লেভেল ৪ হতে আমার অর্জন - By @pea07

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি লেভেল থ্রি শেষ করে উত্তীর্ণ হয়ে লেভেল ফোর এর ক্লাস করেছি। এবিবি স্কুল লেভেল ফোরে আমাদের Steem/Sbd/Trx Transfer, Internal Market এ SBD থেকে Steem এ Convert করা,External Market এ Steem এবং TRX Exchange করা শেখানো হয়েছে।আমি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছি এবং গত ২৬ই জুলাই ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। সেই ক্লাসটির মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি @rupok ভাইয়া কে। তিনি যথেষ্ট ধৈর্য্য নিয়ে সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের সবকিছু শিখিয়েছেন। এজন্য শুরুতেই আমি উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

20230728_153001.jpg


১. p2p কি?


p2p বলতে person to person বা একজন ইউজারের ওয়ালেট হতে অন্য ব্যক্তিকে steem, SBD বা trx পাঠানোকে বোঝায় যা আমাদের করা উচিত নয়।


২. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করতে আমি প্রথমে আমার স্টিমিট ওয়ালেটে লগইন করি। তারপর সেখানে এসবিডি এর পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করি । এখানে ক্লিক করার পর আমি ট্রান্সফার নামে একটি অপশন সবার উপরে দেখতে পাই এবং আমি সেখানে ক্লিক করি। সেখানে কিছু তথ্য দেওয়ার জন্য আমি খালি বক্স দেখতে পাই। সেখানে আমি আমার প্রয়োজন মত তথ্য গুলো দেই। আমি To অপশনে level4test এবং amount 0.001 সিলেক্ট করি এবং next অপশনে ক্লিক করি। তারপর আমাকে আরেকটি কনফার্মেশন প্রিভিউ দেখায় সেখানে আমি ওকে ক্লিক করি এবং সবশেষে আমার প্রাইভেট কি দিয়ে ট্রানজেকশনটি কমপ্লিট করি।

iMarkup_20230728_125248.jpgiMarkup_20230728_125322.jpg
iMarkup_20230728_125345.jpgiMarkup_20230728_125403.jpg
iMarkup_20230728_125428.jpgiMarkup_20230728_125445.jpg

৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


আমি আমার একাউন্টের ওয়ালেটে লগইন করি। তারপর সেখান থেকে স্টিমের পাশে যে ড্রপডাউন রয়েছে সেখানে ক্লিক করও। ক্লিক করার পর সেখানে পাঁচটি অপশন দেখাবে যার মধ্যে আমি সবার প্রথম অপশনটি অর্থাৎ ট্রান্সফার সিলেক্ট করে নিই। তারপর সেখানে নতুন একটি পেইজ আসে যেখানে আমি তথ্যগুলো দিয়ে দেই।আমি level4test এ ০.০০১ স্টীম পাঠাব তাই টু তে level4test এবং এমাউন্টে ০.০০১ স্টীম লিখেছি এবং মেমোতে level4test দিয়েছি।তারপর নেক্সট ক্লিক করার পর ফাইনাল প্রিভিউ দেখায় এবং আমি সেটা চেক করে ওকে ক্লিক করি। সর্বশেষ ধাপে ট্রান্সফার কমপ্লিট করার জন্য একটিভ কি দিয়ে ওকে করতে দিই।

iMarkup_20230728_113023.jpgiMarkup_20230728_113141.jpg
iMarkup_20230728_113222.jpgiMarkup_20230728_113303.jpg
iMarkup_20230728_113326.jpgiMarkup_20230728_113403.jpg

৪.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


আমি আমার একাউন্টের ওয়ালেটে লগইন করি। তারপর সেখান থেকে একটু নীচের দিকে টিআরএক্স পাশে যে ড্রপডাউন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেখানে তিনটি অপশন দেখাবে যার মধ্যে আমি সবার প্রথম অপশনটি অর্থাৎ ট্রান্সফার সিলেক্ট করে নিই। তারপর সেখানে নতুন একটি পেইজ আসে যেখানে আমি তথ্যগুলো দিই।আমি level4test এ ০.০১ টিআরএক্স পাঠাব তাই টু অপশন বক্সে level4test এবং এমাউন্টে ০.০০১ টিআরএক্স লিখেছি এবং এখানে মেমোতে কিছু না লিখলেও হয়।তারপর নেক্সট ক্লিক করার পর আমাকে ফাইনাল প্রিভিউ দেখায় এবং আমি সেটা চেক করে ওকে ক্লিক করি। সর্বশেষ ধাপে ট্রান্সফার কমপ্লিট করার জন্য ট্রন প্রাইভেট কি দিয়ে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।ট্রান্সফার কমপ্লিট হলে তারা নিচে একটি রেপিড ইনফো শো করে যেখানে লেখা থাকে আপনার ট্রানজেকশন সেন্ড হয়েছে ।

iMarkup_20230728_120027.jpgiMarkup_20230728_120052.jpg
iMarkup_20230728_120129.jpgiMarkup_20230728_120151.jpg
iMarkup_20230728_120221.jpgiMarkup_20230728_120311.jpg

৫. Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার জন্য আমি আমার ওয়ালেটে লগইন করি । ওয়ালেটে আমার প্রোফাইল ডানপাশে একটি থ্রি-বার রয়েছে । সেখানে ক্লিক করার পর আমি Currency Market অপশনে যাই। সেখানে দুইটি অপশন দেওয়া রয়েছে একটি হলো Buy steem এবং আপরটি হলো sell steem, যেহেতু এখানে SBD কে steem এ কনভার্ট করতে বলা হয়েছে তাই আমি Buy steem সিলেক্ট করি। সবার আগে আমি সেখানকার লোয়েস্ট আস্কে ক্লিক করি। যেহেতু আমার কাছে টোটাল ০.১ SBD রয়েছে তাই আমাকে এমাউন্টের ঘরে নতুন করে কিছু লিখতে হয়নি। এভেলেবেল এবং লোয়েস্ট আস্কে ক্লিক করার পর আমি Buy steem ক্লিক করে ফেলি। সবশেষে আমার অর্ডার কনফার্ম করার জন্য একটি ওকে ক্লিক করতে হয় এবং এভাবেই আমি Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করেছি।

iMarkup_20230728_134917.jpgiMarkup_20230728_134948.jpg
iMarkup_20230728_135009.jpgiMarkup_20230728_135303.jpg
iMarkup_20230728_135325.jpg

৬. Poloniex Exchange site এ একটি Account Create করুন।


Poloniex Exchange site এ একটি Account Create দুইভাবে করা যায় একটি হলো poloniex অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে । আমি এখানে ওয়েবসাইটের মাধ্যমে একাউন্টে কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখাবো। প্রথমে আপনার ফোনের ব্রাউজারে poloniex লিখে সার্চ দিন। তারপর নিচের স্ক্রিনশট এর মত poloniex.com এ ক্লিক করুন। তারপর poloniex এর ডান পাশে যে বারটি দেখা যায় সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে লগইন এবং সাইন আপ দুটি অপশন থেকে সাইন আপ অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর সেখানে আপনাকে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে কোন রেফারাল কোড না দিলেও হবে। যেহেতু এখানে আমি আগেই একটি একাউন্ট ক্রিয়েট করেছি তাই আমি পরবর্তী ধাপ পর্যন্ত না গিয়ে সরাসরি লগইন করে আপনাদের সাথে সেটার স্ক্রিনশট শেয়ার করেছি।

iMarkup_20230728_113828.jpgiMarkup_20230728_113849.jpg
iMarkup_20230728_113933.jpgiMarkup_20230728_114026.jpg
iMarkup_20230728_114048.jpgiMarkup_20230728_114104.jpg

৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।


Steemit account থেকে Poloniex Exchange site এ Steem Transfer তার জন্য সবার আগে আমি Poloniex লগইন করি এবং সেখান থেকে ওয়ালেটে ক্লিক করি। ওয়ালেট থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করি। সেখানে একটি সার্চ বার আসে যেখানে আমি স্টিম লিখে সার্চ করি এবং নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করি । সেখানে আমি এড্রেস এবং মেমো দেখতে পাই এবং তা কপি করে রাখি । এরপর পুনরায় আমি আমার স্টিমিট ওয়ালেটে লগইন করি। স্টিমের পাশে যে ড্রপটা ডাউন রয়েছে সেখান থেকে ট্রান্সফার অপশনটি ক্লিক করি। সেখানে একটি বক্স আসে যেখানে আমার আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেক্সট দিই। এই বক্সটিতে আমি poloniex থেকে কপি করা এড্রেস এবং মেমো পেস্ট করে এমাউন্ট বসিয়ে দিই।এরপর আমাকে ফাইনাল প্রিভিউ দেখায় যা আমি ওকে করে দেই। সবশেষে আমি আমার প্রাইভেট কি দিয়ে ট্রান্সফারটি সম্পন্ন করি।

iMarkup_20230728_121830.jpgiMarkup_20230728_121909.jpg
iMarkup_20230728_121937.jpgiMarkup_20230728_122002.jpg
iMarkup_20230728_122034.jpgiMarkup_20230728_122059.jpg
iMarkup_20230728_122122.jpgiMarkup_20230728_122138.jpg
iMarkup_20230728_122156.jpg

৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।


Steemit account থেকে Poloniex Exchange site এ TRX Transfer তার জন্য সবার আগে আমি Poloniex লগইন করি এবং সেখান থেকে ওয়ালেটে ক্লিক করি। ওয়ালেট থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করি। সেখানে একটি সার্চ বার আসে যেখানে আমি TRX লিখে সার্চ করি এবং নেটওয়ার্ক হিসেবে TRX/TRON /TRC20 সিলেক্ট করি । সেখানে আমি এড্রেস দেখতে পাই এবং তা কপি করে রাখি । এরপর পুনরায় আমি আমার স্টিমিট ওয়ালেটে লগইন করি। টিআরএক্স এর পাশে যে ড্রপটাডাউন রয়েছে সেখান থেকে ট্রান্সফার অপশনটি ক্লিক করি। সেখানে একটি বক্স আসে যেখানে আমার আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেক্সট দিই। এই বক্সটিতে আমি poloniex থেকে কপি করা এড্রেস পেস্ট করার পূর্বে এর নীচে সবুজ কালারে ক্লিক করে একউন্টটি সুইচ করে নি ই এবং এমাউন্ট বসিয়ে দিই।এরপর আমাকে ফাইনাল প্রিভিউ দেখায় যা আমি ওকে করে দেই। সবশেষে আমি আমার ট্রন প্রাইভেট কি দিয়ে ট্রান্সফারটি সম্পন্ন করি।

iMarkup_20230728_144104.jpgiMarkup_20230728_144140.jpgiMarkup_20230728_144201.jpg
iMarkup_20230728_144225.jpgiMarkup_20230728_144244.jpgiMarkup_20230728_144303.jpg
iMarkup_20230728_144321.jpgiMarkup_20230728_144349.jpgiMarkup_20230728_144413.jpg

iMarkup_20230728_144733.jpg


৯. Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


Poloniex Exchange site এ Steem কে USDT তে Exchange করার জন্য আমি আমার Poloniex একাউন্টে লগইন করি। সেখান থেকে আমি ট্রেড Trade অপশনটিতে ক্লিক করি। সেখান থেকে স্পট Spot option এবং সেখানে একটি সার্চ বার আসে যেটায় আমি Steem/USDT লিখে সার্চ দেই এ দুটোর এবং পেয়ার সিলেক্ট করি। সেখানে বাই এবং সেলর দুইটি অপশন থাকে। আমি Sell অপশনে ক্লিক করি। তারপর আমি যে পরিমাণের steem USDT তে exchange সেই অ্যামাউন্ট লিখব। আমি এইখানে একটি স্টিম এক্সচেঞ্জ করব তাই ১ লিখেছি। সবশেষে আমি Sell steem অপশনে ক্লিক করে আমার steem USDT তে Exchange করি।

iMarkup_20230728_145836.jpgiMarkup_20230728_145912.jpgiMarkup_20230728_145944.jpg
iMarkup_20230728_150056.jpgiMarkup_20230728_150122.jpgiMarkup_20230728_150201.jpg

Poloniex Exchange site এ TRX কে USDT তে Exchange করার জন্য আমি আমার Poloniex একাউন্টে লগইন করি। সেখান থেকে আমি ট্রেড Trade অপশনটিতে ক্লিক করি। সেখান থেকে স্পট Spot option এবং সেখানে একটি সার্চ বার আসে যেটায় আমি TRX/USDT লিখে সার্চ দেই এ দুটোর এবং পেয়ার সিলেক্ট করি। সেখানে বাই এবং সেল দুইটি অপশন থাকে। আমি Sell অপশনে ক্লিক করি। তারপর আমি যে পরিমাণের TRX USDT তে exchange সেই অ্যামাউন্ট লিখব। আমি এইখানে একটি TRX এক্সচেঞ্জ করব তাই 1 লিখেছি। সবশেষে আমি Sell TRX অপশনে ক্লিক করে আমার TRX তে Exchange করি।

iMarkup_20230728_152108.jpgiMarkup_20230728_152142.jpgiMarkup_20230728_152212.jpg
iMarkup_20230728_152239.jpgiMarkup_20230728_152316.jpg

এখানে ব্যবহৃত সবগুলো স্ক্রিনশট আমার ফোন থেকে তোলা এবং এগুলো iMarkup দিয়ে ক্রপ করা হয়েছে


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 last year 

আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়গুলো মোটামুটি পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি ভালো বুঝিয়েছেন আমাদের।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27