DIY তে কিউট বুকমার্ক (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-২১.১১.২০২২
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালোই আছি।আচ্ছা আমার মত আপনাদের কাদের বই পড়ার প্রবল শখ আছে? আমি এক রকম নিজেকে আগে বইপোকাই বলছ অভিহিত করতাম। তবে বর্তমানে এই মোবাইল, স্যোশাল মিডিয়ার কারণে সেই বি প্রেমে একটু ভাঁটা পড়েছে। যেটার জন্য মাঝে মাঝেই বড় উদাসীন লাগে আমার।

আজকালকার প্রজন্মের বিশেষ দেখি না বইয়ের প্রতি সেই ভালোবাসা টা।সবাইই একটু বড় হলেই হাতে বাগিয়ে নিচ্ছে একটা করে মোবাইল ফোন। আর কী? রঙিন এই দুনিয়ায় ঢুকলে কি আর মলাটওয়ালা সাদা-কালোর দুনিয়া ভালো লাগে? মোটেই লাগে না। তবে আমাদের ছোটবেলায় যখন মোবাইলের আধিক্য ছিলো না তখন আমাদের কাছে বই-ই ছিলো সব কিছু। পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই লুকিয়ে পড়া, পরীক্ষা ভালো হলেই বাবার কাছে আব্দার, কখনো ফেলুদা সমগ্র, কখনও পান্ডব গোয়েন্দা সমগ্র, কখনও ব্যোমকেশ আরো কত কী! লিস্ট শেষ হবে না।

097b03ab-7e77-415e-bccd-4c2a96a37dd3.jfif

আচ্ছা, আজকালকার ছেলেমেয়েরাই কি এতটাই বই ভালোবাসে? তাদেরও কি নতুন বই খুললে যে একটা সুগন্ধ ভেসে আসে সেটি মাতাল করে তোলে?
জানি না আর সেই দিনগুলো ফিরে আসবে কি না। তবে এই বই পড়তে গিয়ে বেশ বিড়ম্বনা হত আমার।বুকমার্ক না থাকার কারণে কখনও বইয়ের পৃষ্ঠা হারিয়ে ফেলতাম, আবার কখনও একই পাতা ২ বার করে পড়ে ফেলতাম। তখন তো আর বুকমার্ক বানাতে জানতাম না। এখন জানি। আর এই সমস্যায় যেন আমার মত আর কারো না পড়তে হয় তাই আজ আপনাদের সামনে একটা সহজ পদ্ধতিতে বুকমার্ক বানানোর উপায় নিয়ে এসেছি।


ক্রমিকউপকরণ
সাদা এবং রঙিন আর্টপেপার
আঠা
কাঁচি
রঙিন সেলোটেপ
মার্কার
স্কেচপেন
স্কেল

9a649b26-a768-44fe-bcdd-ff3faf516cc5.jfif



🧚🏻‍♀️প্রণালী🧚🏻‍♀️




🔖প্রথম ধাপ🔖

একটা সাদা আর্টপেপার নিয়ে নিলাম।
02e9f0f1-6f2c-4aef-ade0-ef537b225741.jfif

🔖দ্বিতীয় ধাপ🔖

এবার এই আর্টপেপারে ১০১০ সেমি অর্থাৎ দৈর্ঘ্যে ১০ সেমি ও প্রস্থে ১০ সেমি করে স্কেল দিয়ে মেপে নিয়ে মার্ক করে নিলাম।*

51026dc3-252e-47a8-b0d0-da8b0f7f9305.jfif

🔖তৃতীয় ধাপ🔖

এবার যে মাপ নিলাম সেই মাপ বরাবর কেটে নিলাম পেপার টি।

331718ac-4f62-4d6e-9367-d35e777a6ed7.jfif

🔖চতুর্থ ধাপ🔖

কাটার পর ঠিক এমন দুটো অংশ আসবে। এখান থেকে একটা অংশ নিয়ে নিলাম।

cdd039e7-2e0c-4c75-a275-160ba60b6474.jfif

🔖পঞ্চম ধাপ🔖

এবার কৌণিক বিন্দু বরাবর যুক্ত করে ভাজ করে নিলাম পেপার কে।

d821405b-948b-4de0-8664-e38b755438d4.jfif

🔖ষষ্ঠ ধাপ🔖

আবার কোনাকুনি আরেকটি ভাজ করলাম।

74ac9e26-cda1-49b2-990d-c365383591c5.jfif

🔖সপ্তম ধাপ🔖

এবার শেষ ভাজ টা খুলে নিচের দিকের অংশকে ঠিক ছবিতে যে ভাবে দেখিয়েছি সেভাবেই উপরে তুলে দিতে হবে।

61fbaaef-459a-4310-98d6-f505b8e7023e.jfif

🔖অষ্টম ধাপ🔖

এবার উপর থেকে যে দুটো মাথা বেড়িয়ে থাকবে সেই দুটো কে ভাজ করে নিচের বিন্দুতে লাগিয়ে দেব।

4deb7032-3934-4cd2-871b-e328ad847686.jfif

🔖নবম ধাপ🔖

দুটো দিক ভাজ করার পর ঠিক এমন দেখাবে পেপার টি।

2265dcdf-28bf-40f5-8fd3-827442895e8a.jfif

🔖দশম ধাপ🔖

এবার শেষ যে অংশগুলো নামালাম সেগুলোর নীচেই পকেটের মত অংশ দেখতে পাব।দুটো মাথা ধীরে ধীরে সেই পকেটের মধ্যে ঢুকিয়ে দেব।

5fdf30e7-8fee-42e8-ad51-3e7e5932aa9a.jfif

🔖একাদশ ধাপ🔖

পকেটে ঢোকানোর পর জিনিসটা দেখতে এরকম হবে।

eaaa8e55-90bd-409b-9405-68ffafa1e79a.jfif

🔖দ্বাদশ ধাপ🔖

এবার একটা রঙিন সেলোটেপকে কেটে নিলাম।

25b479c4-d8c1-4683-9514-17f867b26564.jfif

🔖ত্রয়োদশ ধাপ🔖

সেলোটেপটিকে ত্রিকোণাকারে কেটে নিলাম। এবং জোড়ার মাঝ বড়া বড় কেটে নিলাম।

ec3efbf9-b2c8-40b9-8673-cfa83ba0aeda.jfif

🔖চতুর্দশ ধাপ🔖

ছবির পছন্দ মত চোখ, গোঁফ একে নিলাম।এই বিষয়টাকে একটু কিউট বানানোর জন্য।

d73715c2-d610-4426-b7b1-2e3199c11412.jfif

🔖পঞ্চদশ ধাপ🔖

আকাশী আর্টপেপার কেটে দুটো কান বানিয়ে নিলাম। ব্যাস তৈরী হয়ে গেলো আমার কিউট বুকমার্ক।

c185506a-d654-41d2-a6fb-3fdb0571776f.jfif

এবার একই পদ্ধতিতে আমি আরো ৩ রঙের তিনটে আর্টপেপার কেটে নিলাম।

47753637-603c-4c72-b82c-2f05a43de188.jfif

যেগুলো দিয়ে আরো ৩টে বুকমার্ক বানিয়ে পছন্দমত আরো কিউট বানিয়ে নিলাম বুকমার্কগুলো।

81bd8482-db0a-42a5-ad57-280f56ee354f.jfif

🔖সর্বশেষ ধাপ🔖

চারটে বুকমার্কই শেয়ার করলাম আপনাদের সাথে। এর মধ্যে একটা তো আমার ব্যাক্তিগত ভাবে সবচেয়ে বেশী পছন্দ কারণ সেটাকে আমি একটু পিকাচুর মত বানানোর চেষ্টা করেছি। পিকাচু আমার সবচেয়ে প্রিয় পোকেমন। আপনার প্রিয় পোকেমন কোনটি? 😀

0179a4a6-7e5d-44ce-9f66-9f3f2ab9561a.jfif

এবার দেখিয়েদি যে বইয়ের কোণায় লাগিয়ে দিলে ঠিক কেমন দেখাবে এগুলোকে!

94c56386-34ea-4c5e-8320-d525b64ea3e0.jfif

তাহলে বন্ধুরা!আমার বানানো বুকমার্ক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কখনও এই ভাবে অথবা অন্যভাবে বুকমার্ক বানিয়েছেন কি না সেটাও জানাবেন। আজ এখানে শেষ করছি। আবার আসব নতুন কোন পোস্ট নিয়ে। সকলে ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাঈ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

সত্যি দিদি আমরা যেভাবে বইকে ভালবেসে পড়েছি, এই জেনারেশন মোবাইল কে ভালোবেসে নিয়েছে। এসব বলে আর লাভ নেই।আপনার বুক মার্কটা আমার খুব ভাল লাগলো। আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধাপে ধাপে দেখিয়ে দিলেন, খুব ভাল ছিল।অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

একদমই তাই। ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু এখন প্রজন্মের ছেলেরা বই ছেড়ে এরা মোবাইল ধরেছে।আমাদের সময় কালটা অনেক ভাল ছিল ওই সময় মোবাইলের মধ্যে আমরা বেশি আকৃষ্ট ছিলাম না।আমরা বইয়ের উপরে নির্ভরশীল ছিলাম। যাই হোক আপনার বুকমার্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বইয়ের প্রেম কমে যাওয়া বড্ড খারাপ লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। এই মোবাইল এসে আমাদের মাঝ থেকে বই পড়ার প্রবণতা কেড়ে নিয়েছে। আমার যখন ফোন ছিলোনা তখন আমি প্রতি সপ্তাহে পাঠাগার থেকে বই নিয়ে পড়তাম। কিন্তু এখন মোবাইলেই ডুবে থাকি সারাদিন। যাক বুক মার্ক এর ইউনিক ডিজাইন দেখলাম। আমরা বানাতাম একটু অন্য ভাবে। খুবই সিম্পল। তবে আপনার বানানোটা একদম পার্ফেক্ট হয়েছে দিদি।

 2 years ago 

একদমই তাই। আমরা যতটা ছোটবেলা বই পাগল ছিলাম। এখন সব বাচ্চারা ততটাই মোবাইল পাগল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু আগেকার দিনের মতো এখনকার মানুষের হাতে আর তেমন বই দেখা যায় না। তবে যারা ভালোবাসে তারা এখনো ভালবাসে। মোবাইল ফোন হওয়ার কারণে বইএর এর প্রতি মানুষের আকর্ষণটা মনে হয় একটু কমে যাচ্ছে। আবার আগের মত হলে মনে হয় ভালোই হতো। আপনি কিন্তু বুক মার্কটি দারুণ তৈরি করেছেন। এই বুকমার্কগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে খুবই কিউট লাগে। আপনি কিন্তু অনেক নিখুঁত করে বানিয়েছেন ভালো লেগেছে বেশ। কালার গুলা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

হ্যাঁ দিদি এটা আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু এখনকার ছেলে মেয়েরা একটু বড় হলেই দামি দামি মোবাইল নেওয়ার নেশায় মক্ত থাকেন।কি আর বলবো এই প্রজন্ম যে কোথায় গিয়ে থামে সেটাই ঈশ্বর ছাড়া আর কেউ জানে না।তবে আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটা হচ্ছে বুকমার্ক তৈরি করা।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদমই তাই। ধন্যবাদ দিদি।

 2 years ago 

যারা নিয়মিত বই পড়েন তাদের জন্য বুকমার্ক একটি প্রয়োজনীয় বিষয়। খুবই চমৎকার হবে আপনি বুকমার্ক গুলো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো এসব প্রজেক্ট তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে এছাড়া পোস্ট করার সময় উপস্থাপনায় একটু সমস্যা হয়। তারপরও আপনি সবকিছু বাধা অতিক্রম করে সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ তবে সংখ্যা টা অনেক কম এখন। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63875.92
ETH 2747.99
USDT 1.00
SBD 2.65