//নাটক রিভিউ :-তুমি শুরু তুমিই শেষ//

in আমার বাংলা ব্লগ20 days ago (edited)
আসসালামু আলাইকুম:-আদাব
"নাটক রিভিউ:-তুমি শুরু তুমিই শেষ"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1718043298203.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-তুমি শুরু তুমিই শেষ আমি প্রতি সপ্তাহে একটা করে নাটক রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করি।সময় পেলে বাংলা রোমান্টিক নাটক গুলো দেখি।তবে আরশ খানের নাটক গুলো খুবই ভালো লাগে। সে অনেক সুন্দর অভিনয় করে।বিশেষ করে আরশের চুলের কারনে তার অভিনয় গুলো দারুণ লাগে। যাইহোক তাহলে দেরি না করে নাটকের রিভিউ শেয়ার করা যাক। আমার বাংলা ব্লগে সবাই কম বেশি নাটক রিভিউ শেয়ার করে।নাটক রিভিউ গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে নাটক রিভিউ পড়লে সেই নাটক আর দেখার লাগে না।তো বন্ধুরা নিচে নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করলাম।

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামতুমি শুরু তুমি শেষ
অভিনয়আরশ খান,তানিয়া বৃষ্টি,আরো অনেকে
পরিচালকএল আর সোহেল
মুক্তির তারিখ৯ই এপ্রিল ২০২৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ৪৮.৫৮
সংক্ষিপে কাহিনি

1718043014554.jpg

1718043028010.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নাটকের শুরুতে নায়ক এবং তার বন্ধুরা সবাই ভার্সিটিতে দেখা করলো। এর আগে তারা যেখানে ছিল এবং ভার্সিটিতে এসেও তারা একসঙ্গে হয়ে গেল। তারা এক সঙ্গে হওয়ার পর তারা অনেক আনন্দ উল্লাসী করলো। এবং তারা ভাবতেছে তারা কোন মেয়ের পেছনে ঘুরাঘুরি করবে কে কয়টা মেয়ে নিবে। এগুলো নিয়ে তারা অনেক মজা করলো। এদিকে নায়ক এবং নায়িকার আগে থেকেই রিলেশন ছিল। নায়ক কোন মেয়ের সঙ্গে কথা বললে নায়িকা সেটা পছন্দ করে না। তাদের দুজনের অনেক সুন্দর একটা মিল ছিল।

1718043042736.jpg

1718043058569.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নায়কের একদিন বার্থডে ছিল। কিন্তু তার বার্থডের কথা মনে ছিল না।নায়িকা এবং তার বন্ধুবান্ধব মিলে সবাই তাকে হঠাৎ করে সারপ্রাইজ দিল। এবং তার বার্থডে সেলিব্রেশন চালু করলাম।তারা সবাই অনেক সুন্দর ভাবে বার্থডে তে মজা করছিল। তো সামনে যখন তাদের এক্সাম চলে আসলো। তারা সবাই মিলে অনেক দুষ্টুমি করে পড়ালেখা চালু করল। কিন্তু তারা পড়ালেখা করেছিল সবাই একসঙ্গে মিলে। তাদের এই দৃশ্য দেখে আমার কাছেও ভীষণ ভালো লাগছিল।

1718043088147.jpg

1718043075619.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তাদের এক্সাম চালু হওয়ার কিছুদিন আগে তাদের ভার্সিটিতে অনুষ্ঠানের আয়োজন করছিল। তো নায়ক নায়িকার যেমন মিল ছিল। অন্য দিকে একটি মেয়ে তাদের মহাব্বত ভালোবাসাটি দেখতে পারেনা।তাদের ভালোবাসা দেখলে তার গা জ্বলে ওঠে। তো ওই মেয়েটি ফ্রেশ হওয়ার জন্য একটি রুমে বসেছিল। সেই সময় রুমে নায়ক আসছিল। হঠাৎ করে সেই মেয়ের চোখে কি যেন পরে। তার চোখের ময়লা উঠাইতে গিয়ে নায়িকা সেটা দেখতে পায়।তারপর থেকে শুরু হয়ে গেল তাদের ভুল সিদ্ধান্ত। নায়িকা থাকে মানা করছিল যে কোন মেয়ের কাছে যাইতে পারবে না।যখন এসে তাদের এই দৃশ্য দেখতে পেলো সাথে সাথে সে তাকে ভুল বুঝে চলে গেল।

1718043100199.jpg

1718043116711.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তাদের ওই ভুল বোঝাবুঝির পর থেকে তাদের কোন যোগাযোগ হচ্ছিল না। নায়ক এক রাস্তায় যাই এবং নায়িকার তার রাস্তায় চলে যায়। এভাবে সকল বন্ধুদের মিল ভেঙ্গে গেল। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেল।এক বন্ধু হঠাৎ করে সকল বন্ধুদের উদ্দেশ্য করে আয়োজন করল। সেই অনুষ্ঠানে অনেক বন্ধু বান্ধব উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানে নায়ক এবং নায়িকার দেখা হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো নায়িকা বিয়ে করে ফেলে।এই বিয়ের কথা শুনে নায়ক অবাক হয়ে গেল। কারণ সব সময় নায়ক তার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু সামান্য ভুলের কারণে সে তাকে ভুল বুঝে চলে গেল। আসলে ঐদিন নায়কের কোন দোষ ছিল না। তাদের মিথ্যা ভুল বোঝাবুঝির জন্য আজকে দুজনের আলাদা হতে হলো।



ব্যাক্তিগত মতামত

নাটকটি আমার কাছে ভীষণ ভালো লাগছিল। কিন্তু সামান্য ভুলের কারণে নায়িকা তাকে চলে যাওয়াতে আমার কাছেও অনেক খারাপ লাগছিল। কারণ এখানে নায়কের কোন দোষ ছিল না। এই বিষয়টা যদি নায়িকা একটু খেয়াল করে দেখতো তাহলে তাদের আলাদা হতে হতো না। আমাদের মধ্যে অনেকেই সামান্য ভুলের কারণে আমরা অনেক কিছু করে ফেলি। কিন্তু কখনো চেষ্টা করি না ওই ভুলের ভেতরে কি লুকিয়ে রয়েছে। তাই আমাদের সবার উচিত কিছু দোষের পিছনে কিছু না কিছু লুকিয়ে থাকে। এবং সেটা যাচাই-বাছাই করা আমাদের কাজ।হুঠ করে কোন কিছু চোখে পড়লে সেটা সেই সময় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।সবকিছু যাচাই-বাছাই করে তার পর তাকে দোষারোপ করা। যাইহোক নাটক টি আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনারা যারা এখনো দেখেননি নাটকটি দেখে নিতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মত এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



নাটকের লিংক ও রেটিং ১০/৪



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 19 days ago 

আরশ খান এবং তানিয়া বৃষ্টির নাটকগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তাদের দুজনের এই জুটিটা আমার অনেক বেশি পছন্দের। দুজনেই অনেক সুন্দর অভিনয় করে থাকে। আজকে আপনি তাদের দুজনের অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। আসলে অনেকেই এরকম ছোটখাটো ভুলের জন্য আলাদা হয়ে যায়। তবে সবকিছু ভালোভাবে মাথা ঠান্ডা করে চিন্তা করা উচিত। আরশ খান অপেক্ষায় ছিল তানিয়া বৃষ্টির জন্য, কিন্তু সে তো বিয়ে করে নিয়েছে। ছোট্ট ভুল বুঝাবুঝির জন্য তাদেরকে আলাদা হতে হয়েছে। অনেক সুন্দর ছিল পুরো নাটকটার কাহিনী।

 18 days ago 

আমার কাছেও আরশ এবং তানিয়া বৃষ্টির নাটক গুলো খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

বর্তমান সময়ে যেসব নাটক গুলো হয় এইসব নাটক গুলো তেমন দেখা হয় না । আসলে নাটক দেখা খুবই কম হয় যদিও দেখি পুরনো নাটক গুলো দেখি। আপনি আজকে তুমি শুরু তুমি শেষ নাটকটি খুব চমৎকার ভাবে রিভিউ করেছে। নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লেগেছে। এত চমৎকার ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 18 days ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

নাটকের নাম দেখে বুঝতে পেরেছি নাটকটা খুবই রোমান্টিক। এরপরে বিস্তারিত লেখাগুলো পড়লাম এবং আপনার দেওয়া স্ক্রিনশট গুলো দেখলাম। ভীষণ ভালো লেগেছে নাটক রিভিউটি দেখে। নাটক রিভিউ দেখতে খুব ভালো লাগে কারণ মোবাইলে কিংবা টিভিতে সরাসরি দেখার সুযোগ নেই অনেক ব্যস্ত থাকি। অনেক ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 18 days ago 

ধন্যবাদ আপু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার পোস্টে কমেন্ট করার জন্য।

 19 days ago 

আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 18 days ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 19 days ago (edited)

আজকে আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। নায়কের এভাবে ভুল বোঝাটা নায়িকার ঠিক হয়নি। আসলে মানুষ এমনই সবকিছুর বিচার বিবেচনা না করেই ভুল বুঝতে শুরু করে। নায়িকার উচিৎ ছিলো বিষয়টা ভালোভাবে খুটিয়ে দেখা। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের শেয়ার করার জন্য।

 18 days ago 

ভাই বানানের কিছু ভুল রয়েছে সংশোধন করেন।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 18 days ago 

ধন্যবাদ ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 18 days ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটক এর রিভিউ আপনার কাছ থেকে দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এই নাটক এখানে ফুটিয়ে তুলেছেন৷ এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ ধন্যবাদ এরকম একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷

 18 days ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 16 days ago 

আপনাকে স্বাগত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61378.39
ETH 3380.07
USDT 1.00
SBD 2.48