হায়দ্রাবাদ নিজাম মিউজিয়ামের কিছু আলোকচিত্র (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-১৯.০২.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন।আমি কেমন আছে সেটা আর বলবো না। যেমনি আছে চলে যাচ্ছে। তবে কমিউনিটিতে রেগুলার পোস্ট করতে না পারেতে মন মোটেই ভালো লাগেনা। আসলে রোজই ভাবি আজ কিছু পোস্ট করব, কিন্তু কোন না কোন ভাবে আটকে যাই।
আজ এতদিন পরে সুযোগ পেয়েছি পোস্ট করার।তবে খুব একটা সাধারনের মধ্যে অসাধারণত্ব আনার চেষ্টা করেছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব এক ঐতিহাসিক স্থানের কিছু ছবি। এই ঐতিহাসিক স্থান ভারতের ইতিহাসের এক প্রকার গর্ব বলতে পারেন।
ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগীয় সময়ে মুঘল উত্তর ভারতে এবং নিজাম দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল। সেটা আমরা সকলেই জানি।এই মুঘল এবং নিজামদের সময়ে ভারত হয়ে উঠেছিল একপ্রকার বলা যায় শিল্প, খাদ্য, শক্তি সবেতেই অপরিসীম। তবে সব ভালো সময়ের একটা খারাপ সময়ও আসে। নিজাম এবং মুঘলদের খারাপ সময় বলতে যখন ব্রিটিশ রাজত্ব শুরু হয় ঠিক সেই সময়। এই ব্রিটিশদের আক্রমণে ধীরে ধীরে নিজাম এবং মুঘলদের প্রতিপত্তি কমে যায় এবং তারা বশ্যতা স্বীকার করে। ব্রিটিশদের কাছে ভারত পুনরায় পরাধীন হয়ে যায়। তবে এই মুঘলরা এবং দক্ষিণ ভারতের নিজামরা ভারতীয় সংস্কৃতির জন্য এবং শিল্পকলাতে দক্ষ থাকার জন্য, বলা যায় ভারতকে এক প্রকার গর্বের চরম শিখরে পৌঁছে দিয়ে গেছে।

0d46a648-375e-4628-9771-5b85f91c50c5.jfif

আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই নিজাম হায়দ্রাবাদের কিছু শিল্প কারুকার্য। নিজাম কথার অর্থ হলো সজ্জা।এটি প্রধানত পার্শি শব্দ থেকে এসেছে। প্রায় ১৭০০ সালের মাঝামাঝি সময়ে নিজামরা ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চলকে দখল করে নেয় এবং সেখানেই তাদের রাজত্ব শুরু হয়। এরপর ধীরে ধীরে নিজেদের খাদ্যাভ্যাস, নিজেদের শিল্পকলা সমস্ত দক্ষিণ ভারতে তারা ছড়িয়ে দেয়। দীর্ঘ সময় ভারতে কাটানোর পরে, বলা যায় ভারত তাদের নিজেদের দেশে পরিণত হয়েছে। ভারতকে তারা আপন করে নিয়েছিল নিজেদের সংস্কৃতি দিয়ে। কিন্তু এর পরেই ভারতে বাণিজ্য করতে আসে ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ধীরে ধীরে দখল করতে থাকে এবং একসময় শেষ পরিস্থিতি আসে। কাশ্মীর এবং হায়দ্রাবাদ নিয়ে সমগ্র ভারত দখল করা হলো। কাশ্মীরে তখন এক হিন্দু রাজা এবং হায়দ্রাবাদে নিজামের রাজত্ব। ব্রিটিশরা খুব বুদ্ধি সহকারে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে নিজামদের থেকে হায়দ্রাবাদ এবং উত্তরের হিন্দু রাজার থেকে কাশ্মীর দখল করে নেয়।
যদিও তারা অনেক কিছুই ধ্বংস করেছিল। কিন্তু তার মধ্যেও কিছু স্থাপত্য এবং ভাস্কর্য অক্ষুন্ন ছিল। আমরা হায়দ্রাবাদে গিয়েছিলাম ২০১৮ সালে। সেই সময়েই কিছু ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভাগ করে নেব। বেশিরভাগ ছবি তোলা হয়েছিল কাঁচের শোকেসের মধ্য দিয়ে। যেমনটা আর কি মিউজিয়ামে হয়। তাও চেষ্টা করেছিলাম সেই সময় ঠিকঠাক ভাবে ছবিগুলো তোলার।


প্রথম আলোকচিত্র

23b46f27-5d46-48fd-b188-614d854c0b24.jfif

এটি দেখছেন নিজামের সভায় বসার স্থান। অর্থাৎ সিংহাসন বলতে পারেন। সভায় এসে নিজাম এখানে বসেই সমস্ত রকম প্রসাশনিক কাজ করাতেন এবং রাজ্য চালাতেন।
দ্বিতীয় আলোকচিত্র

0dcf55fb-ec06-490c-bbde-d65382a8b2e3.jfif

ইনি হলেন মীর ওসমান আলী খান। অর্থাৎ নিজাম রাজত্বের প্রতিষ্ঠাতা।এই ছবিটি যদিও পরে রঙিন করে বাধানো হয়।এটি প্রথমে সাদাকালোতেই ছিল।
তৃতীয় আলোকচিত্র

ef4348a6-0ebe-427f-ab45-281ceaeddfe6.jfif

এই যে দেখছেন এগুলোর একেকটা একেক কাজে ব্যবহৃত হতো। বেশিরভাগ এখানে সুরা দানি। এই সুরা দানি গুলো প্রত্যেকটাই রুপো দিয়ে তৈরি। কিছু কিছু সোনারও রয়েছে। সব ছবি আজকে এখানে শেয়ার করলাম না।কিছু কিছু ছবি ঝাপসা উঠেছে তাই আরো বাদ দিয়ে গেলাম। এখানে শুধু সুরাদানী নয় পান দানি বা নিজামের হাত ধোয়ার বাটি এগুলো রয়েছে।
চতুর্থ আলোকচিত্র

12e8d7d2-139d-4139-86fe-c818cb9406a7.jfif

এটি নিজামদের রাজত্ব দেখানো হয়েছে এবং কোন নিজামের সময় কতটা রাজত্ব দখল করা হয়েছিল হায়দ্রাবাদের সেটা দেখানো হয়েছে। এটা নিজামদের সময়ই বানানো। নিজামদের ম্যাপ বলতে পারেন।
পঞ্চম আলোকচিত্র

f4282900-1f39-43b1-8b3d-8d432b215e41.jfif

এটি নিজামের যুদ্ধসজ্জা যুদ্ধের সময়লোহার বর্মের সজ্জা যা পরে নিজাম যুদ্ধ করতেন। এর ওজন প্রায় ১৫ থেকে ২০ কেজি হবে। এটা অকল্পনীয় যে ১৫-২০ কেজি ওজনের বর্ম পরিধান করে নবাবরা যুদ্ধ করতেন সেই সময়ে।
ষষ্ঠ আলোকচিত্র

68cbf574-1573-4fa0-9651-758460ee019d.jfif

এটা হায়দ্রাবাদের সৌধ।আশা করি সকলেই জানেন এটা চারমিনার। চারটে গম্বুজ আকৃতির লম্বা স্তম্ভ পাশাপাশি অবস্থান করে চারমিনার তৈরি করা হয়েছে। সে সময়ে স্থাপত্য এবং ভাস্কর্য দেখলে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। তবে একটা কথা সত্যি,চারমিনারের একদিকে কাজ চালায় যে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, সেই স্ট্রাকচারের জন্য চারমিনারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সরকার একটু যদি দ্রুত কাজ সম্পন্ন করে তবে টুরিস্টের পক্ষে এই সব জায়গায় ঘোরার ইচ্ছেটা আরো জাগবে। আমরা এই চারমিনারের একদম উপরে উঠেছিলাম।
সপ্তম আলোকচিত্র

811100d4-5d70-40b7-a89a-589e0d8c947c.jfif

দেখে মনে হচ্ছে সাধারণ একটা চেয়ার। হয়তোবা সাদা কাঠ বা সাদা রং করা হয়েছে। কিন্তু বললে অবাক হবেন এটা সম্পূর্ণটাই হাতির দাঁত দিয়ে তৈরি চেয়ার। বুঝতে পারছেন একটা চেয়ার বানাতে কতগুলো হাতির দাঁতের প্রয়োজন! আর তারপরে সেই দাঁত কেটে কেটে এমন সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে!
অষ্টম আলোকচিত্র

72d03272-a70b-49ef-b0a5-10c08cd8e304.jfif

এটিও দেখে বোঝা যাচ্ছে হাতির সম্পূর্ণ একটা দাঁতকে কেটে কেটে যুদ্ধের সময় যে সুঙ্গ বাজানো হয়, সেই চোঙ আকৃতির সূঙ্গ বানানো হয়েছে।
নবম আলোকচিত্র

3b5e6913-ea81-42a1-acb2-b05a6b854b39.jfif

এগুলিও হাতির দাঁত দিয়ে বানানো বিভিন্ন ভাস্কর্য বলা যায়। একটি হাতির দাঁত কে কেটে কেটে এভাবে ছোট ছোট মানুষ, জীবজন্তু, গাছপালা বানানো হয়েছে। বোঝাই যাচ্ছে সেসময় শিল্পীদের হাত যশ কতটা বেশি ছিল।
দশম আলোকচিত্র

9cdef0e2-488a-48da-828f-7436a5289fc3.jfif

যুদ্ধকালীন পরিস্থিতিতে এই এক নলা বন্দুকগুলো ব্যবহার করতেন নিজামরা। সেই সময় হয়তো বিদেশীদের থেকেই এগুলো আমদানি করতে হয়েছিল। তবে এগুলোর একেকটার ওজন ১৫ থেকে ২০ কেজি।

স্থান-হায়দ্রাবাদ, ভারত
তারিখ-১৯.১২.২০১৮
ডিভাইস-লেনোভো পি টু

আপনাদের যদি এই সিরিজটা যদি ভালো লাগে তবে আরো কিছু ছবি আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আজ এখানেই শেষ করছি।আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

হায়দ্রাবাদ নিজাম মিউজিয়ামের কিছু আলোকচিত্রের খুব সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আমার কাছে মিউজিয়ামের প্রতিটা জিনিসের আলোকচিত্র অনেক ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে চেয়ারের ডিজাইন। আগের জিনিস গুলোর ডিজাইন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ মিউজিয়ামে ঘুরাঘুরির সুন্দর আলোকচিত্র সহ বর্ণনা তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দিদি।

 2 years ago 

অনেকদিন পর আপনার পোস্ট পেলাম।আপনার আজকের পোস্টটি অনেক ভাল ছিল।প্রথমে নিজামদের ইতিহাস বলে নেওয়াতে পরে রিলেট করতে সুবিধা হচ্ছিল।তবে মিউজিয়াম এ ছবি তুলেছেন কিভাবে এটা দেখে অবাক হচ্ছি।সাধারণত মিউজিয়ামে ছবি তোলা যায়না।যাই হোক অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ইনফরমেটিভ পোস্টটির জন্য।

 2 years ago (edited)

ওরা অ্যালাও করেছিলো।আর সত্যি বলতে গভঃ প্রপার্টি নয় ওটা। নিজামের পরিবারই এখনও দেখভাল করে। সেটা যদিও দুর্ভাগ্যজনক। সেই কারণেই হয়তো শিথিল বিষয়টা।

 2 years ago 

মিউজিয়ামে গেলে আমরা অনেক কিছু পুরনো ইতিহাস সম্পর্কে অবগত হতে পারি। যেখানে অনেক কিছু সংরক্ষিত থাকে। আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে আমি ঠিক তেমনি অনেক কিছু সম্পর্কে ধারণা পেলাম এবং ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। আজকের এই পোস্ট এর মাধ্যমে এত সুন্দর ভাবে মিউজিয়ামের দৃশ্য গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। 💕

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54370.47
ETH 2283.51
USDT 1.00
SBD 2.33