সরজিৎ ঘোষের গল্পকথা পাঠ(১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-৩১.১০.২০২২
নমস্কার বন্ধুরা
আশা করি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। আমি যদিও শারীরিক ভাবে অসুস্থ তবুও বলব ঠিক আছি।কারণ আমার অসুস্থতার জন্য কোন কিছুই থেমে যাবে না। এই কদিন আপনাদের সামনে বেশ কিছু পোস্ট নিয়ে এসেছিলাম যেগুলো হয় কোন পার্বনের অথবা ড্রয়িং। আজ ভেবেছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ছবি দেখাব।কিন্তু ভাবলাম, একই রকম পোস্ট দেখতে কারই বা ভালো লাগে? আপনাদেরও ভালো লাগবে না। তাই একটু স্বাদ বদলে করা যাক।

abb907a9-f3b6-42e6-bda6-b87ef4021210.jfif

আজ আমি আপনাদের কাছে একটি গদ্য পাঠ করব। হ্যাঁ ছোট গদ্য। লিখেছেন সরজিৎ ঘোষ দাদা। সরজিৎ দাদা কে ফেসবুকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষরা অনেকেই চেনেন। দাদার লেখা সদ্য প্রেমে পরা ছেলেমেয়ে বা মন ভাঙা ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয়।সরজিৎ দাদা কে আমি দীর্ঘদিন ফলো করি। অনেকদিন ধরেই ভেবেছিলাম যে দাদার লেখা পাঠ করব। অবশেষে আমার বাংলা ব্লগ সেই সুযোগটা করে দিলো।লেখাটাকে কতটা ন্যায্যতা দান করতে পেরেছি জানি না। কিন্তু এতটা অসুস্থতার মধ্যেও নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করেছি।

আর কথা না বাড়িয়ে আগে লেখাটা আপনাদের সাথে শেয়ার করে নি।তারপর পাঠ এবং ব্যাখ্যায় আসি।

তোমার মনে আছে সুপর্ণা,মধুরিমার সাথে অমিতের যখন ব্রেকাপ হয়ে গেল,মধুরিমা ভীষণ ভাবে ভেঙে পড়েছিল।বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছিল।খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল।চোখের তলায় একটা দীর্ঘ কালির দাগ মেয়েটাকে বুড়িয়ে দিয়েছিল।দেখা করার জন্য আমরা সেদিন মধুরিমার বাড়িতে গিয়েছিলাম।সেদিন তোমার হাতটা চেপে ধরে সে কী কান্না ওর।কাঁদতে কাঁদতে বলেছিল,অমিতকে ছাড়া বাঁচবে না।আমিই ওকে বলেছিলাম,পাগল মেয়ে।এসব কথা তোর মুখে মানায় না।তুই কত স্ট্রং বল তো?তোমাকে ছাড়া বাঁচব না এমন কথা কারা বলে?দুর্বল মানুষরা।দেখবি ক'দিন পর সব ঠিক হয়ে যাবে।মনকে শক্ত কর।এরকম একটু আধটু মনে হবেই।

মধুরিমা আমার কথা কতটা বুঝেছিল জানি না।তারপর মধুরিমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা মুভি দেখতে গিয়েছিলাম,পাশাপশি বসে আঙুলে আঙুল ছুঁয়ে কত গল্প করেছিলাম,রেস্টুরেন্টে খেয়েছিলাম,সেলফি তুলেছিলাম।কতটা আনন্দ করেছিলাম বল তো!অথচ সেদিন কয়েক ঘণ্টা আগে মধুরিমার দুঃখে কতটা কাতর ছিলাম যেন।মধুরিমাকে কত সহজে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম।আচ্ছা সত্যিই কি মধুরিমার কষ্টটা অনুভব করতে পেরেছিলাম?এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত।এক দিকে বিচ্ছেদের বেদনায় কেউ ছটফট করে,অন্যদিকে তখন নতুন প্রেমে মশগুল হয়ে ওঠে কেউ।

জানো সুপর্ণা,ব্রেকাপ ব্যাপারটা বেশ মজার মনে হয়।ব্রেকাপ যখন অন্যের তাকে কত সহজেই সব কিছু বলে দেওয়া যায়,জ্ঞানের উপদেশ দেওয়া যায়,কঠিন পরিস্থিতিকে সহজ করে নিতে বলা যায়।কিন্তু রেকাপ যখন নিজের তখন শুধু উপলব্ধি করা যায় কষ্টটা।সব কিছু মেনে নেওয়া,মনকে বুঝিয়ে নেওয়া যে কত কঠিন,ওই পরিস্থিতি না আসলে বোঝা যায় না।সেদিন যত সহজে মধুরিমাকে বুঝিয়ে দিয়েছিলাম,তত সহজে আজ আর নিজেকে বোঝাতে পারি নি।

জানো,তুমি চলে যাওয়ার পর প্রথম দুটো মাস আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক ছিল বলার না।সারাক্ষন বাড়িতে থাকতাম।মধুরিমার মত আমার ও মনে হত,তোমাকে ছাড়া আমি থাকব কী করে?
দমবন্ধ হয়ে আসতো ঘরের মধ্যে থেকে।অথচ দেখো আমার এই ঘরের সমস্ত প্ল্যান দু'জনে মিলে ঠিক করেছিলাম,দেওয়ালের রঙ দুজনের পছন্দেই করা।এতই খারাপ ছিল ওই সমটা... ঘুম, জাগা কোনো কিছুর ঠিক ছিলনা। শুধু বাবা-মা কে বুঝতে দেবো না বলে সময়ে স্নান-খাওয়াটা করেছি।এমনও দিন গেছে আমি রাত একটায় হঠাৎ ঘুম ভেঙে গিয়ে আর ঘুমোতে পারিনি।রাতে উঠে নেচেছি।গেয়েছি।পাগলের মত করে আমার অত বড় রুমটায় এপাশ ওপাশ করে বেড়িয়েছি।ওই সময় সত্যিই একটা মানুষ খুঁজেছিলাম। একজন ভেঙে যাওয়া মানুষ।একদম আমার মত।ব্রেকাপের যন্ত্রণা অনুভব করতে তো সে-ই পারে,যার রেকাপ হয়।বাইরে থেকে অনেক উপদেশ দেওয়া যায়,সে গুলো অনুভব করার ক্ষমতায় কারো থাকে না।সেদিন মধুরিমার যন্ত্রণা আমিও উপলব্ধি করতে পারিনি।মামুলি কয়েকটা বুলি আওড়ে সান্ত্বনার প্রলেপ দিয়েছিলাম মাত্র।

তারপর ধীরে ধীরে পরিস্থিতি বদলায়।
স্বাভাবিক হলাম একটু একটু করে।ব্রেকাপের ক্ষত সারে না।তবে সময় হল বড় মলম।ক্ষতে প্রলেপ দেয় মাত্র।তোমাকে ভুলতে পারি না শুধু।মানুষ হল নেশার থেকেও ভয়ঙ্কর।তীব্র ভালোবাসার কারণে এক বার যদি কেউ মগজে ঢুকে যায়,সেখান থেকে তাকে বের করা মুশকিল‌।সব ঠিক হয়ে যাবে এমন কথা বড় মিথ্যে।আসলে কিছুই ঠিক হয় না।ভালো আছি এই অভিনয় করে পুরো জীবনটা চালিয়ে দিই।

কলমে:সরজিৎ ঘোষ

আমার ব্যাখ্যা

আমার মনে হয় বিষয়টা লেখক এতটাই সহজসরল ভাবে লিখেছেন যে আলাদা করে আমার ব্যাখ্যার অবকাশ রাখে না। তবে আমি নিজের উপলব্ধি বলতে পারি। আজকালকার এই অতিদ্রুত সময়ের মধ্যে সম্পর্কগুলো যত তাড়াতাড়ি তৈরী হয় ঠিক তত তাড়াতাড়িই ভেঙে যাচ্ছে।সবটাই ভাইরালের যুগ।আর এই যুগে সত্যিই যেন কারো জন্য কারো প্রকৃত দুঃখপ্রকাশ করার সময়কাল নেই।

শ্রাদ্ধ বাড়িতেও লোকে কব্জি ডুবিয়ে খাওয়ার কথা নির্দ্বিধায় বলে আর তো সাধারণ কারো ব্রেকআপ নিয়ে আদেশ কেউ মাথাই ঘামায় না।ঘামায় না ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ ঘটনাটা নিজের সাথে ঘটে যাচ্ছে।আমরা সব সময়ই মিথ্যে স্বান্তনা দিয়ে থাকি। আর এমনই পরিস্থিতি যে সামনের মানুষ টা বুঝেও অবুঝ এর মত ভান করে। কারণ সারা জগৎজুড়েই তো এই হচ্ছে।

সামনে দেখাব,"আহা গো কত দুঃখ পেলাম তোমার দুঃখ শুনে", আর পেছনে ঘুরতেই, "তোমার জীবন তুমি বোঝ। আমার কী?"আসলে আমাদের মুখ আর মুখোশ আলাদাই।যাই হোক অনেক কথা বলে দিলাম।অনেক বাকি রইলো। আবার পরে হবে কখনও।আজ এখানেই শেষ করছি।আবার আসব নতুন কিছু নিয়ে।
ভিডিওগ্রাফিpayelb
ডিভাইসরেডমি নোট ১০ প্রো ম্যাক্স

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাঈ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

আপু আপনি অসাধারণ একটি গদ্য পাঠ করেছেন। খুব ভালো লাগলো কাহিনীটা। আর আপনি খুব সুন্দর করে আপনার কন্ঠ দিয়ে এটি আমাদের মাঝে শেয়ার করেছেন। কন্ঠ প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাধারণ ছিল। ধন্যবাদ আপু অসুস্থতা নিয়েও আমাদের মাঝে গদ্যপাঠ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ বোন পাশে থাকার জন্য।

 2 years ago 

খুব ভালো পাঠ করেছিস তো। শুনতে খুবই ভালো লাগছে। এমন আরো পোস্ট করিস।

 2 years ago 

হ্যাঁ করব।তাও এডিটিং এ একটু ভুল হয়েছে। শরীর টা একদমই ঠিক নেই।

 2 years ago 

আপনি খুবই সাবলীল ভাষায় সুন্দরভাবে আমাদের মাঝে গদ্য পাঠ করেছেন। শুনে সত্যি খুব ভালো লাগলো। আপনার গদ্য পাঠ করা খুবই চমৎকার হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ।

 2 years ago 

গদ্য পাঠ এই প্রথম করলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সরজিৎ ঘোষ যেমন সুব্দর লিখেছেন , তেমনই সুন্দর পাঠ করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ। ❤

 2 years ago 
দিদি শুরুতেই আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থতার মাঝেও গদ্য পাঠ করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দরভাবে সরজিৎ ঘোষের গদ্যটি পাঠ করেছেন। হালকা মিউজিকের সাথে পাঠটি শোনার সময় কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ দিদি এত সুন্দরভাবে গদ্য পাঠ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

ধন্যবাদ দাদা। আজ বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক কিনে আনলাম।আর পারছিলাম না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার গুণের কথা বলে শেষ করার মত নয়। কি সুন্দর সাবলীল ভাষায় কথাগুলো বলে ফেললেন। সত্যি আপু মুগ্ধ হয়ে শুনছিলাম। অসাধারণ বলেছেন আপু। এভাবে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

তোমরা এত উৎসাহ দাও বলেই আমি চেষ্টা করি। পাশে থেকো। অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ছিল সাথে আপনার ফেসের এক্সপ্রেশন ও দারুন ছিল।এই ধরনের আবৃত্তি গুলো বেশ ভালই লাগে।আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দেওয়ায় আরো শ্রুতিমধুর হয়েছে দিদি।

 2 years ago 

ধন্যবাদ ভাই উৎসাহিত করার জন্য।

খুব সুন্দর পাঠ করেছেন। বিশেষ করে আপনার মুখের এক্সপ্রেশন টা অসাধারন ছিল, তার সাথে ছিল অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। সব মিলিয়ে চমৎকার উপস্থাপনা।

এখনকার ওয়েদার এ সবার শরীর কম বেশি খারাপ হচ্ছে। অতি দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।

 2 years ago (edited)

ধন্যবাদ। আরেকটু ভালো হতে পারত। শরীর আর দিচ্ছিলো না বলে বার বার টেরে বেঁকে যাচ্ছিলাম।বাধ্য হয়ে অ্যান্টিবায়টিক খেলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63