১০ টি নিগূঢ় আলোকচিত্র (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-১.১১.২০২২
নমস্কার বন্ধুরা
আশাকরি ঈশ্বরের আশির্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি।আজ একদম অন্য রকম পোস্ট আনলাম যা আমি আগে কখনওই পোস্ট করি নি কমিউনিটিতে।কমিউনিটির অনেকেই দেখেছি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। আমিও ফটোগ্রাফি পছন্দ করি। কিন্তু ভালো করতে পারি কি না জানিনা। ফটোগ্রাফিতে অ্যাঙ্গেল খোঁজা যেমন একটা প্রয়োজনীয় বিষয়, তেমনই ফটোগ্রাফির জন্য ভালো ডিভাইস থাকাও জরুরী। আমার কাছে এই দুটোই মোটামুটি আছে।সখে ফটো তুলি।

62feead6-0b36-4b0a-bb65-f85a3db0f77f.jfif

যেটা নিজের চোখে ভালো লাগে। সেটাই তুলে রাখি।আজ কোন প্রকৃতির ছবি নিয়ে আসি নি। আজ নিজের তোলা ঘরের কিছু সাধারণ জিনিসের ছবিই আপনাদের দেখাব।ছবিগুলো আজই তুললাম। আমি সবসময়েই সাধারণের মধ্যেও আলাদা কিছু খোঁজ করি। এবারও সেই চেষ্টাই করেছি। মনে পড়ছে আগে যখন ভিজিএ ক্যামেরা ছিলো, সেই দিয়েও কত ছবি তুলে বেড়াতাম।ওদের কত সুখ ছিলো।এখন সময় পাল্টেছে। সব কিছুর জৌলুসে আমার মত মধ্যবিত্ত মানুষের সখ টা চাপা পড়ে গেছে।

কিন্তু এই কমিউনিটি আমায় সব কিছু ফিরিয়ে দিয়েছে। এখানে সবাই আমার পরিবার। এই কারণে আবার নির্দ্বিধায় চেষ্টা করি।আর সকলকে পাশেও পাই। আসুন এবার নিজের এই সখটা একটু তুলে ধরি।

প্রথম আলোকচিত্র

2ec0f28f-1152-432f-92ff-94d4d3c58253.jfif

এই গৌতম বুদ্ধের মূর্তিটা ভাই কিনে এনেছিলো সিকিম ঘুরতে গিয়ে।মন শান্ত হয়ে যায় এই মুর্তি দেখলে।

বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম।
ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম।
সংঘং শরণং গচ্ছামি - আমি সংঘের শরণ নিলাম।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

দ্বিতীয় আলোকচিত্র

72cb491b-7a56-4372-b8ac-ac7795b29180.jfif

এটা আমার ঠাম্মা দেওয়া শেষ স্মৃতি আমায় এবং আমরা ভাইকে। ২০১২ তে পুরী ঘুরতে গেছিলাম। তখন ঠাম্মা কিনে দিয়েছিলো।আমার নাম পায়েল তাই P এবং ভাইয়ের নাম রাহুল তাই R । পুরীতে গেলে এমন শামুক বা ঝিনুকের উপর নামের অক্ষর খোদাই করা চাবির রিং খুব পাওয়া যায়। আর যেহেতু ঠাম্মা স্মৃতি তাই এটি অমূল্য।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

তৃতীয় আলোকচিত্র

51dc245a-e3cf-43ba-8698-704d13ab0e26.jfif

কয়েকদিন আগেই ফ্লিপকার্ট থেকে এই একগুচ্ছ প্রজাপতি কিনেছিলাম।আমার আর্টিফিসিয়াল ফুল, প্রজাপতি দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে।৯৪ টাকায় ১২ টা প্রজাপতি কিনেছি।মা যদিও দেখে একটু রাগ করেছিলো। কিন্তু পরে আর কিছু বলে নি। শুধু বলল, "আর কবে বড় হবি?" 😒

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

চতুর্থ আলোকচিত্র

d7fa77b7-ee5f-4227-b1ad-dc27ae8861fb.jfif

না না, ভয় পাবেন না। এটা নিষিদ্ধ পানীয় নয়। নিষিদ্ধ পানীয়র গ্লাস বটে। কিন্তু তার মধ্যে জেল মোম ভরে একটা ক্যান্ডেল তৈরী করে আমার জন্মদিনে গিফ্ট করেছিলো সুদীপ্ত দাদা।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

পঞ্চম আলোকচিত্র

999558cc-e3ac-4a8b-a965-a417ae73ad50.jfif

দেখলেই কেমন একটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের অনুভূতি আসে তাই না? শান্তিনিকেতন থেকেই কেনা এটি। ভাইয়ের এক বান্ধবী ভাইকে ২০১৫ তে ভাই ফোঁটা তে গিফ্ট করেছিলো।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

ষষ্ঠ আলোকচিত্র

ed4f060f-7e14-4586-bdd2-6a0d493d30f5.jfif

এটাও অলিভিয়া ভাই কে গিফ্ট করেছিলো ভাইফোঁটা উপলক্ষ্যেই একই সাথে।আমার ভাই খুব সুন্দর তবলাও বাজাতে পারে। তাই হয়তো গিফ্ট করেছে।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

সপ্তম আলোকচিত্র

235d5422-9ee4-4ce8-b15f-7c360e180511.jfif

এই যে নকশাকরা গজরাজ।অনেকটা রাজস্থান ভাইব আসে এটা থেকে। আসলে রং টা ছিলো চকলেট কালার। কিন্তু আমরা বাবার পছন্দ ছিলো না। তাই সাদা রং এনে সাদা করে দিয়েছে।আমারও মনে হচ্ছে সাদাতেই যেনো ফুটছে বেশী।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

অষ্টম আলোকচিত্র

b1c6c5fb-d5ad-475e-b9e3-bd3f8ce0b8c5.jfif

ছবি আঁকতে পারি কি না জানি না। ভালোবাসি অবশ্যই। তাই শখ করে এসব কিনেছিলাম।এই ছবিটাও পুরোনো। কিন্তু ভালোবাসার ছবি। তাই রেখে দিয়েছি।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ১০.০৬.২০২০
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

নবম আলোকচিত্র

1a447508-6309-4bf5-aa83-9d838402504d.jfif

এটি আমার প্রিয় টুইটি। বেশ কিছুদিন আগেই টুলটির ছবি এঁকে ছিলাম কমিউনিটি তে।এটি আমায় এক বন্ধু গিফ্ট করেছিলো ২০১৪ তে।এখনও নতুন আছে।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০১.১১.২০২২
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

দশম আলোকচিত্র

89064246-f48d-4a05-8ede-43059521adcd.jfif

ছবিটি একটু পুরোনো। কিন্তু খুব পছন্দের। অ্যাবস্ট্রাক্ট ছবি তুলতে সব সময়েই পছন্দ করি। তাই এই ছবিটা তোলা। তখন আমি চাকরী করতাম। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম ছিলো। সারাদিন কাজের পর আমার সঙ্গী থাকতো এই বইগুলোই।জীবন সত্যিই খুব ভালো ছিলো। এখন এর মত পাঁক ছিলো না জীবনে। অল্পই ইনকাম করতাম। কিন্তু নিশ্চিন্তে ঘুম হত। ঈশ্বর যদি আবার ফিরিয়ে দেয় সময়টা কৃতজ্ঞ থাকব।

ফটোগ্রাফার@payelb
ডিভাইসরেডমি নোট টেন প্রো ম্যাক্স
তারিখ০৯.০৪.২০২১
লোকেশনhttps://what3words.com/trudges.inhales.aquatic

আজ এ পর্যন্তই রইলো বন্ধুরা। পরে আবার কখনও প্রাকৃতিক ছবিও আপনাদের সাথে শেয়ার করে নেব।কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাঈ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

সত্যি দিদি আসলে মধ্য বিত্ত পরিবার হতে শখ টা আদলে চাপা পড়ে থেকে যায় ৷ তবে যাই হোক না কেন দিদি ৷ আজকে আপনার ঘরের মধ্যে থাকা তৈজসপত্র জিনিস গুলো অসাধারণ ৷ প্রতিটি ছবি দারুন লাগছে ৷ গৌতম বুদ্ধের মূর্তি প্রজাপতি একতারা তবলা আপনি রং আর্ট করতে না পারলেও যে রং গুলো কিনে রেখেছেন সত্যি এটা একটা অনেক বড় শখ৷ যাই হোক প্রতিটি ছবি ছিল সত্যি মনোমুগ্ধকর আমি দেখে অনেক মুগ্ধ হলাম৷ দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ৷ আপনি এভাবেই সুন্দর সুন্দরতম ব্লগ গুলো আমাদের মাঝে উপহার দিবেন৷ এমনটাই প্রত্যাশা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন৷

 2 years ago 

আমি রং আর্ট পারি না? 😆 আচ্ছা।

 2 years ago 

দারুন তো আপনি বেশ চমৎকার করে উপস্থাপন করেছেন, বিশেষ করে নিষিদ্ধ পানির গ্লাস বেশ মজা করে বর্ণনা করেছেন। বেশ ভালো ফটোগ্রাফি করেছেন আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের ২জনের ডিভাইস কিন্তু সেম , নোট টেন প্রো ম্যাক্স।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। ❤

 2 years ago 
প্রথমেই আপনাকে ভিন্নরকম ফটোগ্রাফির জন্য বাহবা দিচ্ছি। যেখানে আমরা বাহিরের দুনিয়ার ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত সেখানে আপনি নিজের ঘরের কত সুন্দর কিছু জিনিসের ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেছেন। খুব ভাল লাগলো আপনার জিনিসগুলোর আলোকচিত্র দেখে। তবলা আর একতারার ছবিগুলো দেখে মজা পেয়েছি কত ছোট এগুলো। আর আপনার টুইটিত বেশ কিউট। ধন্যবাদ দিদি।
 2 years ago 

প্রকৃতির ছবিও দেব। কিন্তু ভাবলাম এভাবেও একবার ছবি তুলি
😃ধন্যবাদ 😌

 2 years ago 

চমৎকার চমৎকার দশটি আলোকচিত্র দেখালেন দিদি। মন জুড়িয়ে গেল। সত্যিই আলোচিত্র করতে গেলে মনের মাঝে ভাব থাকতে হয় তবেই সম্ভব। আপনি অত্যন্ত ভাবের মাঝে এই আলোচিত্র গুলো করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

না না, ভয় পাবেন না। এটা নিষিদ্ধ পানীয় নয়

এটা কিন্তু বেশ বলেছেন। হা হা হা...

ভালো ক্যামেরা দিয়ে ভালো ভালো ফটো তোলা সম্ভব এটা আমি মানি, কিন্তু অনেক সময় নরমাল ক্যামেরা দিয়েও অনেক সুন্দর সুন্দর ফটো তোলা যায়। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনার স্মৃতি জড়িয়ে রয়েছে সেটা বোঝা যাচ্ছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ। হ্যাঁ ফটোগ্রাফি তে অবশ্যই লাইট, অ্যাঙ্গেল এগুলোও ম্যাটার করে।ধন্যবাদ।😊

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65