সুন্দরী সুন্দরবন(শেষ পর্ব)(১০% @shy-fox দাদার জন্য, ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

দিন-১২.০৯.২০২২

নমস্কার সকলকে!

আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালো আছি।এই কদিনে আপনাদের সাথে আমার সুন্দরবন ভ্রমণের দুটো পর্ব শেয়ার করেছি। এখন সুন্দরবনের সুন্দরীর বিদায় বেলা।আজ শেষ পর্ব নিয়ে হাজির হলাম।লিখতে গেয়েই মনটা কেমন কেমন করছে। মনে পড়ে যাচ্ছে ছেড়ে আসার সময় একটু খারাপ লাগা জন্মেছিলো। মনে হচ্ছিল যে প্রকৃতি মা! আবার কবে তোমার কোলে আসতে পারব?

96f1d4b1-6ee7-4cc5-8e81-65c420eca9dd.jfif

ঘুম থেকে উঠে মন খারাপ নিয়ে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে তৈরী হয়ে নিলাম চারজনই। অত সকালে আর স্নান করি নি। কারণ লঞ্চে ট্রেনে এতটা পথ যাতায়াত হবে, তো বাড়ি গিয়ে স্নান করতেই হবে।তন্ময় এসে দিয়ে গেলো চা বিস্কুট।এবার লঞ্চে ওঠার আগে লোকাল মার্কেট থেকে কিছু কিনতে হবে ভেবে লোকাল মার্কেটে গেলাম। গিয়ে দেখলাম সেরকম কিছু তো নেই, তবে ওই সুন্দরবনের ছাপওয়ালা পেন,চাবির রিং, খোপার কাঁটা এসব আছে, এই ই কিনলাম।কিনে ধীরে ধীরে লঞ্চে উঠলাম।

a6c314ce-f9c5-43f4-bf8e-3f687a3c138f.jfif

31b9cc72-f26b-42ad-9b56-926d8284ea6a.jfif

আবার লঞ্চ ছাড়লো।ছাড়ার আগে মিঠু মাঝীর সাথে এক যাত্রীর ঝামেলা বেঁধে গেলো কারণ টা হল আপনারা হয়তো জানেন লঞ্চ, নৌকো, বোট এগুলোর একদম সামনের সরু ভাগটায় পা দেওয়া নিষিদ্ধ। কারণ যারা নৌকো চালায়, তারা সেই জায়গায় পুজো দেয়।কিন্তু ওই যাত্রীকে মানা করা সত্ত্বেও তিনি ওখানে পা দিয়েই উঠলেন। কারণ উনি নাস্তিক।এটা নিয়েই মেইন ঝামেলা। আমি শুধু গিয়ে বললাম, "দাদা আপনি নাস্তিক হতেই পারেন কিন্তু যে আস্তিক তার বিশ্বাসে তো আপনি আঘাত করতে পারেন না। তাই না?" এতে কাজ হল খানিকটা কারণ অন্য যাত্রীরাও আমার সাথে সায় দিলো। এবার লোকটা একটু দমে গেলেন।

e3d9e5ee-aa9d-45cf-85d0-c7414504b0f5.jfif

রওনা দিলাম আমরা। এবার জল খাবার দেওয়া হল। রাধাবল্লভী, ছোলার ডাল, ডিম সেদ্ধ। বেশ খাওয়া দাওয়া হল। একটু পরেই চা এলো।চা টা এমনি টেস্টি কিন্তু একটু নোনতা ধরনের, হয়তো জলের জন্য। এবার বেলা বাড়ার সাথে সাথে একটি করে কচি ডাব দেওয়া হল সবাইকে।কিছুক্ষণ পর একটা গ্রামের ঘাটে লঞ্চ বাঁধা হল।

54ce27af-8029-4800-bb22-70629f0b9501.jfif

কারণ রান্নার কিছু মশলা শেষ হয়ে গেছিলো। গ্রামের নাম দেবকীপুর।গ্রামে যদিও আমরা গেলাম না। কিন্তু মাসি গেলো। আর বেশ কয়েকটা কাঁচা তেঁতুল নিয়ে এলো।তন্ময় কে বললাম একটু নুন এনে দিতে। ব্যাস্ সেই নুন দিয়ে খেলাম কাঁচা তেঁতুল। এখন বলতে গিয়েও মুখে জল আসছে টকাস করে।

d53b6ef4-5891-493d-92ed-71d653c7586f.jfif

b3e944dc-ed72-4a32-aea9-c756fe1f6670.jfif

এরপর বেলা গড়িয়ে এলো। দুপুরের খাওয়ার সময় হয়ে গেলো।সেদিন দুপুরে আইটেম ছিলো ইলিশ বিরিয়ানি আর ইলিশের ঝোল। আহা! বিরিয়ানী টা কী সুস্বাদু হয়েছিলো!খাওয়ার পর একটু ঝিমুনি আসছিলো তন্ময় এবার গান বাঁধলো। আহা কি সুন্দর গলা!ভিডিওতে শেয়ার করলাম।

91c9864e-80e3-4090-9291-6edfbe902ba3.jfif

তন্ময়ের গান ও শেষ হল আর মাঝ নদীতে ঝমঝমিয়ে সে কি বৃষ্টি! আর উপরের খোলা জায়গায় থাকা গেলো না। চলে গেলাম ডেকের নীচে। প্রায় ২০ মিনিট পর বৃষ্টি থামলো। ডেকের ভেতরে ভ্যাপসা গরম। বৃষ্টি থামার পর বাইরে বার হলাম। সুন্দর হাওয়া আর সুন্দর ওয়েদার।

8fe31096-5f10-4a9e-b88e-ff6340aa333c.jfif

এরপর একদল লঞ্চ থেকে নেমে গেলো সোনাখালী তে। আর তন্ময় বললো দিদি তোমাদের ক্যানিং ঘাটেই নামাব।তাহলে সেখান থেকে ক্যানিং স্টেশন কাছে হবে।আমরা আরো দুঘন্টা পর ক্যানিং ঘাটে নামলাম। সেখান থেকে টোটো তে করে ক্যানিং স্টেশন। ভাগ্য সহায় যে ট্রেনটা ছিলো, নয়তো ১ ঘন্টা পর আবার ট্রেন।

c10b33d2-0782-4f59-a5e0-1cf8bf6de612.jfif

ট্রেনে চাপার আগে তন্ময় কে বিদায় জানিয়ে চলে এলাম।ট্রেন ছাড়লো। মনে কষ্ট টাও যেন একটু বাড়লো। আবার আসব কথা দিলাম সুন্দরবনকে।এরপর আর কি? শিয়ালদহ আর সেখান থেকে আবার আপের ট্রেন ধরে কল্যাণী, নিজের বাড়ি।৩-৪ দিন মায়ের মুখ দেখি নি, তাতেই মনে হচ্ছিল কতদিন দেখি না।বেশ ভালো লাগছিলো। এটাই উপলব্ধি হল, ঘরের মানুষ ঘরে ফেরাই শ্রেয়, হাওয়া বদলের জন্য একজায়গায় যাওয়া আর সেই জায়গায় বাসিন্দা হওয়া অনেক আলাদা।

9d6e3bae-8266-4883-8a16-424dc5836c07.jfif

ধন্যবাদ

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

সুন্দরবন শুধু নামেই সুন্দর নয় আসলেই সুন্দর। আমিও এর আগে গিয়েছি সুন্দর বনে। ইলিশ বিরিয়ানি,তেতুল এই খাবারগুলা বেশ চমৎকার ছিল। সুন্দরবনে বেড়ানোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভালো সময় কাটালেন। খুব ভালো লাগলো পড়ে আপনার কথা। ধন্যবাদ ভালো কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের এই সুন্দর মন্তব্যগুলো আরো ইচ্ছে তৈরী করে আরো ভালো কিছু করার।

সুন্দরবনের পাশে ৬ মাস চাকরি করেও সুন্দরবনটা ঘুরে দেখতে পারিনি। এই আক্ষেপ টা অনেক দিন থাকবে আমার। বেশ জমিয়ে উপভোগ করেছেন দেখছি ট্যুর টা। মাথায় চুলে দেয়ার কাটাটা ভালই লাগছিল দেখতে। আর খমক বাজিয়ে সত্যি দারুন গান করে তন্ময় 👌।

 2 years ago 

আচ্ছা? কোথায় ছিলেন ওখানে? আমার দাদা(মাসির ছেলে) গোসাবা তে থাকতো। এখন আর থাকে না। ঘুরে এলেও বাঘ দেখলাম না এটা আফসোস। কি আর করব। আর ওই ইন্সট্রুমেন্ট টার নাম খমক আমি জানতাম না। ধন্যবাদ।

 2 years ago 

দিদি আপনি সুন্দরবনে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।ইলিশ বিরিয়ানিটা দারুন ছিল দেখেই বোঝা যাচ্ছে।এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41