লক্ষ্মী পুজো উপলক্ষ্যে আল্পনা আঁকার(১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-০৯.১০.২০২২
নমস্কার বন্ধুরা
ঈশ্বরের আশীর্বাদে আশা করি সকলে ভালো আছেন।সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। সকলের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। আর মা লক্ষ্মীর কৃপায় খুব তাড়াতাড়ি বিট কয়েনের মূল্য ভালো হোক। 😊 বাঙালী হিন্দু রীতি অনুসারে সকলেই জানেন যে লক্ষ্মী পুজোতে আল্পনা আঁকা হয় ঘরে ঘরে খড়িমাটি দিয়ে।আমার মা ও আজ বাড়িতে আল্পনা দেবে।আমি ভাবলাম মা বাড়িতে দিক। আমি না হয় খাতায় আল্পনা দি। এই ভেবেই আজ আপনাদের সামনে কল্পনার একটা ডাজাইন নিয়ে এলাম।

47a41a8b-f410-4b42-980a-9b5d1b12d644.jfif

ক্রমিক নংউপকরন
খাতা
পেন্সিল
ইরেজার
পেন
কম্পাস
স্কেচপেন
স্কেল

a7c3ccbf-5064-4bcb-b47d-fc871d67fcf0.jfif

প্রণালী

প্রথম ধাপ

খাতার চারিদিকে মার্জিন টেনে নিলাম।

দ্বিতীয় ধাপ

এবার নিচের ডানদিকে কোন বরাবর কম্পাস বসিয়ে ঠিক খাতার যতটা জুড়ে আল্পনা আঁকতে চাই, ততটাই অর্ধবৃত্ত আঁকতে হবে।
bd0de6d8-fe0a-47ed-abed-a047155946e2.jfif

তৃতীয় ধাপ

প্রথমে একদম নিচের ডিজাইন বানিয়ে নিলাম।প্রথমে যদিও ভেবেছিলাম পুরোটাই কালো সাদা করব। কিন্তু সবরকম রঙ সাথে থাকায় আর লোভ সামলাতে পারলাম না।
a412c30f-a90d-465d-9fba-d1f11e191830.jfif

চতুর্থ ধাপ

এবার লাল কালি দিয়ে ডিজাইন করলাম। যদিও পরে মনে হল বাইরে টা লাল থাকুক আর ডিজাইন টা কালো বর্ডার দিয়েদি।
e466b055-6706-4c95-8bdd-5a8eb6f72a95.jfif

পঞ্চম ধাপ

এই ধাপে নীল রঙ দিয়ে ডিজাইনটা করলাম আর সবুজ রঙ দিয়ে পাতাগুলো বানালাম।
b0f42df7-8138-4f12-afa7-ad921a5e6862.jfif

ষষ্ঠ ধাপ

পাতা টা কমপ্লিট করে তার উপরের V আর উল্টো V ডিজাইনটা আঁকলাম।
7eba6aff-46e4-4f41-ba03-cd0ea715f274.jfif

সপ্তম ধাপ

এবার বাকি ডিজাইনগুলো এঁকে রং করলাম। আর অবশ্যই কালো দিয়ে বর্ডার দিতে হবে। তাহলে আরো ফুটবে।
96fa99a1-ee14-464c-bc77-03f1a43d74b2.jfif

অষ্টম ধাপ

এবার ফাইনাল টাচ হিসেবে ফাঁকা জায়গা গুলো ভরাট করে দিলাম যাতে কম্প্যাক্ট দেখায় বিষয় টা।
47a41a8b-f410-4b42-980a-9b5d1b12d644.jfif

আমার আঁকা ছবিটা কেমন লাগলো জানাবেন।আর ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন।সকলে ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

আলপনা দেওয়া আমার খুবই পছন্দের কাজ গুলোর মধ্যে একটি।ভালো লাগছে দেখতে।

 2 years ago 

অনেক ধন্যবাদ বোন।

 2 years ago 

নতুন এক ক্রিয়েটিভিটি দেখতে পারলাম আপনার মাঝে। খুবই চমৎকার একটি আলপনা অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার আম্মা বাড়িতে আলপনা দিয়েছে আর আপনি দিয়েছেন খাতায় এটা জেনে খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করা যাবেন বলে আশা রাখি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। ❤

 2 years ago 

লক্ষী পূজা উপলক্ষে খাতায় আপনি খুব সুন্দর একটি আলপনা তৈরি করেছেন। দিদি আলপনা টি খুব সুন্দর হয়েছে।আলপনাটি বিভিন্ন কালার করায় আরও সু্ন্দর হয়ে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি।

 2 years ago (edited)

সকলের ভালো লাগলেই আমার সফলতা। ধন্যবাদ। 😊

 2 years ago 

লক্ষীপুজা উপলক্ষে বিভিন্ন রঙ্গের সংমিশ্রণে সুন্দর একটি আল্পনা একেছেন। প্রতিটি ধাপ অনেক সহজ করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে আল্পনা একেছেন। এটা দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কখনো এরকম আলপনা আর্ট করা দেখি নাই। তবে আজকে আপনার কাছ থেকে প্রথম দেখলাম। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Hi, @payelb,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

লক্ষ্মী পুজো উপলক্ষ্যে আপনার অংকন করা আলপনাটি খুবই ভালো হয়েছে দিদি। বাড়ির মেঝেতে লক্ষ্মী পুজোর সময় এই ধরনের রংবেরঙের আলপনা দেখা যায়। খুবই ভালো লাগে এগুলো দেখতে।

 2 years ago 

আমাদের বাড়িতে মা আল্পনা এঁকেছে। তবে মোজাইক করা মেঝেতে পরিস্কার বোঝা যায় না। ধন্যবাদ। 😊

 2 years ago 

মোজাইক করা মেঝেতে পরিষ্কারভাবে বোঝা যায় না এটা আমিও দেখেছি। অনেক ছোটবেলায় গ্রামের বাড়িতে মাটির মেঝেতে এই ধরনের আলপনা করতে দেখতাম সেইগুলো বেশ সুন্দর ফুটে উঠত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68383.66
ETH 2646.07
USDT 1.00
SBD 2.72