আমোদী মাছের কুড়মুড়ি (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-১৬.১০.২০২২
নমস্কার বন্ধুরা

আশাকরি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি।আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম।রেসিপি টা হল 'আমোদী মাছের কুড়মুড়ি।'


আমাদের মত নন অ্যালকোহলিক লোকেদের জন্য এটা পাতলা মুসুর ডাল সহযোগে ভাতের সাথে খেতে ভালো লাগে। তবে যারা অ্যালকোহলিক হয় তারা অনেক কিছু সহযোগে এটা খেতে পারেন। আমোদী মাছ হল এমন এক মাছ যা ভাজার বদলে চচ্চড়ি খেলেই আমার গলায় কাঁটা ফোটে। এদিকে ইলিশ মাছ খেয়ে উড়িয়ে দিচ্ছি তাতে কিছু হয় না। কিন্তু আমোদীর ঝোল খেলেই গলায় কাঁটা ফোটে।এই কারণেই মা এই রেসিপিটাই করে আমোদী মাছ আনলে।আপনারা করে খাবেন। দেখবেন ভালো লাগবে। এমন অনেক কিছু অ্যাড করি নি কারণ ঘরে ছিলো না। কিন্তু আমি বলে দেব, আপনারা সেগুলো অ্যাড করে নেবেন।খেয়ে মজা পাবেন আরোই।

আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি টা শেয়ার করে ফেলি।

39dda5c3-8559-4561-ba19-27cc17ebd81a.jfif

উপকরণপরিমাণ
আমোদী মাছ১০ পিস
নুনস্বাদ মত
হলুদহাফ চা চামচ
লঙ্কা বাটাহাফ চা চামচ
আটা১.৫ চা চামচ
চালের গুঁড়ো১.৫ চা চামচ
সাদা তেল২ টেবিল চামচ
জল২টেবিল চামচ

এখানে একটা কথা বলি আপনারা অর্ধেক পাতিলেবু এবং ২-৩ কোয়া রসুন ঘষে দিতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য।

c0cda850-da3f-4103-b1c4-06ff0ff7eba4.jfif

প্রণালী

প্রথম ধাপ

মাছটি কে নুন হলুদ মাখিয়ে একটা বাটিতে ৩০ মিনিটের মত রেখে দেব।

4e9623b9-0368-418b-a159-5aa787df9e82.jfif


দ্বিতীয় ধাপ

এবার এক এক করে আটা, চালের গুঁড়ো,লঙ্কা এবং পরিমান মত জল দিয়ে বেশ আঠালো করে মেখে ১ ঘন্টা রেখে দেব। এই পর্যায়ে আপনারা রসুন বাটা, লেবুর রস দিতে পারেন।

eb65d9d8-f133-417c-ad96-e6e1391ed921.jfif


তৃতীয় ধাপ,

কড়াইতে দু টেবিল চামচ তেল দিতে হবে।তার আগে একটা কথা বলি,কড়াইটা দেখে হাসবেন না প্লীজ। 🤣এর এক ইতিহাস আছে। সেটাও বলে দি। আমাদের বাড়িতে যে পিসি কাজ করত তাকে মা রান্নার পর ননস্টিকের এই ২ দিন আগের কেনা কড়াইটা সাফ করতে দিয়েছিলো।পিসি একদম সাফ করে এনে মা কে বলছে, "ও বৌদি! কড়াইটা এতো পুড়িয়ে ফেলেছিলেন যে এমন কালো হয়েছিলো, আমি ঘষে ঘষে যতটুকু পেরেছি তুলে দিয়েছি। মা কড়াইয়ে তাকিয়ে দেখে কড়াইয়ের পুরো টেফলন ঘষে তুলে ফেলেছে।🤣 মা চিৎকার করে কেঁদে উঠেছিলো, " বলল, আমার নতুন কড়াই! এ তুমি কি করলে?"
যাই হোক আর এমনি কিছু বলা হয়নি।কিন্তু কড়াইটা এখনও ব্যবহার হয়।

এবার তেল ভালো মত গরম করতে হবে।

05ae1979-c68e-4398-800d-adbdffbe3233.jfif


চতুর্থ ধাপ,

কড়াইয়ে তেল গরম হলে অল্প করে কোটিং করা মাছগুলো তেলে ছেড়ে দিতে হবে।

b7db597f-c262-4318-8648-a49ac44cf88a.jfif


পঞ্চম ধাপ,

এবার ধীরে ধীরে লালচে হলে মাছটিকে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে এবং প্লেটে তুলে নিতে হবে।

03ef0f5b-c567-45c2-9c31-d5834c5e4d86.jfif


ব্যাস তৈরী হয়ে গেলো আমার পছন্দের 'আমোদী মাছের কুড়মুড়ি।'

এখানে অনেকেই অবাক হতে পারেন যে আটা কেন দেওয়া হল?কিন্তু এই চরম ক্রান্চি হওয়ার কারণ শুধু চালের গুঁড়ো নয়। প্রধান কারণ হল আটা। বেসন দিলে ভাজা টা নরম হয়ে যায়। আর ভালো লাগে না। কিন্তু এই পদ্ধতিতে করে খাবেন। আশা করি ভালো লাগবে।
আজ এখানেই শেষ করলাম। আবার আসব নতুন কিছু নিয়ে।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

আমোদী এই মাছটি আমরা আঞ্চলিক ভাষায় হাইসা মাছ বলে থাকি। এই মাছগুলোতে প্রচুর কাটা থাকে তবে খেতে খুবই মজা। আমরা সাধারণত এ মাছগুলো পাতলা ঝোল দিয়ে রান্না করে খায়। তবে আপনার কাছ থেকে আজ সুন্দর একটি রেসিপি শিখছিলাম।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। আমার ভালো লাগলো যে আপনি রেসিপি টা কে লক্ষ্য করলেন। একদিন বানিয়ে খাবেন। ভালো লাগবে।

 2 years ago 

আমোদি মাছ এটার নাম প্রথম শুনলাম দিদি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।ধন্যবাদ আপনার ইউনিক রেসিপিটা শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

অনেক ধন্যবাদ ভাই। আরিফ ভাই বলল আপনাদের ওখানে এটা অন্য নাম। এটা এই ভাবে খেয়ে দেখবেন। ভালো লাগবে।

 2 years ago 

এই মাছের নামটা প্রথমবার শুনলাম আমি, আর অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক নিয়েও চিন্তায় পড়ে গেলাম।

চিন্তার শেষ হোক আর নাই হোক পাতলা ডাল আমার খুব প্রিয় এটা সত্য, তাছাড়াও খরচাও কম হয় হি হি হি।

 2 years ago 

হ্যাঁ, ওই তো আরিফ ভাই কমেন্ট করে বলল যে বাংলাদেশে এই মাছের নাম টা। সত্যিই ডালে খরচ কম। শরীর ভালো থাকে।😍
ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মাঝেও আমার পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60