লেভেল ০৪ হতে আমার অর্জন - By @payelb(১০% বেনিফিসিয়ারী @shy-fox,৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার সকলকে, আশাকরি সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে।আমিও ভালো আছি। দেখতে দেখতে চলে এলাম লেভেল-৪ এর লিখিত পরীক্ষা তে। লেভেল-৪ এর লেকচার শীট দেখে আমি অভিভূত।এই শীট পড়লে আমার মনে হয় না ট্রান্সাকশনে কোন সমস্যা হবে।আমারও হয় নি। এত ডিটেইলিং করা স্টেপ সাধারণত অন্য কোথাও খুব কমই দেখা যায়।ধন্যবাদ জানাই লেখক কে।আর ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ,@abb-school কে এত সুন্দর একটি ব্যাবস্থা নেওয়ার জন্য কমিউনিটি মেম্বারদের জন্য।আমি চেষ্টা করছি সমস্ত প্রশ্নের উত্তর গুলো নিচে লিখতে।
52794a03-a2f0-451f-b167-49cef36b501e.jfif

প্র শ্ন প ত্র

১.p2p কি?

উত্তর-P2P এর সম্পূর্ণ নাম হল Person to person ট্রান্সফার।একজনের অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে TRX, STEEM বা SBD ট্রান্সফার করার পদ্ধতি কে P2P transfer বলে।যদিও আমার বাংলা ব্লগে P2P ট্রান্সফার কে বৈধ মানা হয় না। তবে গিফ্ট বা চ্যারিটির ক্ষেত্রে খুবই ভালোভাবে যদি মেমো তে মেনশন করা থাকে তবে P2P গ্রহণযোগ্য।

২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর-P2P এর মাধ্যমে আমার একাউন্ট থেকে @level4test একাউন্ট এ SBD ট্রান্সফার স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলোঃ
প্রথমে steemit wallet এ লগইন করব।
3d89c93a-8d3a-4e78-8505-f9ba65345f7d.jfif

এরপর স্টিম ডলারের পাশে যে ড্রপ ডাউন আছে সেখানে যাব।এবং ট্রান্সফার সিলেক্ট করব।
5ad34ede-8af9-4075-86d6-30862be4797e.jfif

এরপর যাকে SBD পাঠাবো, ফর্মে Toতে তার স্টিমিট আইডি লিখব। এবং নীচে অ্যামিউন্ট আর মেমো ফিল্ডে কেনো পাঠাচ্ছি সেটা পরিস্কার করে লিখব।
4039eb56-385a-4f5e-9206-5c1c0f0df067.jfif

তারপর একবার কনফর্মেশন ফর্ম চেক করে নিয়ে Ok তে ক্লিক করব।
5b813a0c-0129-449a-b891-7f862d26040a.jfif

৩.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর-P2P এর মাধ্যমে আমার একাউন্ট থেকে @level4test একাউন্ট এ Steem ট্রান্সফার স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলোঃ

প্রথমে ওয়ালেটে গিয়ে স্টিমে যাব এবং ড্রপ ডাউন থেকে ট্রান্সফার সিলেক্ট করব।
f2a44659-64fa-4a85-b282-efe7de6c48cc.jfif

এরপর To তে যাকে স্টিম পাঠাব তার স্টিমিট আইডি লিখব, Amount এর ঘরে অ্যামাউন্ট লিখব এবং Memo তে পরিস্কার ভাবে কারণ লিখতে হবে।
5a5b2cfe-65a1-431b-9182-9ff690166cda.jfif

এরপর একবার ফাইনাল চেক করে Ok ক্লিক করব।
3c2b6c17-6e4c-4023-ad69-9183af647200.jfif

৪.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর-P2P এর মাধ্যমে আমার একাউন্ট থেকে @level4test একাউন্ট এ Steem ট্রান্সফার স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলোঃ

Steemit wallet লগইন করে TRX এ যাব এবং পাশে ড্রপ ডাউন থেকে ট্রান্সফার অপশন সিলেক্ট করব।
30e84f41-58c9-4ee1-b211-0f8a9c0dfe5e.jfif

এবার To তে যে অ্যাকাউন্টে TRX পাঠাব সেই অ্যাকাউন্ট টি লিখব।অবশ্যই অ্যাকাউন্ট টি TRX এর সাথে কানেক্ট থাকতে হবে।এরপর অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখব। আর TRX এর ক্ষেত্রে MEMO না লিখলেও হবে।এবার Next বটন্ ক্লিক করব।
dd6f32ad-2cac-43b5-b728-9360ff2b1d3d.jfif

এরপর সবটা চেক করে নিয়ে Ok তে ক্লিক করব।
bae651e1-bf8b-4498-828a-7f643b92fcee.jfif

এবার নিজের Tron এর প্রাইভেট কী দিয়ে Transfer এ ক্লিক করব।
82782820-ba97-4a42-9e49-fddf71651af9.jfif

৫.Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর- Internal Market এ 0.01 SBD কে Steem এ convert করে তা স্ক্রিনশট এর মাধ্যমে শেয়ার করা হলোঃ

প্রথমে Steemit ওয়ালেটে গিয়ে উপরের ডান দিকের কোনায় 3 dash যে ড্রপ ডাউন আছে সেখানে ক্লিক করব এবং ড্রপ ডাউন থেকে Currency Market ক্লিক করব।
d1c7723f-f9d5-4460-94eb-18fd6bfcefe7.jfif

সেখান থেকে স্টিমিট ওয়ালেটে Buy Steem section টি আসবে।একবার রিফ্রেশ করলেই দেখব Price সেকশন টি নিজে থেকেই ফিলাপ হয়ে যাবে। Total সেকশনে যে অ্যামাউন্ট বাই করতে চাই সেটা লিখব এবং Buy steem এ ক্লিক করব।
9d7a5ede-8707-4b35-a2e3-281ccfd8ecb5.jfif

এরপর কনফর্মেশন নোটিফিকেশন চেক করে Ok ক্লিক করব।
5c7936e8-437b-4109-80d0-fcb6c41be019.jfif

৬.Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর- Poloniex Exchange site এ একটি Account Create করে তা স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলোঃ

প্রথমে Poloniex এ যাব। এবং Sign up এ যাব।
cc2df658-10c6-4d63-892c-b94266d9538a.jfif

এরপর নিজের জিমেইল আইডি দেব। এবং খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দেব।মেইল আইডি অবশ্যই নিজের হতে হবে, মেইল আইডি না থাকলে একটি মেইল আইডি বানিয়ে নিতে হবে এবং পাসওয়ার্ড টি কমপক্ষে ৮ ডিজিটের হতে হবে।
3145e168-54b7-49b4-bc60-7f88320a53f2.jfif

এরপর রেফারাল কোড যা দেওয়ার প্রয়োজন নেই। এবং ক্যাপচা ভেরিফাই করব। এবার চেক বক্সে ক্লিক করে সাইন আপ করব।
a9258ec2-76fe-4b29-8504-8e2cded10501.jfif

৭.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর-Steemit Account থেকে Poloniex exchange site এ Steem Transfer এর প্রতিটা ধাপ স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলো।

প্রথমে poloniex এ লগইন করে wallet সেকশনে যাব এবং সেখান থেকে ডিপোজিটে যাব।
7cead0d2-85ea-4103-8afe-11e349be7705.jfif

ডিপোজিটে যাওয়ার পর ই ডানদিকে একটি সার্চবার পাব সেখানে স্টিম লিখব এবং নীচে স্টিমে ক্লিক করব।
51ac0495-544c-4ce5-a7b3-26ff282cbe3f.jfif

এরপর নীচে Memo এবং Address এর দুটো বার কোড পাব।
c0e865d3-197b-49d1-8060-710d63602254.jfif
8114f57e-06f9-4ccc-ac40-28186af38952.jfif

এরপর Steemit এর ওয়ালেট সেকশনে গিয়ে Steem এর পাশে drop down select করে সেখান থেকে Transfer এ যাব।এবার To তে poloniex এ পাওয়া Address বার কোডটি কপি করে পেস্ট করব। Amount এর ঘরে Amount টা লিখব এবং Memo field এ poloniex এ পাওয়া Memo বার কোড টি কপি করে পেস্ট করব।
6a04b980-f845-43a6-a3a8-c1307df0ce3a.jfif

এরপর কনফার্মেশন চেক করে Ok তে ক্লিক করব।
5bf4a5f7-9421-480d-896c-eb67911acf3e.jfif

এরপর poloniex এ গিয়ে Activity তে ক্লিক করে Deposit এ ক্লিক করলেই অ্যামিউন্ট দেখতে পাব।ওয়ালেট চেক করে অ্যামাউন্ট দেখা যাবে।
971dce82-2f0a-4591-8085-a5bc2bbd5fa7.jfif

৮.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর-Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer-

প্রথমে Poloniex এ লগইন করে ওয়ালেট সেকশনে যাব। এরপর Deposit section এ যাব।
b86441b0-2ba1-4b73-a53b-efef767c815e.jfif

এরপর সার্চ বারে TRX লিখব এবং Asset balance drop down এ যাব।
42f38316-72d6-45b0-bbab-8e254ee7f64f.jfif

এরপর Deposit on Tron(TRC20) সিলেক্ট করব।
b3c27c27-ae05-471c-8351-2df8c7081462.jfif

এবার সেখানে একটি অ্যাড্রেস পাব সেটা কে কপি করতে হবে।
aa0ea269-293e-4d97-98dc-1d44b4acd93a.jfif

এবার Steemit wallet এ যাব এবং TRX এর পাশে drop down থেকে ট্রান্সফারে click করব।
1c1c6611-05db-471c-8255-620624939ae9.jfif

এবার To সেকশনে কপি করা অ্যাড্রেস টি পেস্ট করব। অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখব এবং একটি বক্সে লেখা থাকে Switch to tron account সেটা select করব।
1a7f9eb2-ea9f-407d-a98f-9432ed12a9ae.jfif

এবার কনফর্মেশন ফর্ম চেক করে Ok ক্লিক করব।
2e601044-62d5-4902-a321-6c11e0018b46.jfif

এরপর Tron private key দিয়ে amount transfer করব।
2ae1b579-8ef9-486c-b0d8-2feb8b3fc42c.jfif

এরপর অ্যামাউন্ট ট্রান্সফার হল কিনা দেখার জন্য Poloniex এ গিয়ে Activity চেক করব।

d27b566d-70da-48e0-971a-6673ec24c742.jfif

৯.Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর-

Poloniex Exchange site এ Steemit Account হতে প্রেরিত Steem কে USDT তে Exchange এর স্ক্রিনশট-

প্রথমে Poloniex এ যাব এবং ট্রেড সেক্শনে যাব।
Sell অপশনে ক্লিক করব,এরপর উপরে বাম দিকে STEEM/USDT লেখা একটি ড্রপ ডাউন আসবে, সেখানে search বারে STEEM/USDT লিখতে হবে।
39020369-fbff-4f83-ac69-9367c4205576.jfif

এরপর যে ফর্ম টা আসবে সেখানে price section টি নিজে থেকেই ফিলাপ হবে। Amount সেকশনে আমি কতটা অ্যামাউন্ট স্টিম কে USDT তে কনভার্ট করতে চাই তা লিখতে হবে।এরপর Sell STEEM এ ক্লিক করব।
5c6ad09f-5c93-4e4e-88ba-8be1bda8d8fe.jfif

এরপর ওয়ালেটে গিয়ে চেক করলেই দেখতে পাব যে স্টিম USDT তে কনভার্ট হয়ে গেছে।
a1389147-1dc3-43b7-80b4-0f8797bc25c2.jfif

Poloniex Exchange site এ Steemit Account হতে প্রেরিত TRX কে USDT তে Exchange এর স্ক্রিনশট-

প্রথমে Poloniex এ গেলাম এবং Trade সিলেক্ট করলাম।
1adda483-49ff-4930-ac6c-a6d0a8d8d331.jfif

ট্রেডে গিয়ে Sell সিলেক্ট করলাম এবং Amount এর ঘরে কত পরিমাণ TRX কে USDT তে কনভার্ট করতে চাই তা লিখলাম এবং Sell TRX ক্লিক করলাম।
a04a93e6-ccf8-4cad-a4d0-c1043acdc69d.jfif

এবার ওয়ালেটে গিয়ে কনভার্শন টা চেক করে নিলাম।
IMG-20220907-WA0008.jpg

@abb-school থেকে যেটুকু শিখেছি আশা করি আমি পরীক্ষা তে উপস্থাপন করতে পারলাম।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনার জন্য অভিনন্দন রইল আপু। আপনি অনেক সুন্দর ভাবে লেভেল 4 এর ক্লাস সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। 🙂

 2 years ago 

সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বোঝা যাচ্ছে বিষয়গুলো সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেছেন ভালোভাবে, আমি আপনার শুভ কামনা করছি খুব শীঘ্রই আমাদের মাঝে একজন ভেরিফাইড ব্লগার হিসেবে চলে আসবে.

 2 years ago 

আমি যতটুকু বুঝেছি, ততটা লেখার এবং স্ক্রিনশটে দেখানোর চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকে, আমায় উৎসাহিত করার জন্য।

 2 years ago 

দিদি আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ৪ এর প্রশ্ন গুলোর উত্তর দিয়েছে ৷ মনে হচ্ছে এ বিষয়ে আপনি যথেষ্ট ধারনা অর্জন করেছেন ৷ আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার এক্সাম থেকে বুঝা যাচ্ছে আপনি মোটামোটি সব পারবেন।তাই আপনাকে লেভেল ৪ ট্যাগ দেওয়া হলো।এখন থেকে সকল নিয়ম মেনে চলবেন।
@payelb

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই চেষ্টা করব কমিউনিটির সকল নইয়ম মেনে চলার। অসুবিধে হলে আপনাদের জানাবো।🙂

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40