শারদীয়া কন্টেস্ট ১৪২৯,আমার নবমী পর্ব(১০% @shy-fox এর জন্য এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তারিখ-০৪.১০.২০২২

নমস্কার বন্ধুরা!

আশা করি ঈশ্বরের আশির্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালো আছি। শুভ নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আমরা বাঙালীরা প্রায় এক বছর ধরে অপেক্ষা করি এই দূর্গাপূজোর। আয মা যত দেরী তে আসে, ঠিক তত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি ফিরে যান।এই তো পুজো শুরু হল। আর দেখুন শেষের দিনও চলে এলো। আজ নবমী হয়ে গেলো। আজ সকালে অষ্টমীর উত্তর কোলকাতার ছবি শেয়ার করেছি। এরপর সন্ধ্যাবেলা ভাবলাম আজ কিছু লোকাল জায়গায় ঘুরে নি। আবার বাদ বাকি আগামীকাল না হয় যাব। শুধু বড় বড় পুজো আর থিম শেয়ার করব আর আমাদের জেলা গুলোর পুজো আপনাদের দেখাব না তা কি হয়?তাই আমার ক্ষমতার মধ্যে যে টুকু থাকে সেটুকুই না হয় দেখালাম।

Picsart_22-10-04_22-47-51-924.jpg

প্রথম ছবি

02fae632-2024-494f-a3e2-430dad73bfb9.jfif
এটা হল স্কুল মাঠের প্যান্ডেল। স্কুল মাঠ নাম কারণ এটা আমার স্কুলের গ্রাউন্ড। হ্যাঁ ঠিকই ধরেছেন সেই স্কুলই।যে স্কুলের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/curls.haunts.loaning

3cc89852-bd93-4246-80f0-b91370454f02.jfif
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

দ্বিতীয় ছবি

bc4117ec-0084-487f-8989-88c5033dfb41.jfif
বেদীভবন চারের পল্লীর পুজো।লক্ষ্মীর কুটির বানিয়েছে। বেশ দেখেই মনে হচ্ছিল গ্রামে চলে এসেছি।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/doses.stooping.atlas

2e1bc9e1-c545-48c4-8b17-5b6af39d37ff.jfif
চারের পল্লীর বৈশিষ্ট্য এটাই যে মায়ের এবং তার মেয়েদের মাথায় যদিও মুকুট আছে কিন্তু তার ছেলেদের মাথায় কোন মুকুট নেই। বিশ্বের তাজ কি তাহলে নারী মস্তকে?
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

তৃতীয় ছবি

8fdfaa2d-9094-4096-8a77-7b8f6db2ab67.jfif
নেতাজী সংঘের তৈরী প্যান্ডেল। কিসের অনুকরণে বানিয়েছে জানি না। তবে এরকম অনুকরণে প্যান্ডেল আগেও বানানো হয়েছে। কিন্তু আমাদের এলাকায় এই প্রথম।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/vibrates.personal.repeating

af49d243-fe7b-4b4d-9c5d-83f1c9e33eb2.jfif
নেতাজী সংঘ মায়ের মূর্তিও বেশ সুন্দর বানিয়েছে। আলাদা করার চেষ্টা করেছে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

চতুর্থ ছবি

1a07d475-39e0-4bd6-9f89-569b1a9ee079.jfif
আমাদের এলাকায় সবচেয়ে বড় পুজো হয়েছে এটি। শিশু মঙ্গল ক্লাবের পুজো।সমস্তটা কাঠের পুতুল দিয়ে বানানো হয়েছে। আর রামধনু রঙের খেলা।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/doses.stooping.atlas

bc6b9032-cdd1-4920-968d-1e9082b14c14.jfif
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

ecfdabbc-e1c0-4d2b-88e0-9d7a13ebd69a.jfif
মায়ের মূর্তি দেখুন। কোলকাতার শীল্পিদের মত না হলেও তাদের থেকে কম নয় কোন অংশে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

পঞ্চম ছবি

f2106225-a072-45c4-9dce-8a575210c67c.jfif
আনন্দ পল্লীর পুজো এটা। এই প্যান্ডেলের বিশেষত্ব হল এই যে এখানে প্যান্ডেল ঝুড়ি ও কাঠির তৈরী পুতুল দিয়ে বানানো হয়েছে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/tributes.funky.mealtime

78b0bd13-12a1-4f6e-b929-855204586b69.jfif
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

91cf87a5-9bb5-4e98-b8c1-4c451d249987.jfif
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

0634a27b-c682-4d51-b8d7-61b517137731.jfif
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

0bd3a796-6137-4521-a999-5314aa3ecbf8.jfif
মায়ের মূর্তি কে গোল্ডেন ফিনিশ দেওয়া হয়েছে। দেখুন কী সুন্দর।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

ষষ্ঠ ছবি

cf9a8610-5ed8-41c9-90bb-8bf45df03705.jfif
নীমতলা মাতৃমন্দির আমাদের পাড়ার পুজো। যেখানে সব মন্ডপ বারান্দা প্যান্ডেল করে সেখানে এরা নিজেদের ঐতিহ্য তো ধরে রেখেছেই। বরং এরা আলাদা করে দূর্গা দালান বানিয়েছে পাকাপাকি ভাবে। মায়ের মূর্তি প্রতিবার এরা ভ্যারিয়েশন আনার চেষ্টা করে। এদের ক্লাবে গেলেও বোঝা যায় যে একটা কালচারাল প্রাণ আছে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/flip.crown.nuptials

সপ্তম ছবি

e1925c30-5002-4c96-a575-a1e07abe6731.jfif
এবার দেখাই কাঁচড়াপাড়ার কিছু পুজো।এটি কাঁচড়াপাড়া ১৬র পল্লীর ছবি।মন্দিরের অনুকরণে মণ্ডপটি বানানো হয়েছে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/timed.topical.ally

835d6adb-16dc-4048-bdf7-1b24d7d0862e.jfif
মায়ের মূর্তি এতটাই নিখুঁত কাজ করা হয়েছে যে কি বলব! আর পুরোটাই মাটির।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

অষ্টম ছবি

be55c4ca-4e30-411e-b34c-2c3ad68528e0.jfif
এটি বলাকার মায়ের মূর্তি। বলাকায় কোন বড় প্যান্ডেল হয় না। কিন্তু বলাকা বিখ্যাত তার পুজো এবং মায়ের মূর্তির জন্য। এখানে মা কে মনিপুরী নৃত্যশিল্পী হিসেবে পরিবেশন করা হয়েছে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/belt.things.routs

নবম ছবি

a11fc94a-dcb2-49ee-ab7a-93b6aa033ec4.jfif
এটা আমাদের কাঁচড়াপাড়ার দূর্গা বাড়ির পুজো। এই বাড়ি তে প্রায় ১৫০ বছর ধরে পারিবারিক পরম্পরায় পুজো হয়।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/name.aboard.basket

দশম ছবি

4406fbd6-25ed-4957-846a-3e353622897d.jfif
কাঁচড়াপাড়ার পন্নালাল স্পোর্টিং এর মন্ডপ এটি। অনেকটা গুহার অনুকরণে প্যান্ডেল বানানো হয়েছে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স
লোকেশন-
https://what3words.com/bogus.storybook.waffle

1c214630-da99-4468-8712-6b9440d7583f.jfif
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

5b166519-2499-4cbd-bd68-1925db0d6581.jfif
চারিদিকে অন্ধকার এবং মায়ের মুখ আলো ফেলায় কিছু তেই ফোকাস নিতে পারছিলাম না। চেষ্টা করেছি যতটা সম্ভব ফোকাস আনতে।
তারিখ-০৪.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট টেন প্রো ম্যাক্স

আজ নিজের কাছে পিঠের পুজোর ছবিগুলো তুলে ধরলাম। অত জৌলুস না থাকলেও ভীষণ আন্তরিকতা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানে শেষ করছি। কাল আবার আসব দশমীর পোস্ট নিয়ে।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

শারদীয় কনটেস্টের অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। শারদীয় শুভেচ্ছা রইলো। পূজোর খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি পূজাতে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। এত চমৎকার দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

Hi, @payelb,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

পূজোর প্যান্ডেল গুলো ঘুরে ঘুরে শেয়ার করা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। সেই সাথে উপস্থাপনা অনেক সুন্দর ছিল। এসব প্যান্ডেলের কয়েকটিতে আমি নিজেও গেছি ঘুরতে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। 🙂😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 61123.62
ETH 2642.27
USDT 1.00
SBD 2.59