||নাটক রিভিউ:-তোমাকে পেয়ে গেলে||

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম:-আদাব
নাটক রিভিউ:-তোমাকে পেয়ে গেলে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG_20231030_175516.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

আজকে আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ। আমি সময় পেলে নাটক গুলো দেখি।নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে নাটকটি শেয়ার করি।তবে ইয়াশ রোহানের নাটক গুলো এখন খুবই ভালো লাগে। এটা নতুন একটি নায়ক।যাইহোক দেরি না করে তাহলে শুরু করা যাক।

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামতোমাকে পেয়ে গেলে
অভিনয়ইয়াশ রোহান,তানজিম সাইয়ারা তটিনী
পরিচালকরুবেল আনুশ
মুক্তির তারিখ২৬শে অক্টোবর
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ৪২.৩৪
সংক্ষিপে কাহিনী

IMG_20231030_145444.jpg

IMG_20231030_145429.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নাটকের শুরুতেই নায়কের নাম থাকে জাফর এবং নায়িকার নাম থাকে শিউলি।জাফর হচ্ছে এলাকার ডন।সে সব জায়গা থেকে চাদা উঠায়।প্রতিটি দোকান থেকে টাকা নেই। একদিন সে শিউলির বাবার দোকানে চাদা নিতে গেছিলো। এই সময় শিউলি দেখতে পায়।তার পর যখন টাকা নিয়ে তারা বের হয়ে আসলো জাফর তাকে দেখতে পেলো।সেই দেখাতে জাফর তার প্রতি ভালোলাগা শুরু হলো।পরের দিন শিউলি নিজে জাফরের কাছে গেছে। বলতে আপনি আমার বাবার দোকান থেকে কেনো টাকা নিয়েছেন। আরো অনেক কিছু বলছে।তার কথা শুনে জাফর প্রেমে পড়ে গেছে।

IMG_20231030_145502.jpg

IMG_20231030_145516.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

এই ভাবে জাফর তার কাজ চালিয়ে যাচ্ছে। একদিন শিউলির সাথে দেখা হয়। তাদের অনেক কথা বার্তা হলো।পরে শিউলি তাকে বুঝাতে লাগলো।বলতেছে আপনি যে এলাকায় এগুলো করে বেরান মানুষ কি আপনাকে ভালো বাসে।আপনাকে দেখলে যে সালাম দেয় এটা কি নিজের মনে সালাম দেয়। এটা তারা আপনাকে ভয়ে সালাম দেয়। এগুলো করে কি লাভ।আপনি চাকরি করেন।এগুলো কথা বার্তা শুনে জাফর পুরাই তার উপর আসক্ত হয়।একদিন রাস্তার মধ্যে শিউলিকে ডেকে নিলো।বলতেছে দেখো আমি ওতো ঘুরায় পেছায় কথা বলতে পারবো না।আমি আপনাকে পছন্দ করি।এগুলো শুনে শিউলি তাকে কিছুই বললো না।

IMG_20231030_145539.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

একদিন শিউলি তার সাথে দেখা করে।ওই সময় জাফর তার দলকে বলতেছে আমরা সবাই ভালো হয়ে যাবো।কারো কাছে আর চাদা নিবো না।এগুলো কথা শুনে শিউলি তাকে বললো খুব সুন্দর একটা ডিসিশন নিছেন।এই দিকে শিউলির বাবা সব দেখতে পায়।জাফর বলছিল শিউলি আপনি আমার পাশে থাকলে নিজেকে অনেক পরিবর্তন করবো।শিউলি রাগ করে তাকে বললো আপনি আমার জন্য কেনো পরিবর্তন করবেন।আপনি মনে করবেন না যে এখনো আপনি বেকার।আপনার কোন চাকরি নাই। পরে জাফর সব জায়গায় চাকরি খুঁজা খুঁজি শুরু করলো।সবাইকে চাকরির কথা জানিয়ে দিলো।পরে তার একটা চাকরি হয়ে যায়।

IMG_20231030_145612.jpg

IMG_20231030_145600.jpg

IMG_20231030_145549.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

এইদিকে শিউলির বিয়ে ঠিক করে।জাফর তার বিয়ের কথা শুনে সাথে সাথে শিউলির বাবার সাথে দেখা করে।জাফর অনেক বুজার চেষ্টা করে।কিন্তু শিউলির বাবা বুঝে না।কারনে জাফর এক সময় চাঁদাবাজ ছিল এই জন্য। কিন্তু জাফর শিউলির জন্য নিজেকে অনেক পরিবর্তন করছে।শিউলির বাবা যখন বৃঝলো না তখন শিউলির বান্ধবীর দ্বারা একটা চিঠি পাঠিয়ে দেয়।সেই চিঠি পড়ে শিউলি কান্না করে।এগুলো আবার তার বাবা দেখতে পাই।

IMG_20231030_145643.jpg

IMG_20231030_145632.jpg

IMG_20231030_145655.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

এইদিকে জাফরের চাকরিতে যাওয়ার সময় হয়ে গেছে। সেই রেলওয়ে স্টেশনে চলে আসলো। তার মন একেবারে খারাপ। কারণ যাকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করছে তাকে সে না পায়।কিছুক্ষণ পর শিউলি স্টেশনে খুঁজা খুঁজি শুরু করে জাফরাে।অনেক খুঁজার পর জাফরের সাথে তার দেখা হয়। এবং তাদের দুইজনের মিল হয়ে যায়। তার বাবা শিউলির কান্না দেখে তাকে মেনে নিছে।এবং জাফরের সাথে তাদের বিয়ে ঠিক করে।

ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি দারুণ ভালো লেগেছে। এই ধরনের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো। তবে ইয়াশ রোহানের নাটক গুলো বর্তমান খুবই ভালো লাগে। আমি তার কিছু নাটক দেখছি দেখে খুবই ভালো লাগছে।এই নাটক নাটক দেখেও আমার চোখে পানি চলে আসছিল। যাইহোক আপনাদের কাছে কেমন লাগলো নাটক রিভিউ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



👇নাটকের লিংক👇

1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসRedmi 9A
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

ভাইয়া আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে।এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে।সময় পেলে অবশ্যই দেখবো। এই ধরনের নবাগত শিল্পীদের নাটক দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

দারুন একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। খুবই খুশি হলাম আপনার এই নাটকের রিভিউ দেখে।আসলে এ জাতীয় নাটকগুলো আমারও খুব ভালো লাগে যেহেতু এখানে প্রেম অনুভূতিমূলক অভিনয়। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর নাটকটা আমাদের মাঝে রিভিউ করার জন্য খুশি হলাম।

 last year 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 last year 

এই নাটক টা আমার এখনো দেখা হয়নি।বর্তমানে এই জুটি টা খুবই জনপ্রিয় তারা নিয়মিত অনেক সুন্দর সুন্দর নাটক আমাদের উপহার দিচ্ছেন ভালোই লাগে।অনেক দারুন হয়েছে রিভিউ টা।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নাটক দেখতে মাঝেমধ্যে ভালোই লাগে। তবে সময়ের অভাবে নাটক বেশি দেখা হয় না। চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। নাটকটি আমি কয়েকদিন আগে দেখেছিলাম আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

নাটকের রিভিউ টু বেশ দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রিভিউটি পড়ে মোটামুটি নাটক সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে গেলাম এখন তো খুব দেখতে ইচ্ছে করছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এই নাটকটা আমার দেখা হয়েছিল আর আমার কাছে নাটকটা দেখতে অনেক ভালো লেগেছিল। আজকে আপনি অনেক সুন্দর করে নাটকটির রিভিউ করেছেন, যা দেখে তো আরো বেশি ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাটকটার কাহিনী তুলে ধরেছেন এই রিভিউতে। এত সুন্দর একটা নাটকের রিভিউ সম্পূর্ণ লিখে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

তোমাকে পেয়ে গেলে নাটক কিন্তু সত্যি অনেক সুন্দর। আর এই নাটকটার রিভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি, আর তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছেও সম্ভব ভালো লাগে। এই নাটকে নায়ক নায়িকা যারা রয়েছে তাদের জুটি আমার অনেক বেশি পছন্দের।

 last year 

আমিও নাটক দেখতে খুবই পছন্দ করি।যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76323.20
ETH 2986.08
USDT 1.00
SBD 2.62