নতুন বছর, নতুন ব্যানার(১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-২০.০১.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালই আছি। আজ আমি আপনাদের সামনে নতুন বছরের প্রথম প্রতিযোগিতা নিয়ে চলে এলাম। এত ব্যস্ততার মধ্যেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের উপস্থিতি টুকু ধরে রাখতে চাই। এটাই পুরস্কার। জেতা না জেতা পুরোটাই আমার কাছে সাময়িক।কিন্তু খাটাখাটনি করে নিজেকে তুলে ধরাটা সবথেকে বেশি জরুরী। নতুন বছরের প্রথম প্রতিযোগিতার টপিক হিসেবে বেশ চ্যালেঞ্জিং একটা টপিক পছন্দ করা হয়েছে- "নতুন বছর,নতুন ব্যানার"। জানিনা কতটা পেরেছি, তবে মন-প্রাণ থেকে চেষ্টা করেছি। নিজের মতো করে কল্পনার জগতের চিন্তাভাবনা গুলোকে বাস্তবায়িত করার। বাকিটা সমস্তই আপনাদের উপরে।আপনাদের পছন্দ হলেই আমার জয়। নয়তো আরো ভালো করে চেষ্টা করতে হবে। থেমে পড়লে চলবে না বন্ধু। আজকের এই প্রতিযোগিতায় কি করব?ভাবতে ভাবতে ঠিক করলাম পুরোটা ড্রইং করব না।খানিকটা ক্রাফটের ছোঁয়া এতে থাকবে। সেই কারণে ভাইকে(কাকার ছেলে) ফোন করে বললাম আমাকে কয়েকটা বট পাতা দিয়ে যা। সে দেখি হঠাৎ করেই একটা বট গাছের ছোট ডাল নিয়ে হাজির। সেখান থেকে পছন্দমত তিন-চারটা পাতা নিয়ে নিজের কাজ শুরু করলাম। প্রথমে পাতাগুলোকে ধুয়ে নিয়ে সেগুলোকে শুকোতে দিলাম। শুকিয়ে যাওয়ার পরেই আসল কাজ শুরু হল।

41787b5d-3752-4521-ba4b-d7a2cce9fbc0.jfif

চলুন আপনাদের সাথে এই কাজের ধাপগুলো সুন্দর করে ভাগ করেনি।

ক্রমিকউপকরণ
বটপাতা
ফেব্রিক রং
মার্কার পেন
পেন্সিল
আর্টপেপার
আঠা
স্কেল



☘️প্রণালী☘️


☘️প্রথম ধাপ☘️

শুকিয়ে রাখা বট পাতাগুলোর উপরের অংশতে সবুজ ফেব্রিক রং করে নিলাম।

0ea242cf-49b7-4d23-849b-0c6aea03afbd.jfif

☘️দ্বিতীয় ধাপ☘️

সব পাতাগুলোকে রং করে খানিকক্ষণ এভাবে শুকোতে রেখে দিলাম। একটু রোদ খেলে ভালো হবে। পাতাগুলো খানিকটা নরম হবে, তারপর একটু চাপ পড়লেও ফাটার সম্ভাবনা থাকবে না।

d23812c8-5798-41d3-8ea6-7920fa27ac17.jfif

☘️তৃতীয় ধাপ☘️

একটি গোলাপী রঙের আর্ট পেপার নিয়ে নিলাম এবং তার চারদিকে পেন্সিল দিয়ে বর্ডার করে নিলাম।

9eb62e80-ef8e-4c02-a918-63a8f10d9b35.jfif

☘️চতুর্থ ধাপ☘️

এবার বটপাতাগুলোর উপরে মার্কার দিয়ে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।

00267cec-9294-4707-8579-87b7bc55ab8f.jfif

☘️পঞ্চম ধাপ☘️

বটপাতা গুলোর উপরে বিভিন্ন রঙের ফেব্রিক দিয়ে ডিজাইন করার চেষ্টা করলাম।অতিরিক্ত হিজি বিজি ডিজাইন করিনি।

81eac8ea-b963-4938-8d28-18c7b0d83e2f.jfif

☘️ষষ্ঠ ধাপ☘️

সব বট পাতায় এক ডিজাইন করিনি। যেমন এই বট পাতা স্টার ডিজাইন করার চেষ্টা করেছি।

403bf3ba-17fa-48fe-a49c-efcfdbe65ef3.jfif

☘️সপ্তম ধাপ☘️

এই বট পাতায় চারটি রং দিয়ে ফিউশন ডিজাইন করার চেষ্টা করেছি।

a6ce6d50-2612-480a-80ed-4c13cd3e2cc1.jfif

☘️অষ্টম ধাপ☘️

এই বট পাতাতে লিখে দিলাম- "সৃজনশীলতাই শক্তি। সৃজনশীলতার পরিপূর্ণ করি নিজের ব্লগইং ক্যারিয়ারকে।"
সাথে অ,আ, ক,খ লিখে দিলাম। যেটা আমাদের ব্লগের মূল বৈশিষ্ট্য।

b607a0c7-3629-4a03-bf64-d661370addf3.jfif

☘️নবম ধাপ☘️

এবার পাতাগুলোতে পেছনের দিকে আঠা লাগিয়ে আর্ট পেপারে লাগিয়ে দিলাম।

3084d85f-9064-4074-b440-846464fbc438.jfif

☘️দশম ধাপ☘️

পাতাগুলোকে এভাবে লাগানো হলো।

571b3849-569e-4a6b-90c6-0851d1026ed7.jfif

☘️একাদশ ধাপ☘️

আর্ট পেপারের উপরের দিকে ব্যানারের মতো "আমার বাংলা ব্লগ" লিখে দিলাম।যেটা এই কম্পিটিশনের মূল বক্তব্য।

25bc1515-bd77-4131-b4e3-a9fb24b4c10b.jfif

☘️দ্বাদশ ধাপ☘️

এবার বর্ডার টা কে একাধিক রঙে রং করে দিলাম। সাথে কালো রঙ দিয়ে একটা বর্ডার করে দিলাম।

cd4a15f7-3aa1-434a-ac6c-f8bd69556f7b.jfif

☘️ত্রয়োদশ ধাপ☘️

এবার লেখাটা কেও একইভাবে একাধিক রঙে সুন্দর করে রং করে দিলাম।

73fc32bd-5158-4af2-8b01-4ed0485a2180.jfif

☘️চতুর্দশ ধাপ☘️

লেখার চারপাশে কালো রং দিয়ে বর্ডার করে দিলাম। যাতে একটু আকর্ষণীয় হয়।

a2c6ad47-8de5-436c-8233-22c911235df2.jfif

☘️পঞ্চদশ ধাপ☘️

এবার মোবাইল থেকে স্টিমিট ব্রাউজার ওপেন করলে যে জেনারেল ওয়াল টা দেখায় সেটা বানানোর চেষ্টা করলাম।

bc40e130-27ea-49a2-9480-634d837deb42.jfif

☘️ষোড়শ ধাপ☘️

ওয়ালপেপারটা বানানো হলে পুরো ব্যাপারটা দেখতে খানিকটা এমনই হয়। তবে সাদা কাগজে আরেকটু ভালো ফুটে উঠত।

a1d6a61b-0876-455f-a3d1-dab7c3a80410.jfif

☘️শেষ ধাপ☘️

পাতাগুলোর চারিদিকে হলুদ রং দিয়ে একটু বর্ডারের মত করে দিলাম। যাতে পাতাগুলো আরেকটু প্রমিনেন্ট দেখায়।আর নিচে নিজের সাইন করে দিলাম।

a7d3c8b4-d98b-40f9-82a3-481c986d6fcb.jfif

আজ এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

প্রথমে তো দূর থেকে দেখে বুঝতে পারছিলাম না ভিতরে কি লেখা আছে। পরে জুম করে দেখি আমার বাংলা ব্লক কমিউনিটির হোমপেজে চলে গেছে। আসলে আইডিয়াটা দারুন এবং ইউনিক ছিল। এদিকে আবার বট পাতা আর ফেব্রিক রং ব্যবহার করেছেন এর জন্য ব্যানারটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যানার তৈরির প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে বট পাতা এবং ফেব্রিক রং দিয়ে অনেক সুন্দর করে একটি ব্যানার তৈরি করেছেন আমার বাংলা ব্লগের।দেখতে অনেক সুন্দর হয়েছে ব্যানারটি।সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি ব্যানার তৈরি করেছেন এবং নিজস্ব ক্রিয়েটিভিটিকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন।আমার বাংলা ব্লগ ব্যানার তৈরি করার মাধ্যমে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনার এ প্রতিযোগিতার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো। দেখতে মনে হচ্ছে এটি একটি আমার বাংলা ব্লগের ট্রেন্ডিং পেইজ। আর এটি কিছুটা আর্টের পাশাপাশি ক্রাফ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

বাহ সুন্দর হয়েছে।বটের পাতা ব্যবহারটা আলাদা মাত্রা যোগ করে দিয়েছে।
এবিবি তে ঢুকলেই এই পেইজের ছবি ভেসে ওঠে সবার আগে।দারুণ ছিল উপস্থাপনা, শুভ কামনা জানাই।

 2 years ago 

বাহ!! আপনার ক্রাফটের প্রশংসা না করে পারলাম না। স্টিমিটের হোম মেন্যু আমার বাংলা ব্লগ এখন আপনার ক্রাফটে! পাতায় লেখা আমার বাংলা ব্লগ সুন্দর হয়েছে দিদি। ধৈর্য নিয়ে কাজটি করেছেন 🌼

 2 years ago 

দিদি নতুন বছরে নতুন প্রতিযোগিতায় স্বাগতম ৷ আর অনেক ব্যস্ততার পরেও যে অংশগ্রহণ করেছেন সেটা সত্যি ভালো লাগলো ৷ আপনি যে আমার বাংলা ব্লগের একদন প্রেমিক ইউজার তার প্রমান ৷
যা হোক আসলে অনেক ভালো লাগলো ৷ আপনি বট পাতা দিয়ে রং ও পেন্সিল আর্ট পেপার ইত্যাদি দিয়ে দারুন একটি বেনার বানিয়েছেন ৷ সত্যি বলতে অসাধারণ হয়েছে দিদি ৷
সর্বোপরি আপনার জন্য শুভকামনা রইল আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সার্থক হোক ৷

 2 years ago 

আর্ট দেখে মনে হচ্ছে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির হোম পেইজে রয়েছি। অনেক সুন্দর হয়েছে আপু, বিশেষ করে পাতার উপরে অঙ্কন করা দৃশ্যটি বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

দিদি প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিয়োগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনার সুন্দর সৃজনশীলতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ চমৎকার একটি আইডিয়া ছিলো আপনার ৷ অনেক সুন্দর ভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির হোমপেজ শেয়ার করেছেন ৷ বিশেষ করে বট পাতায় আর্ট গুলো ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে বাংলা ব্লগ কমিউনিটির আর্ট তৈরি করেছেন। আপনি যে ব্যানারটি তৈরি করেছেন তা দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার ব্যানারটি আমার কাছে ইউনিক লাগছে। আপনি খুব সুন্দর করে পাতার উপরের রং করে সুন্দর আর তৈরি করেছেন। আপনার তৈর ব্লক ব্যানার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

দিদি আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো। আপনি নতুন ও ইউনিক একটি ব্যানার করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে খুব ভাল লেগেছে।আপনি বট পাতা ও রঙ দিয়ে খুব সুন্দর আমার বাংলা ব্লগ ব্যানার করলেন।ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58444.83
ETH 2537.94
USDT 1.00
SBD 2.49