ওকে দেখাবে।সব কিছু ঠিকঠাক থাকলে আমি কনফার্ম ওকে ক্লিক করবো।সব কিছু ঠিকঠাক দেখে আমি ওকে ক্লিক করলাম।

"ফোন থেকে স্কিনশর্ট করা"
- কনফার্ম ওকে ক্লিক করার পর আমার স্টিম ওয়ালেটে ৩.৪৪১ স্টিম থাকতেছে।এবং স্টিম পাওয়ারে ৯০৩.৭৬২ স্টিম থাকতেছে।
তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার আপ পোস্ট। আপনারা যে যত বেশি পাওয়ার আপ করবে তার তত শক্তি বৃদ্ধি পাবে।তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ডিভাইস | Redmi 9A |
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |


আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |

You can also vote for @bangla.witness witnesses





https://twitter.com/Polashislam681/status/1711000769087074407?t=VAemp9-ufm5F7D68TGpgtQ&s=19
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন।
আপনি প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে যাচ্ছেন।
আশা করছি সৃজন শেষ হতে হতে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন।
আপনি প্রতিনিয়ত নিজের সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। এই প্লাটফর্মে দিয়ে দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ৯০৩ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
আমারও জানি পাওয়ার বৃদ্ধি বলতে নিজের সক্রিয়তাকে বৃদ্ধি করা বোঝায়। এ প্লাটফর্মে আমাদের কাজ করতে হলে অবশ্যই আমাদের অনেক অনেক বেশি পাওয়ার থাকা প্রয়োজন। যে পাওয়ারের বলে আমরা বিভিন্ন কাজকর্মে খুব সহজে অংশগ্রহণ করতে পারব এমনকি ডেলিগেশন এর মত কাজে অংশগ্রহণ করে আরো ইনকাম করতে পারব।
নিজের একাউন্টের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনি আজকে ২৫ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। পাওয়ার আপের মধ্য দিয়ে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। এভাবেই পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখুন। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনি ডিসেম্বর মাসকে টার্গেট করে আজকে ২৫ স্টিম পাওয়ার আপ করেছেন, আমরা সকলেই পাওয়ার আপ পোস্ট পছন্দ করি, কেননা এর মাধ্যমেই নিজেকে সমৃদ্ধি করা যায় এবং স্থায়ী করা যায় এই প্লাটফর্মে।
নিজের অবস্থানকে শক্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ২৫ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। আসলে স্টিমেট এই প্লাটফর্মে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল।
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন। স্টীম প্লাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধির বিকল্প নাই। আপনার পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখে সত্যি ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য
একাউন্টঃ @polash123
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry