DIY স্কেচপেনদানি(১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-২১.১০.২০২২
নমস্কার বন্ধুরা
আশাকরি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালো আছি।অনেক দিন ধরেই ঘরে কিছু পুরোনো হাবি জাবি কৌটো জমে ছিলো। তা দীপাবলি তে সাফাই করতে গিয়ে মা ওগুলো ফেলেই দিচ্ছিলো।কিন্তু আমি দেখলাম সেগুলোর মধ্যে আমার ২০১৫ তে কেনা ফাস্ট্রাকের একটা ঘড়ির কৌটো রয়েছে।ভাবলাম রেখে দি। যদি কোন কাজে লাগে। এরপর ঘর গোছাতে গিয়ে দেখলাম স্কেচ পেন গুলো বড্ডই আগোছালো হয়ে আছে। ওমনি মাথায় বুদ্ধি চলে এলো।

6df03af4-027a-4172-ba82-d118fdef9185.jfif

ভাবলাম আগের দিন জুয়েলারী বক্স বানানোর জন্য বেশ কিছু রঙিন কাগজ বেচে গেছিলো। সেটা কেই কাজে লাগাই।
এবার আর কি? যেই ভাবা সেই কাজ।বানিয়ে ফেললাম আমার স্কেচপেনদানি।আসুন বলে দি কি কি লাগবে।আর কি ভাবে বানাবেন।

ক্রমিকউপকরণ
রঙিন তুঁতে কাগজ
আঠা
কেঁচি
পেন্সিল
ইরেজার
জলরং
তুলি
রঙিন সেলোটেপ
3D লাইনার
১০স্কেচপেন
১১খাতা

33a6c183-25d2-435b-ae73-29642762ac9b.jfif

প্রণালী

প্রথম ধাপ

প্রথমে একটা খাতার এক কোনায় পেন্সিল দিয়ে একটা ছোট ঘর করে নিলাম যাতে পুরো পাতা টা নষ্ট না হয়।

দ্বিতীয় ধাপ

এবার এই ঘরের মধ্যে ছোট করে পু বিয়ারের মুখ আঁকলাম।

1abecac4-32ff-44ee-8836-5d02bbbab87f.jfif

তৃতীয় ধাপ

এবার পু বিয়ারের পুরো মুখ হলুদ রং করে দিলাম এবং মুখের ভেতর লাল রং করলাম, জিভ টা গোলাপী করলাম, আর জামার কলার টা লাল রং করলাম।

3fcbd5eb-fc62-40e5-a90b-b2e11348bbfe.jfif

চতুর্থ ধাপ

পু বিয়ার কে কালো বর্ডার দিলাম স্টেচপেন দিয়ে। নাক, ভ্রূ এবং চোখ টাও কালো স্কেচ পেন দিয়ে এঁকে নিলাম।

পঞ্চম ধাপ

এবার পু বিয়ারের মুখ টা খাতা থেকে একদম বর্ডার বরাবর বারতি অংশ টা কেটে বাদ দিয়ে নিয়ে নিলাম।

f0861c7e-8b98-4d8c-aaa0-03d0114c99e9.jfif

ষষ্ঠ ধাপ

এবার রঙিন তুঁতে কাগজ টার ভেতরের দিকে ঘড়ির বাক্সটা বসিয়ে তার প্রস্থ টা দেখে নিলাম। এবং সেই অনুসারে পেন্সিল দিয়ে একটা লম্বা দাগ কেটে নিলাম যাতে সাইজে সমস্যা না হয়।

2fbefb87-7709-42f3-ae4b-a1c54a29c906.jfif

সপ্তম ধাপ

এবার কাগজের মধ্যে লম্বা বরাবর ভেতরের দিকে আঠা দিয়ে নিলাম এবং ঘড়ির কৌটোতে মুড়িয়ে নিলাম।

93e2fec3-8ac9-4c54-bbf2-5896907a5a2f.jfif

অষ্টম ধাপ

এবার কেটে রাখা পু বিয়ারের ছবিটার পেছনে আঠা লাগালাম।এবং তা কৌটোর উপর লাগিয়ে দিলাম।

d25b0a3f-a9af-43db-99bf-850a3211c721.jfif

নবম ধাপ

এবার 3D আউট লাইনার দিয়ে পু বিয়ারের মুখের পাশে 'Poo' লিখে দিলাম।

31ec9a42-5964-42f2-957b-79000469ac5c.jfif

দশম ধাপ

এবার রঙিন সেলোটেপ দিয়ে কৌটোর ব্যাস বরাবর বর্ডার দিয়ে দিলাম যাতে একটু আকর্ষণীয় হয়। ব্যাস তৈরী হয়ে গেলো আমার স্কেচপেনদানি।

e4a49169-54a3-4dd2-92bd-31beac35c7f5.jfif

f4f0dbdb-d5be-4f0e-9a94-db49105e05bd.jfif

আজ এখানেই শেষ করলাম।কেমন লাগলো অবশ্যই জানাবেন।আবার আসব অন্য কোন পোস্ট নিয়ে।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

আইডিয়াটা বেশ ভালো। তবে ফিনিশিংটা আরো ভালো হলে আরো ভালো লাগতো। আরও সুন্দর সুন্দর কিছু হাতের কাজ দেখার অপেক্ষা রইলাম।ধন্যবাদ।

 2 years ago 

আসলে রঙিন পেপারটা খুবই পাতলা। তাই আঠা লাগানোতে এমন ক্রাম্প হয়ে গেছে।মোটা পেপার হলে এটা হত না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনিতো অনেক ক্রিয়েটিভ দেখছি। আপনার মা ফাস্টট্র‍্যাকের ঘড়ির বাক্সটা ফেলে দিচ্ছিল। আপনি তা এনে রেখে দিয়েছেন। তারপর একটি পু বিয়ার একেছেন। রঙিন কাগজ বাক্সের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে পু বিয়ারের স্টিকার তাতে লাগিয়ে দিয়েছেন। খুব সুন্দর হয়েছে এবং ভাল লাগছে দেখতে। ধন্যবাদ দিদি।

 2 years ago 

আমি তেমন ক্রিয়েটিভ কিনা জানি না, তবে চেষ্টা করছি একটু একটু করে শেখার। সহযোগিতা করবেন দাদা।

আরে বাহ বেশ বুদ্ধি খাটিয়ে কাজ করেন দেখি আপনি 👌 এক কথায় মিষ্টি লাগছে পুরো ব্যাপারটা। আর আপনার পু বিয়ারের জন্যই হয়তো এত সুন্দর ফুটে উঠেছে কলমদানিটা। কালার পেপারটা আর একটু মোটা ধরনের হলে কাজের ফিনিশিং টা আরো বেশি সুন্দর হতো মনে হয়। তবে চমৎকার ছিল পুরো আইডিয়াটা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। 😇

 2 years ago 

আমার বাংলা ব্লগ diy পোস্ট খুবই পছন্দ করে। ভালো করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি সবসময় চেষ্টা করব কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করার।

 2 years ago 

আপু আপনার আইডিয়াটা অনেক ভালো হয়েছে ফেলে দেওয়া জিনিস গুলো নিয়ে খুব সুন্দর একটি স্কেচপেনদানি বানিয়ে নিয়েছেন। আপনার পু বিয়ারের জন্য এটি দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ‌। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65