পাঠ-একটি মোরগের কাহিনী (১০% @shy-fox এর জন্য)
তারিখ-৩০.১২.২০২২
নমস্কার বন্ধুরা
একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল
বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে,
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়
আরো দু'তিনটি মুরগীর সঙ্গে।
আশ্রয় যদিও মিলল,
উপযুক্ত আহার মিলল না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটাল সেই মোরগ
ভোর থেকে সন্ধে পর্যন্ত-
তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত।
তারপর শুরু হল তাঁর আঁস্তাকুড়ে আনাগোনা;
আর্শ্চর্য! সেখানে প্রতিদিন মিলতে লাগল
ফেলে দেওয়া ভাত-রুটির চমৎকার প্রচুর খাবার!
তারপর এক সময় আঁস্তাকুড়েও এল অংশীদার-
ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু'তিনটে মানুষ;
কাজেই দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে।
খাবার! খাবার! খানিকটা খাবার!
অসহায় মোরগ খাবারের সন্ধানে
বার বার চেষ্টা ক'রল প্রাসাদে ঢুকতে,
প্রত্যেকবারই তাড়া খেল প্রচণ্ড।
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে-
'প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার'!
তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল,
একেবারে সোজা চলে এল
ধব্ধবে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে ;
অবশ্য খাবার খেতে নয়
খাবার হিসেবে
এটা কিন্তু আপনি সত্যি বলেছেন সুকান্ত ভট্টাচার্য খুবই অল্প বয়সে মারা যান আমাদের এই বাংলা সাহিত্যে তার অবদান অনেক। আপনার গান কবিতা আবৃতি সবগুলোই আমার কাছে শুনতে ভীষণ ভালো লাগে। আপনার মিষ্টি কন্ঠে এরকম কবিতা আবৃতি বিভিন্ন ধরনের গান শুনলে মনটা ভরে যায়। দুই থেকে তিনবার আমি আপনার এই আবৃতি শুনেছি। এই আবৃতি টি সত্যিই ভালো ছিল। আজকেও আপনি দেখছি খুবই সুন্দর একটা আবৃত্তি করেছেন যা শুনে মনটা ভরে গেল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে। ❤
হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন সুকান্ত ভট্টাচার্য খুব কম বয়সে তিনি মারা যান। কিন্তু বাংলা সাহিত্যে তার অবদান কিন্তু অপরিসীম। তার লেখা কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর। আপনি আমাদেরকে যে কবিতাটি শেয়ার করেছেন এই কবিতাটিও পড়ে দেখলাম অনেক সুন্দর একটি কবিতা। আপনি খুব সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই।
চমৎকার আবৃত্তি ছিলো দিদি , শুনে বেশ ভালো লাগলো ৷ আসলেই সুকান্ত ভট্টাচার্য খুবই কম বয়সে দেহত্যাগ করেন কিন্তু বাংলা সাহিত্যে তার অবদান অনেক ৷ আর তাদের স্ট্রাগল গুলোর কথা ভাবলে তাদের প্রতি বিরাট শ্রদ্ধা জাগে। যাই হোক সুকান্ত ভট্টাচার্যের রচিত 'একটি মোরগের কাহিনীর আবৃত্তি আপনার থেকে শুনে অনেক ভালো লাগলো ৷ চমৎকার ছিলো আবৃত্তি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ ভাই।
আপনি তো দেখছি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী আবৃত্তি করেছেন। শুনেই মনটা ভরে গেল একেবারে। আসলে আমি কবিতা পড়তে যেমন ভালোবাসি আবৃত্তি ও তেমনি ভালবাসি শুনতে। আপনি উপস্থাপনাও করেছেন আবার আবৃত্তিও করেছেন সত্যি অসাধারণ ছিল এক কথায়। যাই হোক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ দাদা