উপলক্ষ্য-২৩ এবং ২৬শে জানুয়ারি(১০% @shy-foxএবং ৫% @abb-charity এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-২৫.০১.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ব্যস্ততার মধ্যে আস্তে আস্তে ভালো থাকার চেষ্টাও করছি। অবশেষে ভাইয়ের অর্থাৎ মাসির ছেলের অপারেশনের সমস্ত কিছু শেষ হয়েছে। তার সেলাই কাটানো, বায়োপ্সি রিপোর্ট আনা সবটাই সম্পূর্ণ করলাম। এখন একটু নিশ্চিন্ত। তবে ৩০শে জানুয়ারির পর থেকে আরো সমস্ত সমস্যাগুলো থেকে এক ধাপ এগিয়ে আসতে পারবো। আমার জন্য নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন তিরিশে জানুয়ারি সত্যেরই জয় হয়।যাই হোক বেগতিক লাইনের কথা এখন বলে লাভ নেই। আমি বরং যে বিষয়ে বললে কমিউনিটিতে একটু কাজে লাগতে পারবো,সে বিষয়টা বলি। গত ২৩শে জানুয়ারি নেতাজির জন্ম দিবস ছিল। নেতাজি শুধু ভারতবর্ষ নয় অখণ্ড ভারতের একজন বীর, সাহসী নেতা ছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী,নেতাজি কে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। যেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং গর্বের বিষয়। আবার আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি থেকে ভারত বর্ষ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। কারণ এই দিনে ভারত স্বাধীনভাবে নিজের সার্বভৌমত্ব গ্রহণ করে। দেশের এই দুটো স্মরণীয় দিন উপলক্ষে দুটো দিনের মাঝামাঝি আজকের দিনটাই আমি পছন্দ করে নিলাম এই গানটা খাওয়ার জন্য।একটা ছোট গান সেরকম কোনো বিপ্লব আনতে পারবে না কারো মধ্যেই। আর আমার দক্ষতা এতটা নয় যে আমি হাজার হাজার লোকের মধ্যে দেশাত্মবোধক চেতনার উদয় করতে পারবো। তবুও কিছু না করার চেয়ে, কিছু করা ভালো। এটা আমি মনে করি। সেই ভেবেই গানটা গাইছি।

70309d00-203d-4a57-b66f-c9e3aebffbe9.jfif

উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা,
উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা,
দুঃখ দৈন্য সব নাশি
করো দূরিত ভারত-লজ্জা,
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা,
কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে।

জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে,
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।

কাণ্ডারী নাহিক কমলা
দুঃখলাঞ্ছিত ভারতবর্ষে,
শঙ্কিত মোরা সব যাত্রী
কালসাগর-কম্পন-দর্শে,
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে।

জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।

ভারত-শ্মশান করো পূর্ণ
পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে,
দ্বেষ-হিংসা করি চূর্ণ
করো পূরিত প্রেম-অলি-গুঞ্জে,
দূরিত করি পাপ-পুঞ্জে, তপঃ-তুঞ্জে
পুনঃ বিমল করো ভারত পুণ্যে।

জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।

ভারতবর্ষের গরিমার গান এটি। অতুল প্রসাদ সেনের লেখা। দেশমাতৃকাকে জাগ্রত করার ছোট্ট একটি প্রয়াস মাত্র।আর দেশমাতৃকাকে জাগ্রত করা মানে তার সন্তানদের জাগ্রত করা। আমার এই গানটা গাওয়ার সময় বারবার গায়ে কাঁটা দিচ্ছিল। হয়তো এটাই দেশের প্রতি ভালোবাসার উদাহরণ দেশকে যে ভালোবাসে না তার কোন অধিকার নেই সে দেশে বসবাস করার। দেশকে মা জ্ঞানে পূজো না করলে, শ্রদ্ধা না করলে সে দেশের প্রতি একরকম বিশ্বাসঘাতকতা করা হয়। এদেশে প্রথম চোখ খুলেই নিজের জন্মদাত্রী মাকে দেখতে পেয়েছি। যে দেশের খাবার খেয়ে তুমি এত বড় হয়েছো, বায়ুতে শ্বাস-প্রশ্বাস নিয়েছো, সেই দেশের প্রতি যতটুকুই কর ততটুকুই হয়তো কম। কতটুকুই বা আমরা এই মাটির জন্য করতে পারি? দেশের জন্য করা মানে দেশের মানুষের জন্য করা।অর্থাৎ আমরা যদি নিজেদের সামর্থ অনুযায়ী দেশ মাতৃকার প্রতি নিজেকে অর্পণ করি, তাহলে দেশের ও দশের মঙ্গল।আর "জন্মালাম-বড় হলাম-নিজের জন্য করলাম-মরে গেলাম। "এটাই কি আমাদের জীবনের চক্র হওয়া উচিত?
নাকি এমন কিছু করা উচিত যাতে আরো দুটো লোক আমাকে মনে রাখে? আমাদের ভালো কাজই আমাদের অন্য লোকেদের মনে অমর করে রাখতে পারবে। ঠিক যেমন নেতাজি। অনেকেই নেতাজীকে আমাদের মন থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তা পারেননি। কারণ দেশের প্রতি তার নিজেকে নিয়োজিত করা এবং নিজেকেই দেশের জন্যই অর্পণ করে দেওয়া, তা তিনি পেরেছিলেন। যদি আমরা সত্যিই দেশের প্রতি দায়বদ্ধ হয়ে থাকি তবে নিজের কর্মের প্রতি অবশ্যই একনিষ্ঠ থাকবো।
আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার উপস্থাপনা অবশ্যই জানাবেন। আবার আসবে অন্য কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57307.38
ETH 2434.94
USDT 1.00
SBD 2.32