আসুন D.I.Y তে পুরোনোকেও করে তুলি নতুন (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তারিখ-২৭.০৯.২০২২
নমস্কার বন্ধুরা!
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি।আজ আপনাদের কাছে একটা D.I.Y নিয়ে হাজির হলাম। খুব সহজ। কিন্তু খুব আকর্ষণীয়।

আজকাল কম বেশী সব মেয়েই হেয়ার ব্যান্ড ব্যাবহার করে।আচ্ছা, যদি রোজগের এক ঘেঁষে হেয়ার ব্যান্ড ছেঁড়ে আমরা পুরোনো হেয়ার ব্যান্ড কে বা নতুন সিম্পল হেয়ার ব্যান্ড কে একটু ফিউশন করে বানাই তবে কেমন হয়?দারুন না!

আসলে আমি এবার দুর্গাপুজোতে একটা গ্রীন স্কার্ট আর তার সাথে পিংক টপ নিয়েছি। আমার ইচ্ছে ছিলো ফিউশন করে একটা হেয়ার ব্যান্ড পরব। কিন্তু মন মত পাচ্ছিলাম না। আমিও কি থেমে থাকার মানুষ নাকি? নিজেই ঘরে থাকা পুরোনো কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেললাম আমার এবারের পুজোর নতুন ম্যাচিং হেয়ার ব্যান্ড। চলুন দেখে নি কি কি প্রয়োজন এই হেয়ার ব্যান্ড বানাতে।

f0bc5797-1030-4b34-95c6-ec38a05da34c.jfif

ক্রমিক নংউপকরন
একটা হেয়ার ব্যান্ড
উলের পমপম
রিবন
গ্লু-গান
কাঁচি

1061f7f1-5388-48ab-924e-2a04be58e30d.jfif

প্রথম ধাপ

একটা খুব পুরোনো হেয়ার ব্যান্ড নিয়েছি।আরে না না! আপনাকেও পুরোনো নিতে হবে তার কোন মানে নেই। আপনি চাইলে প্লেন নতুন একটা নিতেই পারেন।

28eaae51-af3c-4848-9a63-9a5fd08a3c3f.jfif

দ্বিতীয় ধাপ

একটা রিবন সেট থেকে হেয়ার ব্যান্ডের সাইজ অনুযায়ী একটা রিবন কেটে নিন কাঁচি দিয়ে।

7a12c70e-9ba5-481e-8234-5f54406fea54.jfif

তৃতীয় ধাপ

রিবনের একটা মাথায় গ্লু-গান বা ফেভিকল আঠা লাগিয়ে হেয়ার ব্যান্ডের এক প্রান্তে ভেতর দিকে লাগিয়ে দিন এবং কিছুক্ষণ রেখে দিন শুকিয়ে যাওয়ার জন্য।

28aac7b2-14b1-47b9-a99b-f65ccc4c787a.jfif

চতুর্থ ধাপ

এবার রিবনটি কে স্পাইরাল ভাবে টাইট করে প্যাঁচা তে থাকুন, হেয়ার ব্যান্ডের অপর প্রান্ত পর্যন্ত।এর পর অপর প্রান্তেও আঠা বা গ্লু-গান দিয়ে আটকে দিন।

111ccfdd-aa4d-4031-b52e-9a347f1ae772.jfif

পঞ্চম ধাপ

এবার হেয়ার ব্যান্ডের দু প্রান্ত শুকিয়ে গেলে, পমপম গুলো একটা সমান দূরত্ব দেখে বসিয়ে দিন আঠা দিয়ে।

a42c0817-78b4-4698-9f2e-e6e82d6923ab.jfif

এখানে যদিও আমি রেডিমেড পমপম ব্যাবহার করেছি কারন আমার কাছে পিংক উল ছিলো না। পরে একদিন উল দিয়ে পমপম বানানোর পদ্ধতি দেখাব।আপনারাও রেডিমেড পমপম ব্যাবহার করতে পারেন। ব্যাস আর কিছুই করার দরকার নেই। আমাদের স্টাইলিস্ট-ট্রেন্ডি হেয়ার ব্যান্ড তৈরী।

e4e4cc7d-8440-4fdb-a540-a55fe6bf4e6e.jfif

দেখে বলুন তো আপনাদের কেমন লাগলো? আর পছন্দ হলে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত রইলো। পরের দিন আসব নতুন কিছু নিয়ে।

63554411-1483-4309-b979-88c28de5cf93.jfif

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

Sort:  
 2 years ago 

রিইউজ আর রিসাইক্লিং সত্যিই খুব দরকারী একটা কাজ। আমাদের বাড়িতেও এমন কিছু জিনিস আছে।

 2 years ago 

ঠিকই। ধন্যবাদ। ☺

 2 years ago 

আসলে পুরাতন জিনিসগুলোকে যদি আমরা নতুন ভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য বেশ উপকার হবে। একে তো খরচের পরিমাণ কমে যাবে আবার অন্যদিকে জিনিসের সঠিক ব্যবহার করা যাবে। আপনি তেমনি একটা কাজ করে আমাদেরকে দেখিয়েছেন। পুরাতন কিছু জিনিস দিয়ে সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা

 2 years ago 

পুরাতন কে নতুন করে গড়ে তোলার মাঝে অনেক আনন্দ রয়েছে, সাধারণ একটা জিনিস কে অসাধারণ করে তুলেছেন। এরকম কম বেশি পুরাতন হেয়ার ব্যান্ড ঘরের কোনে পড়ে থাকে অল্প কিছু উপকরণ দিয়ে নতুন একটি ডিজাইনার হেয়ার ব্যান্ড বানানোর পদ্ধতি টি আপনার কাছে শিখে নিলাম, আশাকরি আমিও মেয়ের জন্য একটা বানাবো, সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ বনু।

 2 years ago 

ধন্যবাদ দিদিভাই

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে পুরোনো জিনিসকে নতুন করে তুলেছেন। পুরোনো জিনিসকে নতুন করে তোলার একটা আনন্দ আছে। আপনি খুবই ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। ❤

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে অত্যন্ত দক্ষতার সহকারে পুরাতন হেয়ার ব্যান্ডকে নতুন করে তুললেন। সত্যিই আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। পোস্টেটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই। পাশে থেকেন এই ভাবেই 😊

 2 years ago 

ডাই মানেই হলো নতুন কিছুর উদ্ভাবনা আর এটাই হলো একজন সৃজনশীল মানুষ এর সৃজনশীল কাজ অসাধারন হয়েছে আপনার এই ডাই প্রজেক্টা গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ। 😍

 2 years ago 

অসাধারণ হয়েছে দিদি।নতুন জিনিস ফেলে দেওয়ার পরিবর্তে এভাবে ব্যবহার করলে অর্থনৈতিক দিক থেকেই লাভজনক আবার পরিবেশের জন্যও ভাল।ধন্যবাদ সুন্দর লাভজনক একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই। ☺

 2 years ago 

পুরানো জিনিসকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। মাথার ব‍্যান্ড সত্যি বেশ সহজ এবং আকর্ষণীয় ছিল। দারুণ ছিল আপনার ডাই প্রজেক্টটা। ভালো তৈরি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। ☺

 2 years ago 

চমৎকার একটি হেয়ার ব্যান্ড তৈরি করেছেন আপু। সত্যি এরকম ক্রিয়েটিভিটি থাকলে কোন জিনিস ফেলে দিতে হবে না।।

 2 years ago 

ধন্যবাদ ভাই। ❤

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63219.83
ETH 2574.36
USDT 1.00
SBD 2.78