DIY - এসো নিজে করি : ছোট সংগঠক // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন।আজ আমি আপনাদের সামনে একটি "ছোট সংগঠক" বানাবো। এই "ছোট সংগঠক" বানাবো দেশলাই ভেতরের খোলী দিয়ে ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

আমি আজকে বাড়িতে ছিলাম । রান্নাঘরে দেখলাম যে অনেক গুলো খালি দেশলাই পড়ে ছিল, মা বললো যে খালি দেশলাই গুলো কে ফেলে দিতে । আমি খালি দেশলাই গুলো তুল্লাম আর ভাবতে লাগলাম যে দেশলাইর ভিতরের কাঠি সকলেই ব্যবহার করে নায়, আর খোলী গুলো কে ফেলে দায় ।

আকস্মিকভাবে আমার মনে এলো যে এইরকম কিছু একটা করি যাতে আমারও অভিজ্ঞতা হবে, আর দেশলাই খোলীও ব্যবহার হবে ।এরভিতরে ব্যাস ছোট কাটা জিনিস গুলোও রাখতে পারবো।

তাই আজকে আমি খালি দেশলাইর খোল দিয়ে একটি "ছোট সংগঠক" করলাম।

              উপকরণ

        ●   ৩ টি মাচিস এর খোল
        ●   ১ টি নীল রঙের কাগজ
        ●   কাগজ কাটার 
        ●   কচি
        ●   ফেভিকল
        ●   ইয়ার বার্ড

IMG_20211129_051329.jpg

ধাপ ১:
● প্রথমে একটি নীল রঙের কাগজ নেবো। এবার কাগজ কে এক দিক দিয়ে ভাঁজ করে নেবো, তারপর ভাঁজ করার কাগজের ভাগ টা কে কেটে নেবো।
IMG_20211128_014322.jpg

IMG_20211128_014310.jpg

ধাপ ২:
● কাটা কাগজের ভাগ টা কে মাঝখান দিয়ে আবার
ভাঁজ করে কেটে নেবো ।
IMG_20211128_014239.jpg

IMG_20211128_014224.jpg

ধাপ ৩:
● তারপর কাটা কাগজের উপরে মাচিশের ভেতরের খোলী টা কে আঠা দিয়ে চার দিকে লাগিয়ে নেবো ।
IMG_20211128_014214.jpg

IMG_20211128_014501.jpg

ধাপ ৪:
● এবার খোলীর পেছন মাপটা নিয়ে চৌকো একটা কাগজ কেটে নেবো,আর উই কাগজ কে খোলীর ভেতরে আঠা দিয়ে লাগিয়ে নেবো।
IMG_20211127_041559.jpg

IMG20211127000342.jpg

ধাপ ৫:
● এবার কাগজ কে পাতলা ভাবে কেটে খোলীর চার দিকে আবার আঠা দিয়ে জোড় দেবো। আইটা করলে খোলী একটু শক্ত হয়ে যাবে।

IMG20211126234724.jpg

ধাপ ৬:
● এবার আমি কাগজ লাগিয়ে এইভাবে তিনটি খোলী তৈরী করে নেবো ।
IMG20211127003516.jpg

ধাপ ৭:
● খোলী বানানোর পর চারটি ইয়ারবাড নেবো,তারপর তুলো গুলো কে ছিড়ে পাইপ টা কে আলাদা কোরে নেবো।
IMG20211128192940.jpg

IMG20211127000852.jpg

ধাপ ৮:
● এবার একটি পাইপ নেবো ,পাইপের একদিকের মুখ টা কে নিয়ে একটী খোলীর কোনায় লাগিয়ে নেবো।এইভাবে খোলীর চারটি দিকে পাইপ টা কে লাগিয়ে নেবো।এইবার পাইপের অন্ন মুখ দিকে আর একটি খোলীর চার দিকে লাগিয়ে নেবো।
IMG20211127003553.jpg

IMG20211127003613.jpg

IMG20211127005551.jpg

IMG20211127014505.jpg

ধাপ ৯:
● এবার লাস্ট খোলী নেবো ,খোলীর চার দিকে আঠা দিয়ে দুটির খোলী মাঝখানে পাইপের উপরে লাগিয়ে নেবো।
IMG_20211129_025612.jpg

IMG_20211129_025452.jpg

ধাপ ১০:
● তার পর আর একটি তুলো ছাড়া ইয়ার বার্ড নেবো ওকে ছোটো ছোটো চার ভাগে কেটে নেবো।
IMG_20211129_030217.jpg

IMG_20211129_030456.jpg

ধাপ ১১:
● এবার একদম নিচুন খোলী কে উল্টো করে চার দিকে আঠা দিয়ে কাটা পাইপ কে একটি করে চার দিকেই লাগিয়ে নেবো ।
IMG_20211129_031548.jpg

IMG_20211129_024858.jpg

IMG_20211129_025003.jpg

● ব্যাস তৈরি হয়ে গেল আমার ছোট সংগঠক।
IMG_20211129_033015.jpg

● আমার মাতৃ ভাষা বাংলা নয়ে হিন্দি আছে। যদি অজান্তেই কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি ডাই বানিয়েছেন আপু। প্রত্যেককে সুন্দরভাবে ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। দিয়াশলাই দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করা যায়, তারমধ্যে আপনারটি উল্লেখযোগ্য। আপনার জন্য শুভকামনা রইল যেন এরকম প্রজেক্ট আমাদের আরো উপহার দিতে পারেন।

 3 years ago 

ধন্যবাদ জানাই আপনাকে । আমি পুরো চেষ্টা করবো যে আরো ভালো কাজ করার, যাতে আপনাদের দেখে খুবই ভালো লাগে ।ধন্যবাদ রইল আপনার শুভকামনার জন্য।

 3 years ago 

আপু আপনার ছোট সংগঠকটি দেখে মনে হচ্ছে যে এখানে কিছু জিনিস রেখে এখনই সাজিয়ে রাখি এত চমৎকার এবং এত কিউট লাগছে। দেখে মনে হচ্ছে না যে এটি কাগজের তৈরি। দেখে মনে হচ্ছে এটি সত্যি কোন সংগঠক হবে। ধন্যবাদ এত সুন্দর করে একটি সংগঠক বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই দিদি আপনাকে। আমাকেও ছোট ছোট জিনিস গুলো খুবই ভালো লাগে দেখলে বেস কিউট লাগে উই সব, আমাকে খুবই ভালো লাগছে যে আপনাকে এই সংগঠক টা এত ভালো লেগেছে ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67