কেমন লাগলো হামি-২ সিনেমা (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তারিখ-০৬.০১.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভালোই আছি। কিছুদিন আগেই আপনাদের কাছে আমি ২৫শে ডিসেম্বর হামি টু সিনেমা দেখতে যাওয়ার কিছুটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এবং এটাও বলেছিলাম যে সিনেমাটির রিভিউ আমি আপনাদের মাঝে ভাগ করে নেব।আজকে চলে এলাম হামি টু সিনেমার রিভিউ নিয়ে। সিনেমাটার নামটা শুনে কেমন একটা বাচ্চাদের আদুরে ব্যাপার বোঝাই যাচ্ছে। কারণ 'হামি' শব্দটা বাচ্চারাই ব্যবহার করে। যেটা আলতো স্নেহের চুম্বন বোঝায়। 'হামি' সিনেমাটা রিলিজ হয়েছিল ২০১৮ সালে এবং সিনেমাটি বক্স অফিসে যথেষ্টই জায়গা করে নিয়েছিল কৌতুক তথা শিক্ষণীয় বিষয়বস্তু নিয়ে।এবার "হামি টু" ২০২২ এ যেটা রিলিজ করল সবাই মনে আশা করে নিয়ে গিয়েছিল যে এটাও হয়তো কৌতুক রস মেশানো হবে এবং শিক্ষনীয় হবে। সত্যি বলতে 'হামি'র তুলনায় 'হামি টু' তে সেরকম ভাবে কৌতুক রস তৈরি করতে পারেনি। তবে শিক্ষনীয় একটা জায়গা ছিলোই।

4f493333-a631-42cd-9f14-16607273a863.jfif

চলে আসি সিনেমার গল্পটা নিয়ে-
সিনেমাতে লাল্টু মন্ডল(শিবপ্রসাদ মুখার্জী) যার হার্ডওয়ারের দোকান আছে তার দুই ছেলে সিদ্ধার্থ( ঋতদ্বীপ সেনগুপ্ত)এবং সুগত(শ্রেয়া সাহা) আর তার স্ত্রী মিতালী মন্ডল(গর্গী রায়চৌধুরী)। সিদ্ধার্থ ছোট থেকেই পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে। সেটা যে কোন বই হোক, সবরকম বই তার খুব পছন্দের। আর সে তার বাবাকে বলে তার পছন্দের সমস্ত রকম বই কিনিয়ে নেয়। সিদ্ধার্থের মধ্যে একটা জন্মগত অলৌকিক গুণ আছে।সে যে কোন সংখ্যা, সে তা যত বড় সংখ্যাই হোক না কেন, অংক করতে পারে খুব তাড়াতাড়ি। আর তারি গুন কে দেখে সকলেই ভীষণভাবে মুগ্ধ।এভাবে খুব সাধারণ জীবন যাপন চলছিল তাদের। সিদ্ধার্থ এবং সুগত একে অপরের প্রাণ। সুগত তার দাদার মতো অত বুদ্ধিমান না হলেও, তার এরোপ্লেনের প্রতি ভীষণ পরিমাণে টান। যে কোন এরোপ্লেনের যেকোনো রকম ডিটেলস তার জানা।

eeb75913-09b8-42b1-8886-49614d63de51.jfif

এরপরই টার্নিং পয়েন্ট আসে ট্যালেন্টান্টিং কিছু রিয়ালিটি শো তে সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই সিদ্ধার্থর সাথে পরিচয় হয় খুবই গরীব একজন চাষীর মেয়ে রুকসানা আলী মির্জার( অরিত্রিকা চৌধুরী)সাথে।রুকসানারও সিদ্ধার্থর মতনই এই বিস্ময়কর গুণ আছে। সে সমস্ত অংক খুব তাড়াতাড়ি কষে ফেলতে পারে।এভাবেই ট্যালেন্ট হান্টিং রিয়েলিটি শো তে সিদ্ধার্থ এবং রূকসানা ভীষণ ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু যখন সিদ্ধার্থ জানতে পারে রুকসানার ঠাকুমা অসুস্থ, তখন সে ট্যালেন্ট হান্টিং শো ইচ্ছে করেই হেরে যায়। যাতে সমস্ত টাকাটা রুকসানা পায়।

add3a8c5-3603-40b5-9a61-e77edd7d5aef.jfif

তারপর আবার একটি ট্যালেন্টাইন্টিং শো হয় সেখানে রুকসানা এবং সিদ্ধার্থ একসাথেই অংশগ্রহণ করে এবং ফাইনাল পার্টিসিপেন্ট হিসেবে রুকসানা এবং সিদ্ধার্থই থেকে যায়।অবশেষে বেশ কিছু ভালো মুহূর্তের মধ্যে দিয়ে তাদের মধ্যে কেউ একজন জয়ী হয়। ওভারল গল্পটা এখানে পুরোটা বর্ণনা করলাম না। কারণ প্রত্যেকবারের মতনই বলবো স্পয়লার হতে চাই না। আপনারা অবশ্যই সিনেমাটি দেখবেন।আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।

bb8761e7-ae97-40e0-8d8b-cb56e97624cc.jfif

এবার আসি আমার মতামত নিয়ে-
সত্যি বলতে যদি 'হামির' মত এখানেও হিউমোর খুঁজতে আসেন তাহলে হতাশ হবেন। কারণ এখানে হিউমোর অনেকটাই কম।তবে শিক্ষনীয় কিছু বিষয় অবশ্যই আছে। যেমন শিশু মনে সাম্প্রদায়িক নোংরামো গুলো আসে না। তারা শুধু ভালো বন্ধু বোঝে।মানবিকতা বোঝে। ভালবাসার ভাষা বোঝে। মা বাবাদের মধ্যে যতই কম্পিটিশন থাকুক না কেন, দুটো ভালো বন্ধুর মধ্যে কখনোই তা হয় না। দ্বিতীয়ত, এই ধরনের ট্যালেন্ট হান্টিং রিয়ালিটি শো এর জন্য অনেক বাচ্চার ভবিষ্যৎ এবং ছেলেবেলা মা-বাবার প্রত্যাশার নিচে চাপা পড়ে যায়। তারা তাদের শৈশবটাকে বাঁচতেই পারে না।

36f3849c-6a85-44c6-a3ec-7b962c75d6bc.jfif

তৃতীয়ত তুলনা আসে। অর্থাৎ একজন বাচ্চা খুব বেশি ট্যালেন্টেড হলে তার ভাই বা বোনের উপর কি ধরনের মানসিক অত্যাচার চলতে পারে, সেই আরেকজন কিভাবে আলাদা হয়ে যেতে পারে সবার মধ্যে থেকেও কিভাবে তাকে আলাদা অনুভব করানো হয় সেগুলো সবটাই খুব সুন্দর ভাবে এখানে তুলে ধরা হয়েছে।নিতাই জ্যাঠার(অঞ্জন দত্ত) চরিত্রটা সত্যিই অসাধারণ। তিনি এখানে খানিকটা অনুঘটকের কাজ করেছেন সিদ্ধার্থ কে বোঝানোর জন্য। সব মিলিয়ে হিউমোর বাদ দিলে আমার কাছে সিনেমাটা বেশ ভালো লেগেছে।

7715151d-fd49-4f99-a170-02f0c5b64b00.jfif

সিনেমাহামি-২
ডিরেক্টরশিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়
প্রডইউসরউইন্ডোজ
IMDb রেটিং৭.৪/১০
আমার রেটিং৭/১০
রিলিজ ডেট২৩.১২.২০২২

[স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে অফিশিয়াল ট্রেলার থেকে।]

আজ এখানেই শেষ করছে বন্ধুরা। রিভিউটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবার আসবে নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

Sort:  
 2 years ago 

আপনি আমাকে এর আগেও বলেছিলেন হামি-২ দেখার জন্য বন্ধুবান্ধব মিলে গেছিলেন।অনেক ভাল করছেন এক সাথেই খুব সুন্দর একটি মুভি দেখে আমাদের সাথে রিভিও দিতে এসেছেন। তবে আমার কথা হচ্ছে যে আমাদের এমন কিছু দেখা উচিত যেখান থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করতে পারি।রিভিউ পোস্ট এর মাধ্যমে জানতে পেরেছি যে বাচ্চাদের জন্য সুন্দর একটি শিক্ষনীয় মুভি। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো মুভি। দেখতে চাইলে আমায় টেলিগ্রামে নক করবেন।আমি পাঠাবো।

 2 years ago 

বাচ্চাদের জন্য ভালই শিক্ষনীয় একটি মুভি এটি। যদিও আমি এই মুভিটি এখনো দেখিনি কিন্তু আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। সময় পেলে মুভিটি দেখে নিব। কারণ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুভির রিভিউ সবার মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপনা করে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদমই তাই। অনেক ধন্যবাদ। 😌

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40