টার্গেট ডিসেম্বর সিজন-৩, ১০০ স্টিম পাওয়ার আপ(১০% @shy-fox এর জন্য)
তারিখ-২০.০৫.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালো আছি। অনেকদিন ধরে ই লিকুইড স্টিম জমে যাচ্ছিল। কিন্তু নতুন বছরের পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করা আর হচ্ছিল না ব্যক্তিগত কিছু কারণবশত। আর মনে মনে ঠিক করে রেখেছিলাম লিকুইড স্টিম একটু বাড়লে তবে পাওয়ার আপটা করব। এর পেছনে এমনি আর কোন কারণ নেই। কিন্তু দেখতে ভালো লাগে। এইটুকুই যা। একটু বেশি পরিমাণে পাওয়ার আপ করলে প্রোফাইলটা দেখতেও বেশি সুন্দর লাগে।
অবশেষে ৫৯৮.৫২১ যখন লিকুইড স্টিম জমলে, তারপরে ঠিক করলাম এবার অন্তত ১০০ স্টিম পাওয়ার আপ করি। তাই আপনাদের সাথে সেই পাওয়ার আপের ধাপগুলো প্রতিবারের মতো ভাগ করে নিতে আসলাম।
প্রথম ধাপ
লগইনে ক্লিক করে নিজের স্টিম আইডি এবং প্রাইভেট অ্যাক্টিভ কী দিলাম।
দ্বিতীয় ধাপ
স্টিম ওয়ালেট খুলে আমার লিকুইড স্টিম দেখলাম ৫৯৮.৫২১ দেখলাম এবং স্টিম পাওয়ার ১৪৭১.৭৫৩দেখলাম।
তৃতীয় ধাপ
এবার স্টিমর পাশের ড্রপ ডাউন থেকে পাওয়ার আপ অপশন সিলেক্ট করলাম।
চতুর্থ ধাপ
এবার আমি ১০০ স্টিম পাওয়ার আপ করব তাই ফর্মে অ্যামাউন্টের ঘরে ১০০ লিখলাম।এবার পাওয়ার আপে ক্লিক করলাম।
পঞ্চম ধাপ
এবার কনফার্মেশন ফর্মে সব চেক করে ওকে তে ক্লিক করলাম।
ষষ্ঠ ধাপ
শেষে দেখলাম আমার বর্তমান লিকুইড স্টিম ৪৯৮.৫২১ এবং স্টিম পাওয়ার ১৫৭১.৭৫৩।
সুতরাং, আমার পাওয়ার আপ পদ্ধতি সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
আশা রাখব আপনারাও এই ভাবেই পাওয়ার আপ করে দীর্ঘমেয়াদী কাজের পথ কে আরো প্রসারিত করবেন এবং আমার বাংলা ব্লগকেও আরো পরিপূর্ণ করবেন।
আজ এখানেই শেষ করছি। আবার আসব নতুন কোন পোস্ট নিয়ে।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
পরিচিতি
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
বাহ্ চমৎকার দিদি। অনেকদিন পর ফিরে এসে তো দেখি ছক্কা মেরেদিলেন। বেশ বড় সড় একটি এমাউন্টই পাওয়ার আপ করে নিলেন। আর এবার পাওয়ার আপ করার ফলে আপনার স্টিম পাওয়ার যেয়ে দাড়ালো ১৫৭১.৭৫৩। শুভ কামনা রইল দিদি।
অনেক ভালোবাসা দিদি
বাহ! আপনি তো দারুণ জমি দিয়েছেন আপু অনেক বড় মাপের একটি পাওয়ার আপ করে। এত চমৎকার একটি পাওয়ার আপ করেছেন সত্যি আপনার কাজ দেখে অনেক বেশি ভাল লাগে। আপনার কাজ গুলো সব সময় এমন চমৎকার হয় সবাইকে আপনি চমকিয়ে দেন। অনেক ভালো লেগেছে অনেক বড় এ্মাউন্টের একটি পাওয়ার আপ করেছেন আমরা সবাইকে অনেক বেশি উৎসাহ পেয়েছি। আপনার অ্যাকাউন্টের ক্ষমতা তো অনেক বৃদ্ধি হয়ে গেল।
অনেক ধন্যবাদ দিদি। অনেক দিন পর করলাম।
দিদি আপনি তো অনেক গুলো স্টিম পাওয়ার আপ করলেন ৷ আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো ৷ আসলেই এই প্ল্যাটফর্মে দীর্ঘ মেয়াদী কাজ করার জন্য পাওয়ার আপ করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ৷ ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই।
দিদি আপনি বড় এমাউন্টের পাওয়ার আপ করলেন।লিকুইড স্টিম বাড়াতে আপনি পাওয়ার আপ করলেন।নানা ব্যস্ততায় আপনার পাওয়ার আপ করা হয় না। যাক আজ বড় এমাউন্টের পাওয়ার আপ করলেন,ভালোই হলো।এভাবেই এগিয়ে যান। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ দিদি।
পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই।
দিদি বর্তমানে ১০০ স্টিম পাওয়ার আপ মানে তো অনেক বড় ব্যাপার। এভাবে পাওয়ার আপ করে নিজের একাউন্টের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি করে নিন তাহলে অনেক ভালো হবে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
ধন্যবাদ ভাই।
১০০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন আপু। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদী বাজার টিকে থাকার জন্য আমাদের সকলেরই নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেয়া জরুরী। এরই মধ্য দিয়ে আপনি ১৫৭১ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
ধন্যবাদ দাদা
বাহ আপু আপনি তো অনেক বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন । আপনার আজকে পাওয়ার আপ পোস্ট দেখে সত্যিই অনেক ভালো লাগলো। এভাবে এগিয়ে যান আপু। আপনার জন্য শুভকামনা রইল
একদম ঠিক দিদি।
নিজের সক্রিয়তা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করা অত্যন্ত জরুরী। আর তুমি যে পাওয়ার আপ করা শুরু করেছে এটা দেখে আমারও যথেষ্ট ভালো লাগছে, আর আশা করি তোমার এই উদ্যোগ দেখে অনেকেই অনেক বেশি অনুপ্রাণিত হবে পাওয়ার আপ করার জন্য। আমাদের মত নরমাল ভেরিফাইড মেম্বার এর জন্য ১০০ স্টিম পাওয়ার আপ যথেষ্ট বেশি।
হ্যাঁ এখন পারছি তাই করছি। এখন তো সেরকম প্রতিযোগিতা বা ব্লগার অফ দ্যা উইকেও অংশ গ্রহণ করি না। এখন আর তেমন পারব না।
ধন্যবাদ তোমায়। 🍁