'ওরা মনের গোপন চেনে না'(১০% @shy-fox এর জন্য এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-২২.১০.২০২২
নমস্কার বন্ধুরা
আশাকরি ঈশ্বরের আশির্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি।আচ্ছা উঠতি বাংলা গায়ক গায়িকার মধ্যে কাকে পছন্দ?
আমার লিস্ট কিন্তু অনেকটাই লম্বা। আর সেই লম্বা লিস্টের মধ্যে কখন যে লগ্নজিতা চক্রবর্তী জায়গা করে নিয়েছে আমি নিজেও জানি না।তবে তার গান অনেকের পছন্দ না হলেও আমার বেশ ভালোই লাগে। কেমন যেনো একটা নেশা নেশা ব্যাপার আছে।তাই আজ আমি লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া একটি গান গাইব।গানটি 'ঘরে অ্যান্ড বাইরে' সিনেমার গান। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায়।প্রধান অভিনয়ে আছেন কোয়েল মল্লিক,যিশু সেনগুপ্ত।

56248e58-754c-4d19-9622-0246532905cb.jfif

যদিও সিনেমা টি আমার দেখা হয় নি। এমনকি বলতে লজ্জা নেই যে আমি এতদিন যাবৎ গান টা গেয়ে এসেছি, এর লেখক এবং গায়িকা কে জানি, কিন্তু কোন সিনেমার গান তা জানতাম না।আজ গেয়ে যখন ভাবলাম পোস্ট করব, তখন ভালো করে দেখে নিলাম।

ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

তুমি চিরদিন.. ভিষণ কঠিন
তোমার ঘর ভেসে যায়
ওরা মুখ দেখে বুঝতে পারে না

ওরা এ মন কেমন বোঝে না
ওরা আসল কারণ খোঁজে না

তুমি চিরকাল.. স্বপ্নে মাতাল
হেটে সারাজীবন ধরে
ঝড় বৃষ্টি মাথায় করে

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

গানটির অর্থ এতটাই মন ছোঁয়া যে আমি সারাদিন যদি গুনগুন করি, তা ও একঘেয়ে হবে না বিষয়টা।একজন অভিমানি প্রেয়সী কি ভাবে অভিমান করে শব্দের মালা গেঁথেছে সেটাই মন ছুঁয়ে যাওয়ার মত। আপনাদের কেমন লাগে জানাবেন।

আমার গানটা কেমন লাগলো এটাও জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসব অন্য কিছু নিয়ে।ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

আপনার মত আমারও পছন্দের গায়ক গায়িকার লিস্ট একটু বড়। তবে কানের ভেতরে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এমন ভাবে গেঁথে আছে এই দুটোকে বাদ দিয়ে অন্য কাউকে খুব একটা নিতে পারি না। লগ্নজিতার বেশ কয়েকটা গান শুনেছি। মেয়েটার গলায় সত্যিই নেশা নেশা একটা ভাব আছে। ঠিক ওই কারণেই ওর গানগুলো আমি শুনি। আর চুলের কাটিং টাও বেশ লাগে 😉। হিহিহিহি।
ভালো একটা চেষ্টা ছিল আপনার মাঝে। খালি গলায় ভালোই গেয়েছেন। গানটা আমার নিজেরও ভীষণ পছন্দের।

 2 years ago 

অরিজিৎ আর শ্রেয়া তো আলাদাই। অনেক ধন্যবাদ। 😄

 2 years ago 

আপনার কন্ঠ বেশ সুন্দর। এই গানটা আপনার খুব ফেভারিট জেনে ভালো লাগলো। আপনার শিল্পী এবং সিনেমার নাম প্রকাশ করেছেন তাই আমাদের মত ইউজারদের জন্য গানটি খুব সহজে খুজে পাওয়ার সুবিধা হয়ে গেল। সব মিলিয়ে বলবো এক্সিলেন্ট। এভাবে আরো অনেক গান শুনতে চাই আপনার কন্ঠে।

 2 years ago 

আমি গান গাই ঠিকই। কিন্তু মিউজিকের অভাব বোধ করি, তাই মাঝে মাঝে গাইতেও ইচ্ছে করে না। কিন্তু কে আর মিউজিক বাজাবে আমার জন্য।আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনার কন্ঠে "ওরা মনের গোপন চিনে না" এই গানটি শুনে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। সত্যি আপনার কন্ঠ বেশ সুন্দর। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু বেশি পছন্দ করেন লগ্নজিতা চক্রবর্তীর গান। এই গানটা আপনার অনেক পছন্দের আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে। আপনার কন্ঠে অন্যান্য গান শোনার অপেক্ষায় থাকবো।

 2 years ago 

আমি আরো কিছু গান গেয়েছি দাদা। আর লগ্নজিতার স্বরটা বেশ নেশা নেশা।ভালো লাগে।অনেক ধন্যবাদ। 🙂

 2 years ago 

এই মুহূর্তে কোন গায়ক গায়িকার নাম মনে পড়ছে না তবে আপনার গানটি অনেক মন দিয়ে শুনলাম খুব ভালো লাগলো। আপনার এর আগের দিনের গাওয়া গানটি আমি শুনেছি তবে মন্তব্য করা হয়নি। আজকের গানটি অনেক ভালো লাগলো। আপনার পছন্দের গানটি আপনি খুব সুন্দর করে গেয়েছেন। পছন্দের কোন গান সারাদিন গুনগুন করলেও কখনো একঘেয়ে হয় না।অনেক ভালো লাগলো আপু গানটি।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি। আপনাদের মত মানুষ পাশে থাকলে সব সমস্যা জয় করা যায়। 🙂

 2 years ago 

আপনার গানের গলা তো অনেক সুন্দর আপু। আজকে আমি আপনার কন্ঠে প্রথম গান শুনতে পেলাম খুবই ভালো লাগলো গানটি আমার কাছে। যদি কষ্ট হয়ে না যায় তাহলে চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে অন্তত একটি করে গান কভার করে শেয়ার করতে। আপনার গানের গলা অনেক মিষ্টি।

 2 years ago 

আমি এর আগেও দিয়েছি দাদা। এই ভাবেই পাশে থাকবেন। ✌🏽🙂

 2 years ago 

দিদি তোমার গলা তো বেশ সুন্দর। তুমি হ্যাং আউটে অংশগ্রহণ করো না কেনো? আমরা এত সুন্দর গান থেকে বঞ্চিত হচ্ছি। শুভ কামনা রইল তোমার জন্য।আশা করি হ্যাংআউটে দেখতে পাবো তোমায়।

 2 years ago 

আমার লজ্জা এবং ভয় করে ওইভাবে লাইভ গাইতে। তাই গাই না।😛অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও দিদি সত্যি বলতে অসাধারণ ৷ আপনি এতো সুন্দর করে গান করতে পারেন ৷ আজকে প্রথম আপনার কন্ঠে শুনলাম ৷ আপনি বেশ সুন্দর ভাবে গেয়েছেন আমি মন ভরে শুনছিলাম ৷
নমস্কার দিদি এতো সুন্দর করে গানটি পরিবেশনা করার জন্য

 2 years ago 

আমি এর আগেও কয়েকটা গান গেয়েছি। হয়তো আপনি কোন কারণে স্কিপ করে গেছেন। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

হয়তো বা তাই যা হোক ভালো লাগলো গানটি শুনে

 2 years ago 

ঠিক বলেছেন আমারও সফটওয়্যার মাধ্যমে মিউজিক প্লে করে গান করাটা খুব একটা ভালো লাগে না। আপনার গানের গলা বেশ ভালো এবং আমার পছন্দের একটি গান আপনি কভার করেছেন এর জন্য আরও বেশি ভালো লাগছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ। আপনাকে নিজের দলে পেলাম। 😄

গানটা আমার খুব পছন্দের। আপনার গলায় আর একবার শুনে সকাল বেলাটা বেশ ফুরফুরা লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা এবং এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগা টাই বড় পাওনা। অনেক ধন্যবাদ। 😊

 2 years ago 

আপনার কথা বলার প্যাটার্নটা দারুন।আর এই গানটা একটা সময় খুব শুনতাম যখন ডিভিডি এর যুগ ছিল।তবে অনেকদিন পর শুনতে পেরে ভালই লাগলো।আর একটা কথায় আমি সহমত পোষণ করছি সেটা হচ্ছে সফটওয়্যার দিয়ে গান রেকর্ড করার চেয়ে খালি ভয়েজেই বেশি জোস লাগে।

 2 years ago 

ধন্যবাদ।একদমই ঠিক বলেছেন। কেমন ইকো ইকো শোনায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63