তারিখ-০৬.১১.২০২২
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রোজের মত আজ একটা ভিন্ন উপস্থাপনা নিয়ে এলাম। আমি যখন থেকে আমার বাংলা ব্লগে যোগদান করেছি তখন থেকেই চেষ্টা করি নতুন কিছু পোস্ট করার। যাতে করে আমাদের এই কমিউনিটির স্ট্যান্ডার্ড বজায় থাকে।আমি জানিনা সেখানে আমার কন্ট্রিবিউশন কতটা থাকে, তা হয়তো বিচারক মন্ডলীই ভালো বলতে পারবেন। তবে যতদিন এখানে কাজ করব, সবসময়েই চেষ্টা করব নতুন কিছু দেওয়ার।
আজ একটা রঙিন আইসক্রিম ম্যান্ডেলার ছবি নিয়ে এসেছি।ম্যান্ডেলা আঁকতে আমার বরাবরই খুব ভালো লাগে। কিন্তু সব সময় ডিজাইন মাথাতেও আসে না। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যান্ডেলা যেনো আমার হাতে অত ফোটে না। বরং তুলনামূলক ভাবে রঙিন ম্যান্ডেলা বেশী ফোটে।
ম্যান্ডেলা আঁকব বলেই দোকান থেকে আরো রঙিন পেনের সেট এনেছিলাম। আর সত্যা বলতে কমিউনিটি তে এসে অনেককেই ম্যান্ডেলা আঁকতে দেখেছি। উৎসাহটা আরোই সেখান থেকে। হয়তো কমিউনিটির অনেকের মত অত সুন্দর পারি না আঁকতে, তবে চেষ্টা করি নিজের মম করে করার।ছবি টি নিজের মত করেই এঁকেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই।নীচে আমি উপকরণ এবং ধাপগুলি বলে দিচ্ছি।
ক্রমিক | উপকরণ |
১ | খাতা |
২ | পেন্সিল |
৩ | ইরেজার |
৪ | স্কেল |
৫ | স্কেচপেন |
৬ | রঙিন পেন |
একটি খাতার চারপাশে বর্ডার টেনে নিলাম।
স্কেল দিয়ে আইসক্রিম কোন আঁকলাম।
এবার উপর অংশ এবং আইস্ক্রিমের কিছু অংশ এঁকে নিলাম।
এবার আইস্ক্রিমের বাকি অংশ আঁকলাম এবং ভেতরে ডিজাইন করার জন্য ভাগ করে নিলাম।
আইসক্রিম কোনের গায়ে কোনাকুনি বরাবর দাগ কেটে নিলাম এবং উপরের অংশে ডিজাইন করে নিলাম।
এবার বেবী পিংক রং দিয়ে আইস্ক্রিম কোণটা বর্ডার করলাম।
কোনের গায়ে ডিজাইন করলাম কোনাকুনি দাগগুলো বরাবর।
এবার ডিজাইনগুলো অল্টারনেটিভ ভাবে ফিলাপ করলাম।
ডিজাইনের উপরে C এর মত করে ডিজাইন করলাম।
কোণের উপরে নীল, তুঁতে রং দিয়ে পাতার মত ডিজাইন করে নিলাম।
এবার আইস্ক্রিমের ডিজাইন করা শুরু করলাম।প্রথমে ডানদিক থেকে পরপর ডীপ সবুজ,হলুদ, কমলা, সবুজ দিয়ে ডিজাইন করলাম।
এবার তার উপর কমলা, বেগুনী, কালো, সবুজ কালি দিয়ে ডিজাইন করলাম।
এবার বাকী ঘরগুলো ডিজাইন করে দিলাম।
এবার পাতাগুলো রং করে,চারিদিকে বর্ডার দিয়ে দিলাম এবং আইসক্রিম থেকে দুটো সুতোর মত ঝুলিয়ে দিলাম(এটা করার কারণ একটাই রং করার সময় নীল বর্ডার বেড়িয়ে গেছিলো। তাই মেকাপ দেওয়া। 😄)
এবার আর কি? নিজের নাম তারিখ লিখে দিলাম। সাথে একটু লোভ লাগছিলো দেখে "WANT TO TAKE A BITE!" লিখে দিলাম। 😋ব্যাস আঁকা হয়ে গেলো আমার আইস্ক্রিম ম্যান্ডেলা।
ছবিটি এঁকে আমি বেশ স্যাটিসফায়েড। এতদিন ধরে চেষ্টা করে এবার অন্ততঃ তাও পাতে তোলার মত একটু ম্যান্ডেলা হয়েছে। মাঝে মাঝে এমন ভয়ংকর রকম বাজে হয় যে নিজেরই তাকাতে ইচ্ছে করে না। কিন্তু এটা তাও তাকাতে পারছি। আবার চেষ্টা করব এমন ধরণের কিছু আঁকার তবে একটু সহজের দিকেই। এখনই কঠিন কিছু পারব না। তাই সহজ দিয়ে শুরু হোক।
আজ এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার আসব নতুন কিছু নিয়ে।ভালো থাকবেন সকলে।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাঈ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
OR
Set @rme as your proxy
অসাধারণ হয়েছে দিদি। মনে হচ্ছে যেন বাস্তবের আইস্ক্রিম।বাস্তবের আইস্ক্রিমের মতই কালারফুল হয়েছে।আর ম্যান্ডেলা গুলোও সূক্ষ্মভাবে ফুটে উঠেছে।তুমি কালাফুল ম্যান্ডেলাই চালিয়ে যাও।তুমি একে স্যাটিসফাইড আর আমরা দেখে।ধন্যবাদ দিদি অসাধারণ ম্যান্ডেলা টি শেয়ার করার জন্য।
হ্যাঁ এতদিন পর তাও একটু মনমত হয়েছে। ধন্যবাদ ভাই।
কোন আইসক্রিম আমার খুবই প্রিয়। আর দিদি আপনি খুব সুন্দর ভাবে একটা আইসক্রিমের মেন্ডেলের চিত্র অঙ্কন করেছেন। সেই আইসক্রিমের রং মেখেছন। দারুন আপনার শিল্পকর্ম।
অনেক ধন্যবাদ দিদি। আমারও আইসক্রিম প্রিয়।
আইসক্রিম এর মেন্ডেলা আর্ট টি দারুন করেছেন আপু।সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি তুলে ধরেছেন।ধন্যবাদ আইসক্রিম এর এই সুন্দর মেন্ডেলা আর্ট টি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি। 😍
আমার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট মেন্ডেলাগুলো ভালোই লাগে। যদিও আপনি বলছেন আপনার হাতে সেগুলো ফুটে ওঠে না। কিন্তু দেখছি আপনার আঁকা রঙিন মেন্ডেলাটি বেশ ভালোই হয়েছে। আসলে ঠিক বলেছেন সব সময়ই কি আঁকবো এটা কিন্তু মাথায় আসেনা। বেশ ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন দিয়ে এঁকেছেন। এজন্য দেখতে বেশি ভালো লাগছে।
হ্যাঁ আপনার আঁকা দেখেছি। ভালোই ফোটে আপনার হাতে কালো সাদাটা। ধন্যবাদ। ☺
সত্যি আপু আমি ভেবে ছিলাম এটা বাস্তবে আইসক্রিম। সাদা-কালোটা আপনার কাছে ফোটে ওঠেনা বিদায় আপনি রঙিনটা আঁকলেন বেশ ভালো হয়েছে। আপনার আইসক্রিম দেখে তো খেতে ইচ্ছে করছে, হা হা হা।ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডলা শেয়ার করার জন্য।
হাহা! ধন্যবাদ দিদি প্রসংশা করার জন্য।
খুবই সুন্দর ও দক্ষতার সাথে আইসক্রিমের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার চিত্রাঙ্কন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন, অসাধারণ ছিল।
অনেক ধন্যবাদ আমায় উৎসাহিত করার জন্য।
এই ধরনের আর্ট গুলা আমার কাছে বরাবর অস্বাভাবিক লাগে।কেমনে যে আপনার পারেন আমার মাথাতেই আসে না।যাইহোক দিদি খুব সুন্দর আর্ট করেছেন,অনেক ভালো লেগেছে আমার কাছে।অনেক ধন্যবাদ দিদি সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।🖤
হাহা। করতে করতে ডিজাইন মাথায় চলে আসে দাদা।