||নাটক রিভিউ:-তোমাকে পেয়ে গেলে||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজকে আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ। আমি সময় পেলে নাটক গুলো দেখি।নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে নাটকটি শেয়ার করি।তবে ইয়াশ রোহানের নাটক গুলো এখন খুবই ভালো লাগে। এটা নতুন একটি নায়ক।যাইহোক দেরি না করে তাহলে শুরু করা যাক।
নাটকের নাম | তোমাকে পেয়ে গেলে |
---|---|
অভিনয় | ইয়াশ রোহান,তানজিম সাইয়ারা তটিনী |
পরিচালক | রুবেল আনুশ |
মুক্তির তারিখ | ২৬শে অক্টোবর |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৪২.৩৪ |
নাটকের শুরুতেই নায়কের নাম থাকে জাফর এবং নায়িকার নাম থাকে শিউলি।জাফর হচ্ছে এলাকার ডন।সে সব জায়গা থেকে চাদা উঠায়।প্রতিটি দোকান থেকে টাকা নেই। একদিন সে শিউলির বাবার দোকানে চাদা নিতে গেছিলো। এই সময় শিউলি দেখতে পায়।তার পর যখন টাকা নিয়ে তারা বের হয়ে আসলো জাফর তাকে দেখতে পেলো।সেই দেখাতে জাফর তার প্রতি ভালোলাগা শুরু হলো।পরের দিন শিউলি নিজে জাফরের কাছে গেছে। বলতে আপনি আমার বাবার দোকান থেকে কেনো টাকা নিয়েছেন। আরো অনেক কিছু বলছে।তার কথা শুনে জাফর প্রেমে পড়ে গেছে।
এই ভাবে জাফর তার কাজ চালিয়ে যাচ্ছে। একদিন শিউলির সাথে দেখা হয়। তাদের অনেক কথা বার্তা হলো।পরে শিউলি তাকে বুঝাতে লাগলো।বলতেছে আপনি যে এলাকায় এগুলো করে বেরান মানুষ কি আপনাকে ভালো বাসে।আপনাকে দেখলে যে সালাম দেয় এটা কি নিজের মনে সালাম দেয়। এটা তারা আপনাকে ভয়ে সালাম দেয়। এগুলো করে কি লাভ।আপনি চাকরি করেন।এগুলো কথা বার্তা শুনে জাফর পুরাই তার উপর আসক্ত হয়।একদিন রাস্তার মধ্যে শিউলিকে ডেকে নিলো।বলতেছে দেখো আমি ওতো ঘুরায় পেছায় কথা বলতে পারবো না।আমি আপনাকে পছন্দ করি।এগুলো শুনে শিউলি তাকে কিছুই বললো না।
একদিন শিউলি তার সাথে দেখা করে।ওই সময় জাফর তার দলকে বলতেছে আমরা সবাই ভালো হয়ে যাবো।কারো কাছে আর চাদা নিবো না।এগুলো কথা শুনে শিউলি তাকে বললো খুব সুন্দর একটা ডিসিশন নিছেন।এই দিকে শিউলির বাবা সব দেখতে পায়।জাফর বলছিল শিউলি আপনি আমার পাশে থাকলে নিজেকে অনেক পরিবর্তন করবো।শিউলি রাগ করে তাকে বললো আপনি আমার জন্য কেনো পরিবর্তন করবেন।আপনি মনে করবেন না যে এখনো আপনি বেকার।আপনার কোন চাকরি নাই। পরে জাফর সব জায়গায় চাকরি খুঁজা খুঁজি শুরু করলো।সবাইকে চাকরির কথা জানিয়ে দিলো।পরে তার একটা চাকরি হয়ে যায়।
এইদিকে শিউলির বিয়ে ঠিক করে।জাফর তার বিয়ের কথা শুনে সাথে সাথে শিউলির বাবার সাথে দেখা করে।জাফর অনেক বুজার চেষ্টা করে।কিন্তু শিউলির বাবা বুঝে না।কারনে জাফর এক সময় চাঁদাবাজ ছিল এই জন্য। কিন্তু জাফর শিউলির জন্য নিজেকে অনেক পরিবর্তন করছে।শিউলির বাবা যখন বৃঝলো না তখন শিউলির বান্ধবীর দ্বারা একটা চিঠি পাঠিয়ে দেয়।সেই চিঠি পড়ে শিউলি কান্না করে।এগুলো আবার তার বাবা দেখতে পাই।
এইদিকে জাফরের চাকরিতে যাওয়ার সময় হয়ে গেছে। সেই রেলওয়ে স্টেশনে চলে আসলো। তার মন একেবারে খারাপ। কারণ যাকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করছে তাকে সে না পায়।কিছুক্ষণ পর শিউলি স্টেশনে খুঁজা খুঁজি শুরু করে জাফরাে।অনেক খুঁজার পর জাফরের সাথে তার দেখা হয়। এবং তাদের দুইজনের মিল হয়ে যায়। তার বাবা শিউলির কান্না দেখে তাকে মেনে নিছে।এবং জাফরের সাথে তাদের বিয়ে ঠিক করে।
আমার কাছে নাটকটি দারুণ ভালো লেগেছে। এই ধরনের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো। তবে ইয়াশ রোহানের নাটক গুলো বর্তমান খুবই ভালো লাগে। আমি তার কিছু নাটক দেখছি দেখে খুবই ভালো লাগছে।এই নাটক নাটক দেখেও আমার চোখে পানি চলে আসছিল। যাইহোক আপনাদের কাছে কেমন লাগলো নাটক রিভিউ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ডিভাইস | Redmi 9A |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
You can also vote for @bangla.witness witnesses
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
https://twitter.com/Polashislam681/status/1718963542114849124?t=3jkqpErzlHN0nipMe3-crg&s=19
ভাইয়া আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে।এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে।সময় পেলে অবশ্যই দেখবো। এই ধরনের নবাগত শিল্পীদের নাটক দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। খুবই খুশি হলাম আপনার এই নাটকের রিভিউ দেখে।আসলে এ জাতীয় নাটকগুলো আমারও খুব ভালো লাগে যেহেতু এখানে প্রেম অনুভূতিমূলক অভিনয়। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর নাটকটা আমাদের মাঝে রিভিউ করার জন্য খুশি হলাম।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
এই নাটক টা আমার এখনো দেখা হয়নি।বর্তমানে এই জুটি টা খুবই জনপ্রিয় তারা নিয়মিত অনেক সুন্দর সুন্দর নাটক আমাদের উপহার দিচ্ছেন ভালোই লাগে।অনেক দারুন হয়েছে রিভিউ টা।
ধন্যবাদ ভাই
নাটক দেখতে মাঝেমধ্যে ভালোই লাগে। তবে সময়ের অভাবে নাটক বেশি দেখা হয় না। চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। নাটকটি আমি কয়েকদিন আগে দেখেছিলাম আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য
নাটকের রিভিউ টু বেশ দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রিভিউটি পড়ে মোটামুটি নাটক সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে গেলাম এখন তো খুব দেখতে ইচ্ছে করছে। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই
এই নাটকটা আমার দেখা হয়েছিল আর আমার কাছে নাটকটা দেখতে অনেক ভালো লেগেছিল। আজকে আপনি অনেক সুন্দর করে নাটকটির রিভিউ করেছেন, যা দেখে তো আরো বেশি ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাটকটার কাহিনী তুলে ধরেছেন এই রিভিউতে। এত সুন্দর একটা নাটকের রিভিউ সম্পূর্ণ লিখে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
তোমাকে পেয়ে গেলে নাটক কিন্তু সত্যি অনেক সুন্দর। আর এই নাটকটার রিভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি, আর তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছেও সম্ভব ভালো লাগে। এই নাটকে নায়ক নায়িকা যারা রয়েছে তাদের জুটি আমার অনেক বেশি পছন্দের।
আমিও নাটক দেখতে খুবই পছন্দ করি।যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।