DIY তে মাম্পুর অন্নপ্রাশনের দ্বীপমালা(১০%@shy-fox এবং ৫%@abb-charity এর জন্য)
তারিখ-১৬.১১. ২০২২
নমস্কার বন্ধুরা
তাহলে এবার প্রশ্ন আসছে এর সাথে মাটির প্রদীপের DIY এর কী সম্পর্ক তাই তো? আছে,আছে! সম্পর্ক বেশ গভীর আছে।আসলে তাদের বাড়িতে রীতি হল অন্নপ্রাশনে বিজোড় প্রদীপ জ্বালাতে হয় বাচ্চার মঙ্গল কামনার জন্য। বৌদি আমায় বলল , "পায়েল রঙ করা সুন্দর প্রদীপ পাচ্ছি না, তুমি একটু করে দেবে?" আমি বললাম যে, "বৌদি আমি তো এসব ছেড়েছি অনেকদিন হল, পারব কি না জানি না।"
বৌদি বলল, "পারবে তুমি জানি।"
ক্রমিক | উপকরণ |
---|---|
১ | মাটির প্রদীপ |
২ | ফেব্রিক রঙ |
৩ | তুলি |
৪ | ইয়ার বাড |
৫ | টুথ পিক |
❣️প্রণালী❣️
প্রথম ধাপ
যদিও ৩ টে প্রদীপ লাগবে তবুও আমি একটা অতিরিক্ত পাশে রেখে দিয়েছিলাম। আর প্রদীপ গুলোর মধ্যে একটার ভেতরে আকাশী নীল, এবং বাইরে হলুদ রঙ করলাম আরেকটার বাইরে আকাশী নীল আর ভেতরে হলুদ করলাম।
দ্বিতীয় ধাপ
হলুদ প্রদীপের বাইরে টুথ পিক দিয়ে লাল রং দিয়ে ডট এঁকে দিলাম বর্ডার বরাবর।
তৃতীয় ধাপ
এবার তার নীচে সাদা দিয়ে, ইয়ার বাড দিয়ে আরেকটু বড় ডট এঁকে দিলাম।
চতুর্থ ধাপ
এবার এর ভেতরে হলুদ দিয়ে কেন্দ্র তৈরী করলাম এবং কেন্দ্রের চারপাশে লাল দিয়ে বিন্দু বানালাম।
পঞ্চম ধাপ
এবার ধার বরাবর V এর মত রঙ করে দিলাম লাল রং দিয়ে এবং হলুদ দিয়ে ছোট ছোট বিন্দু বানিয়ে সার্কেল করে দিলাম।
ষষ্ঠ ধাপ
এবার দ্বিতীয় প্রদীপের বাইরে হলুদ রং এবং ইয়ার বাড দিয়ে বড় বড় বিন্দু বানালাম।
সপ্তম ধাপ
এবার টুথপিক দিয়ে বড় বিন্দুগুলো কে সাদা রঙ দিয়ে অর্ধেক করে ঘিরে দিলাম।
অষ্টম ধাপ
এবার ভেতরে লাল দিয়ে বড় একটা স্টার এঁকে নিলাম। লাল স্টারের চারপাশে সবুজ বিন্দু দিলাম এবং সাদা দিয়ে ঘিরে দিলাম।
নবম ধাপ
তৃতীয় প্রদীপটি আমি ভেতরে লাল এবং বাইরে সাদা করেছিলাম।এই প্রদীপের বাইরের সাদা অংশে গোলাপী দিয়ে V আঁকলাম।
আর ছবি তুলতে গিয়ে হাত লেগে কৌটোটা পড়ে গিয়ে পুরো বোর্ড টা সাদা হয়ে গেলো। 🙁
দশম ধাপ
এবার ভেতরে প্রথমে সবুজ এরপর হলুদ দিয়ে ডিজাইন করলাম এবং তার উপর সাদা দিয়ে ডিজাইন করে দিলাম।
একাদশ ধাপ
বাইরে গোলাপী V গুলোর মাঝে সবুজ দিয়ে দুটো করে বিন্দু দিয়ে দিলাম।
অবশেষে আমার প্রদীপ রঙের DIY শেষ হল। নীচে দিলাম ফাইনাল রেজাল্ট ৩ টে প্রদীপের।
ছবি তুলে বৌদিকে পাঠিয়ে ছিলাম। বৌদির তো দেখে বেশ পছন্দ হল। আমায় জিজ্ঞাসা করল যে, "পায়েল কত টাকা দেব? তুমি এত খেটে বানিয়ে দিলে!" আমি বললাম,"সব হিসেব কি টাকায় হয় বৌদি? কিছু জিনিস না হয় ভালোবাসার জন্য বরাদ্দ থাকুক।মাম্পুর জন্য আমার অনেক আশীর্বাদ রইলো। আর এটা না হয় ভেবে নাও ওকে ভালোবেসে, আশীর্বাদ করলাম।"
বৌদি আরো কিছু বলতে যাচ্ছিলো, আমি আর বলতে দিলাম না। থামিয়ে দিলাম।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসব নতুন কিছু নিয়ে।
অনেক আগে ছেড়ে দিলেও আজকের প্রদীপ গুলো মধ্যে আপনি খুব সুন্দর করে আলপনা করেছেন। প্রদীপের মধ্যে আপনার আলপনা গুলো খুব সুন্দর ফুটেছে। আপনার বৌদি দেখে সত্যি খুব খুশি হবে। তিনটা প্রদীপের আলপনা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আপু ঠিক বলেছেন সবকিছু কি আর টাকা দিয়ে হয়। ভালোবেসে দিয়েছেন জেনে আপনার বৌদি তো আরো বেশি খুশি হয়েছে মনে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি। ☺
প্রদীপ গুলোতে খুব সুন্দর আলপনা তৈরি করেছেন আপনি। দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার দ্বীপমালা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে কালার করেছেন দেখতে সত্যি অনেক ভালো লাগছে। অন্নপ্রাশনের জন্য এভাবে মাটির বাটি সুন্দর ডিজাইন করে সন্ধ্যায় প্রদীপ জ্বালালে দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ দিদি। নিজের মাথায় যা এসেছে সে ভাবেই করেছি আর কি।
আপু আপনি অনেক আগেই এসব ছেড়ে দিলেও এখন কিন্তু বেশ সুন্দর করে আপনি এটি করতে পেরেছেন। খুব সুন্দর করে প্রদীপ মালার মধ্যে আপনি হাতের কাজ করেছেন। পেন্টিং গুলো খুবই সুন্দর হয়েছে আপু। আপনাকে ধন্যবাদ এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। ☺
হুম দিদি ঠিক সবকিছু তে টাকা দিয়ে কেনা যায় না ৷ আপনি খুব ভালো করে বৌদির ছেলে অনপ্রাসন উপলক্ষে বেশ চমৎকার করে প্রদীপ বানিয়েছেন৷ সাথে রং আর ডিজাইন সত্যি অসাধারণ ৷
হ্যাঁ সেটাই। তবে ছেলে না,মেয়ে। ধন্যবাদ ভাই।
আপু আপনার দিপমালার ডাই টি অনেক সুন্দর হয়েছে।রং তুলি দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন।তাছাড়া প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন,এটা দেখে যে কেউ এরকম ডাই করে নিতে পারবে।আপনি ঠিকই বলেছেন সব হিসেব টাকা পয়সা দিয়ে হয়না কিছু হিসেব ভালবাসার জন্য বরাদ্দ থাকে।মাম্পুর জন্য আপনার ভালোবাসার কাছে এটুকু কষ্ট কিছুই না ।ধন্যবাদ সুন্দর ভাবে আপনি আলপনা করে দেখিয়েছেন দ্বীপগুলোতে এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্যের জন্য।