DIY - এসো নিজে করি : "তুলোর পাখি" // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,
আশাকরি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি তুলোর "পাখি" বানাবো ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

পাখি সরাসরি আমাদের উপকার করে। পাখি শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, উদ্ভিদের সার জোগান থেকে শুরু করে বনভূমির পোকা নিয়ন্ত্রণ করে আমাদের পাখি।বলতে পারেন পাখি কৃষকদের সবচেয়ে উপকারি বন্ধু ।পাখি ফসল উৎপাদনে সহযোগিতা করেন। পাখি আছে বলেই কৃষকরা চাষাবাদ করে ফসল ফলাতে পারে।পাখিরা নদী ও খাল বিল, ফসলের মাঠের পোকা খেয়ে থাকে। নদী ও বিল এলাকার পলি মাটি বৈচিত্র্যময় ফসল চাষে যেমন উযোগি তেমনি ফসলি জমিতে পোকা খেয়ে কৃষকের ফসল উৎপাদনে সহায়ক হয়।ফসলের জন্য পাখি কৃষকের খুবই উপকার করে থাকে।পাখি কৃষকের বন্ধু।

আজকে আমি তুলো দিয়ে "পাখি" তৈরি করলাম।

পাখি।

IMG_20211202_032327.jpg

      উপকরণ
●  সাদা তুলো
●  অল্প নীল রঙের কাগজ
●  অল্প সাদা কাগজ 
●  রঙিন তুলোর বল
●  ফেভিকল
●  কাঁচি
●  রঙীন টিপ

IMG_20211202_050342.jpg

ধাপ ১:
● প্রথমে একটি তুলোর রোল নিলাম ,তুলো রোল টা কে খুলে কিছুটা তুলো কেটে নিলাম তারপর কাটা তুলো কে একটি কোনা ধরে বিভিন্ন ভাগে আলাদা করে নিলাম।
IMG_20211201_030914.jpg

IMG_20211201_030942.jpg

IMG_20211201_031010.jpg

ধাপ ২:
● তুলোর কিছু অংশ টা নিলাম,ওকে কুচি কুচি করে আবার একসাথে করে নিলাম। এইবার ওই তুলোর উপরে ভাগ করার তুলো টা কে লাগিয়ে নিলাম।
IMG-20211130-WA0069.jpg

IMG-20211130-WA0071.jpg

ধাপ ৩:
● ভাগ করার তুলো লাগানোর পর ওই তুলোকে হালকা ভাবে নিচুন করে তুলোর মধ্যে ফেভিকল লাগিয়ে চেপে নিলাম।
IMG-20211130-WA0067.jpg

IMG-20211130-WA0065.jpg

IMG-20211130-WA0064.jpg

ধাপ ৪:
● ফেভিকল লাগানোর পর ওই তুলো কে দুটির হাথের মাঝখানে রেখে তুলো কে চার দিকে ঘুরিয়ে গোল করে নিলাম ।এইবার তৈরি হয়ে গেল পাখির মাথা।
IMG-20211130-WA0062.jpg

IMG-20211130-WA0061.jpg

ধাপ ৫:
● আবার তুলোর কিছু অংশ নিলাম,কিন্তু এইবার একটু বেসি তুলো নিলাম ,আবার ওকে কুচি কুচি করে একসাথে করে নিলাম। আবার ওই তুলোর উপরে ভাগ করার তুলো টা কে লাগিয়ে নিলাম।

IMG-20211130-WA0080.jpg

IMG-20211130-WA0082.jpg

ধাপ ৬:
● আবার ভাগ করার তুলো লাগানোর পর ওই তুলোকে, উপরে একটু মোটা আর নিচনে একটু সরু রেখে লম্বা ভাবে নিচুন করে টেনে তুলোর মধ্যে ফেভিকল লাগিয়ে চেপে হালকা উপর দিকে উঠিয়ে নিলাম।
IMG-20211130-WA0083.jpg

IMG-20211130-WA0084.jpg

IMG-20211130-WA0086.jpg

ধাপ ৭:
● এইবার পাখির তৈরি করার মাথা নিলাম, ওর এক দিকে ফেভিকল লাগিয়ে , তৈরি করার তুলোর মোটা ভাগে উপর দিকে মাথা টা কে লাগিয়ে নিলাম।তৈরি হয়ে গেল আমাদের পাখির শরীর।
IMG_20211201_183315.jpg

IMG_20211201_183355.jpg

IMG_20211201_183432.jpg

ধাপ ৮:
● এইবার একটি গোলাপি রঙের তুলোর বল নিলাম। বল টি কে আস্তে আস্তে করে লম্বা আর চওড়া দিকে খুলে নিলাম।
IMG_20211201_185439.jpg

IMG_20211201_185340.jpg

IMG_20211201_185407.jpg

ধাপ ৯:
● আবার গোলাপি রঙের খোলা তুলো কে আধেক তিকে একটু কম চওড়া ভাবে ,পাখির লেজের জন্য কেটে নিলাম,তারপর তুলোর কাটার ভাগ কে একদিক দিয়ে হাল্কা সরু করে অল্প কেটে নিলাম ।
IMG_20211201_190206.jpg

IMG_20211201_190842.jpg

IMG_20211201_190236.jpg

ধাপ ১০:
●এইবার ছোট একটি রঙিন কাগজ নিয়ে চতুষ্কোণ ভাবে কেটে নিলাম, তারপর কাটা চতুষ্কোণ কাগজের উপরে ফেভিকল লাগিয়ে লেজের সরু ভাগের উপরে লাগিয়ে নিলাম।
IMG_20211201_192924.jpg

IMG_20211201_192832.jpg

IMG_20211201_192856.jpg

ধাপ ১১:
● এবার শেষ ভাগ গোলাপি রঙের তুলো কে নিলাম,তুলো কে চওড়া ভাবে মাঝখান দিয়ে দুটি ভাগ কেটে নিলাম। একটি কাটা তুলো কে নিয়ে ডিম্বাকৃতি আকারে গরূৎ জন্য কেটে নিলাম,এইভাবে ডিম্বাকৃতি আকারে দুটি তুলো কেটে নিলাম।
IMG_20211201_194202.jpg

IMG-20211130-WA0044.jpg

IMG_20211201_194249.jpg

ধাপ ১২:
● এইবার অল্প রঙিন কাগজ নিয়ে,কাগজ কে ডিম্বাকৃতি আকারে দুটি কেটে নিলাম।এইবার কাটা কাগজের উপরে ফেভিকল লাগিয়ে ডিম্বাকৃতি আকারে তুলোর নিচুন ভাগে লাগিয়ে নিলাম।এইভাবে দুটি গরূৎ উপরে লাগিয়ে নিলাম।
IMG_20211202_020833.jpg

IMG_20211202_020901.jpg

IMG_20211202_021034.jpg

IMG_20211202_021048.jpg

ধাপ ১৩:
●এবার পাখির তৈরি করার গঠন নিয় ওর পেছনে তৈরি করা লেজ এবং দুদিকে গরূৎ কে ফেভিকল দিয়ে লাগিয়ে নিলাম।
IMG_20211202_022125.jpg

IMG_20211202_021720.jpg

IMG_20211202_021750.jpg

ধাপ ১৪:
● আবার একদম ছোট একটি চৌকো কাগজ নিয়ে ওকে শঙ্কু আকারে ঘুরিয়ে ফেভিকল লাগিয়ে নিলাম।এইবার কাগজের উপর দিকে একটু কেটে নিলাম।তৈরি হয়ে গেল পাখির চঞ্চু ।
IMG_20211202_023337.jpg

IMG_20211202_023436.jpg

IMG_20211202_023525.jpg

IMG_20211202_023630.jpg

ধাপ ১৫:
● এইবার পাখির চঞ্চুর উপর দিকে ফেভিকল দিয়ে পাখির মাথার একটু নীচে সাম্মের দিকে লাগিয়ে নিলাম।
IMG_20211202_025422.jpg

IMG_20211202_025454.jpg

ধাপ ১৬:
● পাখির চোখ বানানোর জন্ন রঙিন টিপ ব্যবহার করলাম,যে কোনো একটি রঙে দুটি টিপ নিলাম।আইবার টিপ দিয়ে পাখির দুটি চোখ বানিয়ে নিলাম।
IMG_20211202_030226.jpg

IMG_20211202_030255.jpg

IMG_20211202_030330.jpg

ধাপ ১৭:
● অল্প সাদা কাগজ নিলাম তারপর কাগজ কে ছোট গোল করে দুটি কেটে নিলাম তারপর টিপের উপরে হালকা ফেভিকল দিয়ে গোল কাগজ কে দুটি চোখের মাঝে লাগিয়ে দিলাম।
IMG_20211202_030544.jpg

IMG_20211202_030525.jpg

IMG_20211202_030453.jpg

IMG_20211202_030425.jpg

           ● সমর্থন ভিডিও

● ব্যাস তৈরি হয়ে গেল আমার "পাখি"।
IMG_20211202_032352.jpg

● এইভাবে আমি দুটি "পাখি " তৈরি করলাম।
IMG_20211202_035622.jpg

● আমার মাতৃ ভাষা বাংলা নয়ে হিন্দি আছে। যদি অজান্তেই কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনি আবার দেখান আপনার হাতের কাজটি খুব অসাধারণ, আমি সত্যিই প্রশংসা করি আপনি এটি তৈরি করেন।
আপনার ইতিমধ্যে যা আছে সব ধরে রাখুন।

 3 years ago 
  • তুলা দিয়ে এত সুন্দর করে পাখি তৈরি করা যায়,আমি আগে জানতাম না। আপনি অনেক ইউনিক একটা পোস্ট করেছেন, আপনার অসাধারণ সৃষ্টিশীল মনোভাব রয়েছে যেটি আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। অনেক সুন্দর এবং গুছিয়ে আমাদের মাঝে পোস্টটি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনার জন্য।
 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। ‌ গতকালকেও একটা তুলোর পাখি দেখেছিলাম। আজকে আবার আপনার কাছে দেখলাম দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার পাখিগুলোও যেন মনে হচ্ছে। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

 3 years ago 

তুলা দিয়ে আপনি খুব সুন্দর একটি পাখি তৈরি করেছেন। অসাধারণ হয়েছে আপনার এই পাখিটি। আপনার অনেক প্রতিভা রয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর হবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা টি দেখে যে কেউ খুব সহজে আরেকটি পাখি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য ।অনেক অনেক শুভকামনা রইল।

অসাধারণ হয়েছে আপু আপনার তুলা দিয়ে পাখি তৈরির কাজটি।পাখিগুলো খুব কিউট লাগছে।তুলা এবং খুব সুন্দরভাবে ভাবে কাজটি করার জন্য পাখিটি একদম সত্যিকারের মনে হচ্ছে।ধাপে ধাপে তৈরির পদ্ধতি এবং উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার তুলোর পাখিটি খুবই চমৎকার হয়েছে ।পাখিটি সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন ।যে টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তুলো দিয়ে এত সুন্দর একটি পাখি তৈরি করা যায় এটা আমার জানাই ছিল না ।আপনারটা দেখে ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই শিখে নেওয়া যায় কিভাবে তুলোর পাখি বানাতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার তুলোর পাখিটি সত্যি আমার এত পছন্দ হয়েছে এবং দেখে মনে হচ্ছে যেটি সত্যিকারের একটি পাখি। আপনি এই পাখিটি বানানোর মধ্য দিয়ে আপনার সৃজনশীলতার চূড়ান্ত ব্যবহার করেছেন। এই এই পাখিটি যে কারো কাছে পছন্দের প্রথম সারিতেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পাখি ধাপে ধাপে বানানোর প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

তুলা দিয়ে খুব সুন্দর একটি পাখি তৈরি করেছেন। প্রাকৃতিক দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। পাখিটা আমার খুবই ভালো লেগেছে। সৃজনশীল ১ টি পোস্ট করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

সত্যিই অসাধারণ আপনি কি সুন্দর একটি চমৎকার পাখি বানিয়েছেন। কি বলব আমি তো একেবারে মুগ্ধ হয়েছি আপনার কাজ দেখে। এই কাজটি যদিও বা খুব সহজ ছিল না, কিন্তু আপনি ধাপে ধাপে কত সহজ ভাবে এটি উপস্থাপন করেছেন আপনার পোষ্টের মাধ্যমে। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয় , আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কিছু করে দেখাবেন ইনশাল্লাহ।

 3 years ago 

আপু আপনি দৃষ্টিনন্দন একটি পোস্ট করেছেন। তুলা দিয়ে পাখি তৈরি সত্যি আপু আমি অবাক হয়ে গেলাম। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বুঝিয়ে লিখেছেন যা পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61155.34
ETH 2383.47
USDT 1.00
SBD 2.56