ফুড ডুডলের ছবি আঁকলাম।(১০% @shy-fox দাদার জন্য এবং ৫% abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সকলকে!

আশা করি ঈশ্বরের আশির্বাদে সকলে ভালো আছেন। বেশ কয়েকদিন ধরেই @rme দাদা কে দেখছি দারুণ সব টেস্টি খাবারের ছবি শেয়ার করছেন।দেখেই জিভে জল চলে এসেছে। কাল রাত ২ টোর সময়ও বসে বসে ওই ছবি দেখেছি আর ঢোক গিলেছি। ভাবছিলাম জোম্যাটো বা সুইগি যদি এই রাতে ডেলিভার করত খাবার তা হলে কি ভালোই না হত!পরশু দিনের ছবি দেখেই মনে মনে ঠিক করলাম এবার খাবার নিয়েই একটা কিছু আঁকি। যেই ভাবা সেই কাজ।

a63f03bf-eba7-4ab0-a4ec-5a38733c2fc1.jpg

আজ আপনাদের সামনে একটু অন্য রকম পেইন্টিং নিয়ে হাজির হলাম। হ্যাঁ এটা ডুডল্। আমার ছোট থেকেই ডুডল্ ভীষণ ভালো লাগে।কিন্তু কোনদিনই আঁকার সাহস করে উঠতে পারি নি।আর আমার কাছে ডুডল্ আঁকার পেন ছিলো না। এখনও নেই।ডুডল্, জেন্টাঙ্গেল এগুলো বেশ লাগে।আজ তাই কিছু বেসিক ফুড ডুডল্ নিয়ে হাজির হলাম।কেমন হয়েছে জানাবেন অবশ্যই।আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমায় উৎসাহ জোগায় আরো কিছু ক্রিয়েটিভিটি দেখানোর।নীচে আমি এক এক করে বর্ণনা করছি প্রতিটা ধাপ।

উপকরণ

১.একটি নোটবুক
২.একটা পেন্সিল,
৩.একটা ইরেজার এবং
৪.একটা কালো কালির কলম।
49faf1bd-55a4-46d5-bb48-43838a105d5a.jpg

প্রণালী

প্রথম ধাপ- প্রথমে উপকরণগুলো নিয়ে নিলাম।আর নোটবুকের নীচে একটা বোর্ড রাখতে হবে।যাতে আঁকতে সুবিধে হয়।

দ্বিতীয় ধাপ-প্রথমেই আমি পিজ্জা, ক্যাপসিকাম এবং বোতল এঁকে নিলাম পেন্সিল দিয়ে।
0e48cdd2-3efe-4655-9c81-4f6388e4c611.jpg

তৃতীয় ধাপ- এরপর মাঝবরাবর 'doodle' কথাটা লিখে নিলাম। সাথে মাছ,টমেটো, ন্যাসপাতি এবং কেক এঁকে নিলাম।
58695377-889a-47cb-af78-84401f422226.jpg

চতুর্থ ধাপ- এরপর আরো কিছু জিনিস এঁকে নিলাম। এই ভাবে নোটবুকটা পুরোটাই পছন্দ মত খাবারের ছবিতে ভরিয়ে দিলাম। নিচে আমি পর পর সব স্টেপগুলো মেনশন করেছি।
3d1ceff7-ac1d-44b7-8dc6-eb6fe5aadaba.jpg

পঞ্চম ধাপ-
7f2383e1-1e79-4af9-8d4c-78ae74e560f4.jpg

ষষ্ঠ ধাপ-এরপর আসে পেন দিয়ে ভরাট করার পালা।নীচের ধাপ গুলো দেখলে আশা করি বুঝতে পারবেন আমি কি ভাবে ধীরে ধীরে ছবিগুলো কে পেন দিয়ে স্কেচ করেছি এবং হাল্কা শেড করেছি।
893cbb6a-a112-46a1-9a08-2dee6dc96de4.jpg

সপ্তমধাপ-
e0b2de23-b294-4f0d-b1b8-9ad73b024d46.jpg

অষ্টম ধাপ-
851a24ad-36e8-450f-bcd9-37df40c4d67f.jpg

নবম ধাপ-
fc5a0851-5eae-4204-999b-76a96a911702.jpg

দশম ধাপ-এবার সর্বশেষ 'ডুডল্' লেখাটাকে আরেকটু ঠিক করব আর নিজের সাইনটা করব।
f87aa2f9-7e83-4410-9900-f60fb48311f5.jpg

আমার আঁকা কিউট এবং মিনি ডুডল্ সমাপ্ত।কেমন লাগলো জানাবেন অবশ্যই।তবে আরো এমন পোস্ট নিয়ে আসব।সকলে ভালো থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ইউনিক একটা আর্ট। প্রণালি উপস্থাপন খুবই সুন্দর। ভালো লাগলো আপনার এই ইউনিক আর্ট টই। এমনই নতুন কিছু আর্ট আপনার থেকে আরো আশা করবো।ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো যে আপনার ভালো লেগেছে। চেষ্টা করব আরো ভালো কিছু করার।

 2 years ago 

ফুড ডুডলের ছবি আর্ট সুন্দর হয়েছে আপু। দাদা কয়েকদিন থেকেই লোভনীয় সব খাবারের ছবিগুলো শেয়ার করছেন। তাই সবার লোভ লেগেছে। যাই হোক আপু আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ বোন আপনাকে। কাল রাতে দাদার আপলোড করা ছবি দেখে দেখে আমার ঘুমোতে প্রায় ৩ টে বেজে গেছিলো।😝

 2 years ago 

খুব সুন্দর হয়েছে। একদম স্টিকারের মত ছবি গুলো হয়েছে। বেশ ইউনিক ।

 2 years ago 

ধন্যবআদ আপনাকে সাপোর্ট করার জন্য। ❤

 2 years ago 

অসাধারণ কিছু ছবি গুচ্ছ আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন । শিল্পির হাতের তুলিটাও যেন কথা বলে । আমি অবশ্য মাঝে মাঝে ব্যার্থ চেষ্টা করি । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপনার পোস্ট আমি দেখেছি। যথেষ্টই দক্ষ কাজ। আপনার ব্যস্ত সময়ের মাঝেও যে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি তা ই অনেক টা পাওনা।ধন্যবাদ আপনাকে।😊

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41