You are viewing a single comment's thread from:
RE: || শহরের মেলা ঘুরে গ্রামের মেলার স্বাদ পাই কি? ||
এটা কি মেলা ছিলো? মানে উপলক্ষ্যটা কী ছিলো? কোলকাতায় তো শীল্প মেলা, বই মেলা, বানিজ্য মেলা, কেরিয়ার মেলা এসব সফেস্টিকেটেড বড়লোকের মেলা হয়। একটু গ্রাম বা শহরতলি তে আসলে মেলার ঠেলাঠেলি, গরম জিলিপির গন্ধ, চপের গন্ধ এগুলোর আনন্দ পাওয়া যায়।যদিও দুটো দুরকম।তুলনা আসে না।
এটা শিল্প মেলায় বলা যেতে পারে, কারণ যাবতীয় শিল্প প্রকাশ এই মেলায় বিভিন্ন জিনিসের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি । তবে নাগরদোলা থেকে শুরু করে যাবতীয় বিনোদনের বিষয়গুলো ছিল, যা গ্রামের মেলাতে থাকে।