DIY - এসো নিজে করি : ফটো স্ট্যান্ড // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা।
আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন থেকে আমার শরীর বেশ ভালো ছিল না সেই কারণে আমি আমার পরিচিতি পোস্ট দেওয়া পর এখন প্রজন্ত কোন পোস্ট করতে পারিনি এটা নিয়ে আমি অত্যন্ত দুঃখিত। আশা করি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব আজকে পর থেকে আমি আমার বাংলা ব্লগে নিয়মিত পোস্ট করব।
আজকে আমার প্রিয় বন্ধুর জন্মদিন। তার নাম কৃতিকা। শরীর খারাপ থাকার কারণে এতদিন বাড়িতেই ছিলাম। বাড়িতে থেকে ভালো লাগছিল না তাই একটি শিল্প কাজ করে ফটো স্ট্যান্ড তৈরি করলাম আমার বন্ধু কে দেওয়ার জন্য।
ফটো স্ট্যান্ড
উপকরণ
বিভিন্ন রঙের আর্ট পেপার
নীল রঙের গ্লিটার পেপার
নীল রঙের লিকুইড গ্লিটার
একটি বোরো কাঠি
স্কেল
কাগজ কাটার
কম্পাস
পেন্সিল
আঠা
কচি
খালি জলের বোতল
শুকনো বলি
৬ খানা যেকোনো ছবি
ধাপ ১:
প্রথমে একটা খালি জলের বোতল নিলাম। বোতলের নিচ থেকে 5 ইঞ্চি মার্ক করে কেটে দিলাম।
ধাপ ২:
হলুদ রঙের কাগজ নিয়ে কাটা বোতলের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে নীল রঙের গ্লিটার পেপার কে সরু ভাবে কেটে উপর এবং নিচে বর্ডারে লাগিয়ে দিলাম।
ধাপ ৩:
একটা ছবি নিয়ে তাকে কাটিং করে দুটো বর্ডারের মাঝখানে লাগিয়ে দিলাম। তারপরে বোতলের ভেতরে শুকনো বালি দিয়ে দিলাম।
ধাপ ৪:
হলুদ রঙের বড় কাগজ নিয়ে তাকে মাঝখান দিয়ে কেটে দিলাম। তারপরে আমি একটি কাঠি দিয়ে কাগজের স্টিক তৈরি করলাম।
ধাপ ৫:
গোলাপি রঙের কাগজকে সরু ভাবে কেটে স্টিকের উপরে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এভাবেই আমি ৬ টি স্টিক তৈরি করলাম।
ধাপ ৬:
হলুদ রঙের কাগজকে চৌকো ভাবে কেটে তাকে ভাঁজ করে এবং পেন্সিল দিয়ে আকার করে কেটে কাগজের ফুল তৈরি করে দিলাম। তারপরে ফুলের মাঝখানে নীল রঙের লিকুইড গ্লিটার দিয়ে দিলাম। এভাবেই আমি ৬ টি ফুল তৈরি করলাম।
ধাপ ৭:
১ টি রঙ্গিন কাগজ নিয়ে তাকে ৬ সেন্টিমিটার গোল আকারে কেটে দিলাম। এভাবেই আমি বিভিন্ন রঙের কাগজ কে ৬ টি গোল আকারে কেটে দিলাম।
ধাপ ৮:
গোল কাটা রঙ্গিন কাগজের উপরে স্টিককে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে আমি ৬ টি গোল কাটা কাগজের উপরে ৬ টি স্টিক লাগিয়ে দিলাম।
ধাপ ৯:
১ টি ছবি নিয়ে তাকে 5 সেন্টিমিটার গোল আকারে কেটে দিলাম। তারপরে ১ টি গোল কাটা রঙ্গিন কাগজের উপরে গোল কাটা ছবি কে লাগিয়ে দিলাম। এবার আমি কাগজের ফুল কে স্টিকের ওপরে গোল কাগজের নিচনে লাগিয়ে দিলাম। এভাবেই আমি ৬ টি স্টিকের ওপরে গোল কাগজ,ছবি এবং কাগজের ফুল লাগিয়ে দিলাম।
ধাপ ১০:
তৈরি করা স্ট্যান্ডের ভেতরে বালির মধ্যে তৈরি করা স্টিক কে একটি করে লাগিয়ে দিলাম। আর এই ভাবে আমার বন্ধুর জন্য ফটো স্ট্যান্ড তৈরি করলাম।
হাত দিয়ে তৈরি করার ফটো স্ট্যান্ডের সাথে আমার এবং আমার বন্ধুর ছবি।
আশা করছি আপনাদের কে আমার এই শিল্প কাজ ভালো লাগবে। ধন্যবাদ
ওয়াও বেশ সুন্দর লাগছে আপনার নিজের হাতে বানানো ফটোস্ট্যান্ড। তবে আপনি চিত্র গুলো আরেকটু ধির স্থির ভাবে তুললে ভালো লাগতো।আপনার উপস্থাপন ভালোই হয়েছে।শুভ কামনা রইলো।
ধন্যবাদ জানাই আপনাকে, আমী পুরো চেস্টা করবো যে এরপর থেকে চিত্ৰ গুলোকে আরো ভালো ভাবে তুলতে,আর আপনার দিকে নিবেদন রইল যে আমার ভূল টা আপু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বাহ জাস্ট অসাধারণ, আমি সত্যিই আপনার প্রতিভা দেখে অবাক হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফোটো স্ট্যান্ড তৈরি করেছেন। আপনার মধ্যে অনেক সৃজনশীলতা বিদ্যমান যেটা আপনার কাজ দেখলেই বোঝা যাচ্ছে। আপনার প্রিয় বন্ধুর জন্মদিন উপলক্ষে আপনি তাকে গিফট হিসেবে হয়তো এই ফোটো স্ট্যান্ড টা তৈরি করেছেন। সত্যি বলতে এরকম একটা বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। যাই হোক আপনার বন্ধু এবং আপনার জন্য শুভকামনা রইল
অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে। যে আমার শিল্প কাজ টা আপনাকে ভালো লেগেছে,আর সত্যি বলি জে উপহার একটি বাহানা আইটা একটি বন্ধুর ভালোবাসা বন্ধুরা জীবনের একটি অংশ জদি বন্ধু না থাকে জিবন টি খালী লাগে ।আর আইটা সত্যি ভাগ্যের ব্যাপার যে সকলের কাছে বন্ধু আছে।আপু কে ধন্যবাদ রইল শুভকামনার জন্য।