||কবিতা আবৃতি পোস্ট:-বই||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে ভিন্ন ধরনের কবিতা আবৃতি আমি এর আগে কোনদিন কবিতা আবৃতি করি নাই আজকে প্রথম আপনাদের মাঝে কবিতা আবৃতি নিয়ে উপস্থিত হলাম। তবে জানি না কেমন হয়েছে আমি যতটুকু পারছি সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি।মানুষ এমন কোন কাজ পারে যেটা সে করে না।আমরা যেকোনো জিনিসের উপর চেষ্টা করলে সব কিছু করতে পারবো।আমার বাংলা ব্লগে অনেকে সুন্দর সুন্দর কবিতা আবৃতি করে।এবং কেউ কেউ স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করে।সবার কবিতা গুলো পড়ে আমাকে দারুণ লাগে। যাইহোক জীবনের প্রথম আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো। যদি আপনাদের কাছে ভালো লাগে আর আমি যদি উৎসাহিত পাই তাহলে ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর কবিতা আবৃতি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো।আর চেষ্টা করতে তো কোন ক্ষতি নাই। আজকে নাহয় একটু চেষ্টা করলাম। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।
কবিতা :-বই
লেখক:-হুমায়ুন আজাদ
আবৃতি:-@polash123
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
বয়ের পাতা স্বপ্ন বলে।
যে-বই জুড়ে সূর্য উঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে আলো
স-বই তুমি পড়বে।
যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোন বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্ধ করে
সে-বই তুমি ধরবে না।
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
বইয়ের পাতায় স্বপ্ন বলে।
তো বন্ধুরা আজকে এই ছিল আমার কবিতা আবৃতি।আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ডিভাইস | Oppo A57 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বই কবিতাটি খুবই সুন্দর আবৃত্তি করেছেন। সত্যি আপনার আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠ অসাধারণ ছিল।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
আপনার কন্ঠে আজকে প্রথম কবিতা আবৃত্তি শুনলাম। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমিও আবৃত্তি করতে পারতাম না, একটা সময়ের পর ভীষণ ভালো লাগে। এখন আবৃত্তি করতে খুব একটা কষ্ট হয় না। আপনি দারুন কণ্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
হুমায়ূন আজাদ এর কবিতাটি আমি পড়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আজকে আপনার কন্ঠ শুনতে পেয়ে সত্যি অনেক বেশি ভালো লাগলো। কারণ কবিতা আবৃত্তির মধ্যে কবিতার পূর্ণতা পা।য় আপনার কন্ঠে কবিতাটি অসাধারণ লেগেছে।
ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
হুমায়ুন আজাদ বাংলাদেশের আলোচিত একজন ব্যক্তি। কবিতা টা আমি প্রথমবার পড়লাম। সত্যি বলতে বেশ ভালো লাগল। যে বই তোমায় অন্ধ করে সে বই তুমি ধরবে না। কী দারুণ একটা কথা। তবে সত্যি বলতে আপনার আবৃত্তি টা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। আপনার ভয়েসটা অস্পষ্ট ছিল আমার কাছে মনে হয়েছে। এবং আরেকটু বেশি সাউন্ড হলে ভালো হতো। আপনার জন্য শুভকামনা।।
ভাইয়া আপনি প্রথম বার কবিতা আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো। প্রথমবারের তুলনায় খুব সুন্দর আবৃত্তি করেছেন। মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। হুমায়ূন আহমেদ এর খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। এর আগে এই কবিতা পড়া হয়নি তবে আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। আশা করি সামনে আরও সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য
বাহ আপনি বেশ ভালো আবৃতি করেন দেখছি। আপনার কন্ঠে কবিতাটি বেশ ভালো লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া
আসলে আমাদের জীবনে অনেক কিছুই প্রথমবার করতে হয় এবং প্রথমবার করার পরে আমাদের সাহস বৃদ্ধি পেতে থাকে৷ এই সাহস থেকে আমরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু পোস্ট শেয়ার করার চেষ্টা করি৷ আজকে আপনি সেরকম একটি কবিতা আবৃত্তি পোস্ট শেয়ার করেছেন এবং আজকে প্রথম এই কবিতা আবৃতি পোস্ট শেয়ার করার পরেও একেবারে অসাধারণ হয়েছে৷ আশা করি ভবিষ্যতে আরো কিছু কবিতা আবৃত্তি পোস্ট আপনার কাছ থেকে জানতে পারব৷
ধন্যবাদ ভাইয়া সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।