লেভেল ৩ হতে আমার অর্জন - By @pea07

in আমার বাংলা ব্লগlast year

লেভেল ৩ হতে আমার অর্জন


আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি লেভেল টু শেষ করে উত্তীর্ণ হয়ে লেভেল থ্রী এর ক্লাস করেছি। এবিবি স্কুল লেভেল থ্রী তে আমাদের মার্কডাউন এবং কিউরেশন রিওয়ার্ড পুল সম্পর্কে শেখানো হয়েছে।আমি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছি এবং গত ১৭ই জুলাই ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। সেই ক্লাসটির মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি @alsarzilsiam ভাইয়া কে। তিনি সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের সবকিছু শিখিয়েছেন। এজন্য শুরুতেই আমি উনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

20230719_222332.jpg


১. মার্কডাউন কি ?


মার্কডাউন হলো এক ধরনের কোডিং যা ব্যবহার করে যে কোন লেখাকে সুশৃঙ্খল এবং সুন্দর করে সাজানো করা হয়ে থাকে।


২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?


একজন কন্টেন্ট রাইটার বা ব্লগার যখন কোনো বিষয়ে লিখেন তখন তিনি চান তার লিখাটি যেন অনেক পাঠক পছন্দ করেন এবং পড়েন। মার্কডাউন হলো একটি বিষয়ের লেখা পাঠকের সামনে সৃজনশীল ভাবে উপস্থাপন করার একটি বিশেষ পদ্ধতি। মার্কডাউন ব্যবহার করে একটি আর্টিকেল চমৎকার ভাবে সাজানো যায় যা পাঠকদের লেখাটি পড়ার আগ্রহ সৃষ্টি করে।সুতরাং বলা যায় যে একটি আর্টিকেলে মার্কডাউন কোড ব্যবহার করে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় আর এজন্য মার্কডাউন গুরুত্বপূর্ণ।
এছাড়া ধরেন আপনি কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে চান এবং আমরা সবাই জানি কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম ইটালিক হরফে লিখতে লেখা হয় সেক্ষেত্রে লেখা ইটালিক করতে মার্কডাউন কোড লাগে। সূত্র, রাসায়নিক সংকেত লিখতেও মার্কডাউন ব্যবহার করতে হয়।


৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?


আমরা যে মার্কডাউন কোডগুলো ব্যবহার করব তার আগে চারটি স্পেস ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান করতে পারি।


৪.নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।


| User | Posts | Steem  Power|
| --- | --- | --- | 
| User1 | 10 | 500 | 
| User2 | 20 | 9000 |

🔽

UserPostsSteem Power
User110500
User2209000

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি ?


[সোর্স](সোর্স লিংক)

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।


# header 1 (সর্বোচ্চ বড় সাইজ)
## header 2 (হেডার-১ চেয়ে ছোট)
### header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
#### header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
##### header 5 (হেডাট ৪ এর চেয়েও ছোট)
###### header 6( সবচেয়ে ছোট সাইজ )

🔽

header 1 (সর্বোচ্চ বড় সাইজ)

header 2 (হেডার-১ চেয়ে ছোট)

header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)

header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)

header 5 (হেডাট ৪ এর চেয়েও ছোট)
header 6( সবচেয়ে ছোট সাইজ )

৭. টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।


<div class="text-justify">
</div>

৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?


কনটেন্ট অফিস নির্বাচনের ক্ষেত্রে আমাদের তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।

  • জ্ঞান
  • অভিজ্ঞতা
  • দক্ষতা
  • সৃজনশীলতা

এই তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে একটি কন্টেন্ট তৈরি করা হলে তা মানসম্পন্ন একটি কনটেন্ট তৈরি হবে।


৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?


একটি ব্লগে লিখা এবং ব্যক্তিগত ডায়েরিতে লিখা এক বিষয় না যে, যেকোনো বিষয়ে লিখলেই হবে। আমরা যে বিষয় নিয়ে ব্লগে লিখবো সেই বিষয়বস্তুর উপর আমাদের যথেষ্ট পরিমান জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। এদুটোর পাশাপাশি অভিজ্ঞতা থাকলে আরো ভালো হয়। আমাদের যে বিষয়ে যত বেশি অভিজ্ঞতা থাকবে আমরা সেই বিষয়টি বাস্তবসম্মত ভাবে তত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারব। ধরুন আমরা যদি কোনো রেসিপি পোস্ট করি তবে সেটি রান্নার সমস্তকিছুর জ্ঞান এবং দক্ষতা আমার থাকতে হবে না হলে আমার ভুল তথ্য কিংবা অপর্যাপ্ত তথ্যে অনেকে দূর্ঘটনার সম্মুখীনও হতে পারে। আরো ভালো হয় যদি সেই রেসিপি প্রস্তুতের অভিজ্ঞতা আমাদের থাকে।


১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?


আমরা জানি একটি পোস্টের মোট ভোটের ৫০% অথর এবং ৫০% কিউরেটর পায় তাই আমি এখানে ৭ ডলারের ভোটে ৩.৫ ডলার কিউরেশন রিওয়ার্ড পাবো।


১১.সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?


কোন অথর তার পোস্ট পাবলিশ করার পাঁচ মিনিটের মধ্যে ভোট দিলে কিউরেটর কিউরেশন রিওয়ার্ড পাবে না। পোস্ট করার পাঁচ মিনিটের পর সবার আগে যিনি ভোট দেবেন তিনিই সর্বোচ্চ রিওয়ার্ড পাবেন এবং ৬ দিন ১২ ঘন্টা এর মধ্যে ভোট দিতে হবে।

প্রথম পাঁচ মিনিটের রিওয়ার্ড পারসেন্ট নিচে দেওয়া হলো

১ মিনিট পর ভোট দিলে ২০% পাওয়া যাবে, ৮০% রিওয়ার্ড পুলে যাবে।
২ মিনিট পর ভোট দিলে ৪০% পাওয়া যাবে , ৬০% রিওয়ার্ড পুলে যাবে।
৩ মিনিট পর ভোট দিলে ৬০% পাওয়া যাবে , ৪০% রিওয়ার্ড পুলে যাবে।
৪ মিনিট পর ভোট দিলে ৮০% পাওয়া যাবে , ২০% রিওয়ার্ড পুলে যাবে।
৫ মিনিট পর প্রথম ভোট দিলে ১০০% পাওয়া যাবে এবং শেষ বারো ঘন্টায় ভোট দিলে এইভাবে পারসেন্ট অনুসারে কিউরেশন রিওয়ার্ড কমতে থাকবে।


  • ১২.নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে কেননা নিজের অল্প এসপি দিয়ে কিউরেট করলে আর্ন বেশী হয় না কিন্তু @Heroism এ একসাথে অনেক ইউজার গেলিগেশন করায় সেটি বেশী পাওয়াফুল এবং সেখানে অল্প এসপি ডেলিগেশন করে বেশি আর্ন হয়।


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 last year 
 last year 

আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু অর্জন করতে পেরেছি এই লেভেলে।

 last year 

আপনি ও অনেক ভালো করেছেন আপু এই লেভেলে।।

 last year 

লেভেল থ্রি থেকে আজ আপনি অনেক সুন্দর ক্লাস করেছেন যা পরীক্ষা দিয়া দেখে বুঝলাম। আশা করি এভাবে আপনি আপনার প্রত্যেকটা ক্লাস পার করে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করতে সক্ষম হবেন। ভালো লাগলো আপনার পরীক্ষা দেয়া পোস্ট দেখে।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার মন্তব্যটি আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56006.20
ETH 2375.33
USDT 1.00
SBD 2.33