আমোদী মাছের কুড়মুড়ি (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)
তারিখ-১৬.১০.২০২২
নমস্কার বন্ধুরা
আশাকরি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি।আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম।রেসিপি টা হল 'আমোদী মাছের কুড়মুড়ি।'
উপকরণ | পরিমাণ |
---|---|
আমোদী মাছ | ১০ পিস |
নুন | স্বাদ মত |
হলুদ | হাফ চা চামচ |
লঙ্কা বাটা | হাফ চা চামচ |
আটা | ১.৫ চা চামচ |
চালের গুঁড়ো | ১.৫ চা চামচ |
সাদা তেল | ২ টেবিল চামচ |
জল | ২টেবিল চামচ |
এখানে একটা কথা বলি আপনারা অর্ধেক পাতিলেবু এবং ২-৩ কোয়া রসুন ঘষে দিতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য।
প্রণালী
প্রথম ধাপ
মাছটি কে নুন হলুদ মাখিয়ে একটা বাটিতে ৩০ মিনিটের মত রেখে দেব।
দ্বিতীয় ধাপ
এবার এক এক করে আটা, চালের গুঁড়ো,লঙ্কা এবং পরিমান মত জল দিয়ে বেশ আঠালো করে মেখে ১ ঘন্টা রেখে দেব। এই পর্যায়ে আপনারা রসুন বাটা, লেবুর রস দিতে পারেন।
তৃতীয় ধাপ,
কড়াইতে দু টেবিল চামচ তেল দিতে হবে।তার আগে একটা কথা বলি,কড়াইটা দেখে হাসবেন না প্লীজ। 🤣এর এক ইতিহাস আছে। সেটাও বলে দি। আমাদের বাড়িতে যে পিসি কাজ করত তাকে মা রান্নার পর ননস্টিকের এই ২ দিন আগের কেনা কড়াইটা সাফ করতে দিয়েছিলো।পিসি একদম সাফ করে এনে মা কে বলছে, "ও বৌদি! কড়াইটা এতো পুড়িয়ে ফেলেছিলেন যে এমন কালো হয়েছিলো, আমি ঘষে ঘষে যতটুকু পেরেছি তুলে দিয়েছি। মা কড়াইয়ে তাকিয়ে দেখে কড়াইয়ের পুরো টেফলন ঘষে তুলে ফেলেছে।🤣 মা চিৎকার করে কেঁদে উঠেছিলো, " বলল, আমার নতুন কড়াই! এ তুমি কি করলে?"
যাই হোক আর এমনি কিছু বলা হয়নি।কিন্তু কড়াইটা এখনও ব্যবহার হয়।
এবার তেল ভালো মত গরম করতে হবে।
চতুর্থ ধাপ,
কড়াইয়ে তেল গরম হলে অল্প করে কোটিং করা মাছগুলো তেলে ছেড়ে দিতে হবে।
পঞ্চম ধাপ,
এবার ধীরে ধীরে লালচে হলে মাছটিকে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে এবং প্লেটে তুলে নিতে হবে।
ব্যাস তৈরী হয়ে গেলো আমার পছন্দের 'আমোদী মাছের কুড়মুড়ি।'
আমোদী এই মাছটি আমরা আঞ্চলিক ভাষায় হাইসা মাছ বলে থাকি। এই মাছগুলোতে প্রচুর কাটা থাকে তবে খেতে খুবই মজা। আমরা সাধারণত এ মাছগুলো পাতলা ঝোল দিয়ে রান্না করে খায়। তবে আপনার কাছ থেকে আজ সুন্দর একটি রেসিপি শিখছিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে। আমার ভালো লাগলো যে আপনি রেসিপি টা কে লক্ষ্য করলেন। একদিন বানিয়ে খাবেন। ভালো লাগবে।
আমোদি মাছ এটার নাম প্রথম শুনলাম দিদি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।ধন্যবাদ আপনার ইউনিক রেসিপিটা শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই। আরিফ ভাই বলল আপনাদের ওখানে এটা অন্য নাম। এটা এই ভাবে খেয়ে দেখবেন। ভালো লাগবে।
এই মাছের নামটা প্রথমবার শুনলাম আমি, আর অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক নিয়েও চিন্তায় পড়ে গেলাম।
চিন্তার শেষ হোক আর নাই হোক পাতলা ডাল আমার খুব প্রিয় এটা সত্য, তাছাড়াও খরচাও কম হয় হি হি হি।
হ্যাঁ, ওই তো আরিফ ভাই কমেন্ট করে বলল যে বাংলাদেশে এই মাছের নাম টা। সত্যিই ডালে খরচ কম। শরীর ভালো থাকে।😍
ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মাঝেও আমার পোস্টটি পড়ার জন্য।