শারদীয়া কন্টেস্ট ১৪২৯,আমার অষ্টমী পর্ব(১০% @shy-fox এর জন্য এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তারিখ-০৪.১০.২০২২
নমস্কার বন্ধুরা
আশাকরি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। আমিও ভালোই আছি।সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার পোস্টটা শেয়ার করছি। আজ আপনাদের সামনে উত্তর কলকাতার সাবেকিয়ানা দেখাতে নিয়ে এলাম। আপনারা অনেকেই হয়তো জানেন যে উত্তর কোলকাতার পুজো যতটা না থিমের জন্য বিখ্যাত, তারচেয়েও বেশী বিখ্যাত নিজেদের বনেদিয়ানার জন্য।উত্তর কোলকাতার কিছু প্যান্ডেল থিম ভালো করেছে কিন্তু বেশীরভাগ পুজোতেই প্রতীমা সুন্দর করেছে।তাহলে রইলো থিম এবং পুজো মেলানো কিছু ছবি।

Picsart_22-10-04_22-47-01-225.jpg

প্রথম ছবি

1c95fe90-b083-40f8-9934-383525a9b271.jfif
এই ছবিটি হল টালা ১৫ পল্লীর। বিজয়ীরা পুরষ্কার তুলে রেখেছেন এবং আনন্দের রঙে নিজেদের রাঙিয়ে নিয়েছেন।

তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/huts.village.grazes

f75da39d-152c-4bd3-aadc-844357dba68b.jfif
আলো দিয়ে মুক্তোর মালা। পাজল সাজিয়ে মুখের অবয়ব সামনেই।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

fa334030-6317-4d9b-8c53-ed4e74b269e3.jfif
পাঠ কাঠি, দড়ি দিয়ে সাজিয়ে বাক্স বানানো হয়েছে আর তার মধ্যেই আলো জ্বালানো হয়েছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

09a33b17-ae20-4314-85f6-fe639638fd11.jfif
ওই ত্তো মা কে দেখা যাচ্ছে! দুপাশের গাছ দেখতে পাচ্ছেন? সেগুলো কাঠি দিয়েই বানানো।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

566ec580-9233-46b8-b5e0-0bae260b59b9.jfif
এখানে কনসেপ্ট দেখানো হয়েছে শিবের নাভি কমলে দূর্গা আসীন। মূলতঃ বিষ্ণুর নাভি কমলে এইরূপ ভাবে ব্রহ্মাদেব আসীন থাকেন পৌরানিক কাহিনী অনুসারে।মায়ের মুকুট, গহনা সবটাই মাটির তৈরী।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

দ্বিতীয় ছবি

c36ca253-d209-41ba-a20f-0053c6868a11.jfif
টালা প্রত্যয়ের প্যান্ডেল এটি। কাঁচ এবং আলোর খেলা বানানো হয়েছে।এখানে। আলোর জন্যই আরো ফুটে উঠেছে মন্ডপ টি।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/horns.buckling.relocated

8b76f714-81f5-437c-a284-47cd6452de66.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

9a0b129b-e4bd-4c6c-b1c5-4f505747a2b6.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

e37c46a6-95cb-4605-b5f4-f3c9019eb8ee.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

4938cc60-c359-4c6b-a3b6-01436a68a405.jfif
মায়ের মূর্তিটি ঠিক দেখতে পৌরাণিক শক্তির দেবীর মতই।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

তৃতীয় ছবি

78b4327a-fe26-46e9-ac87-f6b2be56f1d3.jfif
টালা বারোয়ারির পুজো এটি। যে বেত দিয়ে ঝুড়ি বানায় সেই বেত দিয়েই শঙ্কুর আকারে ঝুড়ি বানানো হয়েছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/change.cashew.unzipped

fa8a87a9-41f0-4afb-8262-7c72feb0293c.jfif
পুরোটাই বেড়া এবং বেত দিয়ে বানানো।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

391cfdba-36b3-4eb9-a5f8-241da17e8d6f.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

cd8290fd-7ae4-4584-b080-2ddfdf43ff1a.jfif
মায়ের মূর্তি টি ব্ল্যাক পলিশ মেটালে তৈরী এবং পেছনের স্ট্রাকচার পুরোটাই বেতের।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

চতুর্থ ছবি

ccd36566-b1d3-402a-b63d-2ba459e1c99c.jfif
নলিনী সরকার স্ট্রিটের পুজো এটি। বাঁশের স্ট্রাকচার করেছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/divider.confetti.unloaded

45bfc30a-14cc-4e7a-a682-6d8fb0c8463b.jfif
মা দূর্গা কে যোগিনী যোদ্ধা রূপে দেখিয়েছে এরা।গৈরিক বসন পরিহিতা।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

পঞ্চম ছবি

1fa15c39-c75e-45d0-9d08-61cead457e38.jfif
হাতিবাগান নবীন পল্লীর পুজো। দেখতেই পাচ্ছেন প্যান্ডেল বলতে এখানে টিনের পোড়ো ঘরবাড়ি দেখানো হয়েছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/rise.officer.depravity

172f9e8e-b143-4798-a417-60f91ce6c86a.jfif
খুবই নিম্নবিত্ত একজনের বাড়ি যেমন হয় ভেতরটা ঠিক তেমনই।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

1901c52a-a006-4d26-bd6b-a77bde524aa6.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

74dfb2e1-34e2-4bc4-8482-34a79b8e1b61.jfif
মা কে দেখুন। একজন জনম দুখিনী মা হিসেবে দেখিয়েছে। তবে ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগে নি।এতে মায়ের আসল সত্তা নষ্ট হয়।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

ষষ্ঠ ছবি

ab25133c-fabb-47bc-b404-24c9ff4de621.jfif
শিকদার বাগানের প্যান্ডেল। খুবই ছিমছাম প্রেজেন্টেশন।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/natively.shatters.plunger

76334681-952f-4b38-9078-7e8f18255bb2.jfif
দেখুন লাইট দিয়ে কি সুন্দর মায়ের অবয়ব বানানো হয়েছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

cb98a19f-10c5-4f31-a7cf-33ec1b7c14e9.jfif
এখানে ঐতিহাসিক যুগে পাথর দিয়ে মায়ের মূর্তি যে ভাবে বানানো হতো ঠিক সেই অবয়ব দেওয়া হয়েছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

সপ্তম ছবি

feb434a0-f698-4381-aa6a-ece2f174ce16.jfif
কাশী বোস লেনের মন্ডপ। চালা টা বালি দিয়ে কারুকার্য করা হয়েছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/resources.satin.zoomed

fc71bf6b-1ad1-4ac8-8d68-a182634101b0.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

afa0adbb-26b3-4f34-ae26-163c74e72081.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

1e04fbdc-81bd-4478-873f-df7055baca3f.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

e7724298-3105-4de0-8019-8fa42be39449.jfif
মাকে লাল পাড় সাদা শাড়ি পরানো হয়েছে। এবং মা নৃত্যের ভঙ্গিতে রয়েছেন।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

অষ্টম ছবি

55830146-7b85-41c8-b763-d1963ae91c04.jfif
চোর বাগানের থিম হল সাইন্স ফ্রিকশন।দেখুন উপরের বোর্ডে সব লেখা আছে।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/uncle.intend.sobs

59f3bba4-f1e3-43e9-a9cf-f0b1f948d845.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

8372391d-352f-43e9-9ff3-d8229bf0bfec.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

08665a9a-4682-4c02-8a88-36c82359bdcb.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

e819b64a-e0d0-48f1-ae30-3cb43419dfdc.jfif
মায়ের মূর্তি দেখুন। ঠিক যেনো রাজ মাতা। আমার সব থেকে প্রিয় এখনও পর্যন্ত।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

নবম ছবি

271cd189-5198-4c29-8340-639e99e5f8c0.jfif
এটি আমাদের সকলের পরিচিত আর প্রখ্যাত জায়গা তা হল কুমার টুলি সার্বজনীন।দেখতে পারছেন উপরে অনেকের নাম লেখা আছে? এটা পূর্বপুরুষদের একটা ট্রিবিউট দিয়েছেন কুমারটুলির শিল্পীরা।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/typified.circulate.revised

e7aa1d36-ec49-468b-9205-8e17cbc5e016.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

962cf050-5769-4701-9e46-160987e14df4.jfif
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

6052a8cb-bc4c-4a8b-8655-869bf36e52f2.jfif
হাতেরকাজ দেখুন শীল্পির।কি অসাধারণ।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

দশম ছবি

673f4953-595a-41ae-bde3-b6391deb7359.jfif
এটি দেখুন বিখ্যাত একটি প্যান্ডেল তা হল আহেরিটোলা। থিম ছিলো মিউজিক সামনে রেডিও এবং গ্রামোফোন রাখা।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।
লোকেশন-
https://what3words.com/candle.talkers.schematic

b6d58275-bd76-4447-91dc-8fb83336d289.jfif
মা ব্রহ্মময়ীর যে রূপ দেখতে পাচ্ছেন তা এক কথায় অবর্ণনীয়। আমার এখন মনে হচ্ছে এই বর্ণনা ভাষায় বোঝানো যাবে না। মা অপরূপা।
তারিখ-০৩.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স।

সত্যি কথা বলতে সপ্তমী, অষ্টমী পর পর দু রাত জেগেই কাটিয়েছি। কারণ দিনের বেলা ঘুরলে আলোক সজ্জা দেখা যায় না। আর সন্ধ্যে বেলা ভিড়টাও বেশী থাকে। আর আমার বাড়িও কোলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। কিন্তু সব রকম প্রতিকূলতার পরও প্রতি বছরই পুজোতে ঘুরতে ভালোই লাগে। এখন পারলেও, একটা বয়সের পর তো আর পারব না। তাই চেষ্টা করি বিখ্যাত জায়গা গুলো দেখার। আপনাদের ভালো লাগলে আমার এই পরিশ্রম আরো সফল হবে। এখনএখানেই শেষ করলাম। আবার আসব।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

থিম পুজোর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আসলে আমাদের এদিকে হয়তো এভাবে কখনো পুজো হয় না। তাই তো কখনো দেখার সৌভাগ্য হয়নি। প্রত্যেকটি ফটোগ্রাফি যেন এক একটি আলাদা রকমের সৌন্দর্য। আপু আপনি এই জায়গা গুলোতে ঘুরেছেন এবং আপনার কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখেছেন দেখে সত্যি ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফির মাধ্যমে পুজো উৎসবের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ বোন।❤

 2 years ago 

আপু পুজোর থিম এমনকি প্রত্যেকটা ছবি অসাধারণ তুলেছেন। আমার কাছে বেশি ভালো লাগলো যেগুলো বেড়া এবং বেতের তৈরি। প্রত্যেকটা বিষয় খুব সুন্দর ভাবে আলাদা আলাদা ভাবে দেখিয়েছেন। আমি এরকম কখনো দেখিনি। প্রত্যেকটা থিম খুবই সুন্দরভাবে সাজানো। আর আলোকসজ্জা গুলো দেখতে অপরুপ লাগছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনাদের ভালো লাগলেই সফলতা।

 2 years ago 

আসলে কি বলবো আপনার পুরো পোস্ট দেখে সত্যিই আমি খুব আনন্দিত হলাম।
প্রথমে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই মহাষ্টমীরতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। পূজার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দেখে সত্যিই আমার কাছে খুব ভালো লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

পুজোর প্যান্ডেল থেকে তোলা ফটোগ্রাফি গুলো সত্যিই খুব অসাধারণ হয়েছে। উপস্থাপনায় কোন কমতি নেই। আপনার এই পোস্ট পুরস্কার প্রাপ্ত হয়েছে শারদীয় কনটেস্টে সেজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন।

 2 years ago 

🙂🙂 অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।

 2 years ago 

ইউ আর অলসো ওয়েলকাম দিদি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60708.09
ETH 2619.74
USDT 1.00
SBD 2.58