বুক রিভিও || ভালো থেকো মেঘমালা || 10% for @shy-fox by @parves23 || 6/2/22 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

WhatsApp Image 2022-02-25 at 11.35.02 PM.jpeg

বইঃ ভালো থেকো মেঘমালা
লেখকঃ প্রাবন রায়

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

আজকে অমর একুশে বই মেলা ২০২২ থেকে কেনা উপন্যাস "ভালো থেকো মেঘমালা" বইয়ের রিভিও দিবো। বইটি আমার খুবই কাছের একজন বন্ধু "প্রাবন রায়" এর লেখা। আশাকরি রিভিও দেখে আপনাদেরও পড়ার ইচ্ছা জাগবে।

IMG_20220306_000436.jpg

উপন্যাস শুরু হয় ব্রক্ষপূত্র নদের পাড়ে। অয়ন পাড় ঘেসে ভরা জোসনায় একা একা হাটছে মালার কথা ভাবতে ভাবতে। অয়ন আর মালা উপন্যাসের মূল চরিত্র। আর মালাকে অয়ন ভালোবেসে মেঘমালা নামে ডাকে। অয়ন জোসনায় একা হাটে কারন জোসনা নাকি মালার খুব প্রিয়। অয়ন সবে মাত্র অনার্স শেষ করলেও সমাজে সে বেকার বলেই পরিচিত। তাই তার নিজের বাসায় সে নিজের মতো চলতে পারে না যেহেতু তাকে টাকা চেয়ে নিয়ে চলতে হয় চাকরি না থাকার দ্বরুন। অয়নের বাবা রঞ্জিত বাবুর ছেলের জন্য কষ্ট হলেও ভালোবাসাটা দেখাতে পারেন না আর অয়নের মা অলকা বড় ছেলে রাজনের ভয়ে চুপ থাকেন সব সময়। রাজন চাকরিজীবী আর তার খরচেই পুরো সংসার চলে। তবে রজনের স্ত্রী নলিনী অয়নকে খুব আদর করেন যেন তার মায়ের পেটের ছোট ভাই। তার জন্যই একমাত্র বাড়িতে এখনও তার জায়গা হয়। নইলে বড় ভাইয়ের কথায় অনেক আগেই চলে যেত অয়ন।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220306_000511.jpg

মালার বিয়ের বয়স হয়ে যাওয়ায় অয়নের টেনশন দিনদিন বেড়েই যাচ্ছে। অয়ন যে চাকরি খুজে নি তা নয় সে খুজেছে কিন্তু সেই দু পয়সার চাকরি। এতো দূর পড়া লেখা করে ঐ দু পয়সার চাকরি যেন অয়নের কাছে কুয়োয় ঝাপ দেয়ার মতো। সে তাই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মালার বিয়ে তো আর থেকে থাকতে চায় না। মালাদের সংসারে সব সময় মালার মামার কথায় চলে। তিনিই দেখেন মালা আর মালার পরিবারকে। আজকাল তিনি ভাগ্নির বিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লেখেছেন।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220306_000539.jpg

মালার মনেও সারাক্ষন ভয় আর শঙ্কা লেগে থাকে। অয়ন প্রতিদিন মমিনুন্নেসা কলেজের সামনে মালার জন্য অপেক্ষা করে। চা খায় সিটারেট টান দিয়ে ধোয়া উড়ায় আর গেটের দিকে তাকিয়ে থাকে কখন মালা বের হবে আর সে দেখতে পাবে তার মেঘমালাকে। আর মালাকে দেখলেই সে তাড়াহুড়ো করে সিগারেটটা ফেলে দেয়। তারপর দুজনে একসাথে হাটে আর দীর্ঘশ্বাস ফেলে।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220306_000555.jpg

মালাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। ছেলের নাম প্রদীপ। সাদা সিধে ছিমছাম ড্রেস আপ করা ছেলেটা মালার কাছে ভদ্রই লাগলো। কিন্তু সে যে অয়নকে ছাড়া কাউকেে মেনে নিতে পারবে তা সে জানে। সবারই মালাকে পছন্দ প্রদীপও বাদ যায় নি। কথা আগাতে থাকে কিন্তু অয়নের চাকরির কোন খবর হয় না। মালার আর অয়নে জন্য সকল রাস্তা বন্ধ হতে থাকে আস্তে আস্তে। মালা ওর মাকে ধরে কান্না করে কিন্তু মালা এও জানে যে এতে কোন লাভ নেই কারন ওর মামা্ কথাই শেষ কথা। মালার আশির্বাদ হয়ে যায় দেখতে দেখতে।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220306_000612.jpg

এর মাঝে অয়ন এক্সিডেন্টে আহত হয়। ডাক্তার জানায় সিভিয়ার ব্রেইন ইঞ্জুরি হয়েছে। অয়নের বন্ধু শুভ মালাকে সব জানায়। মালা যখন হাসপাতালে ছুটে আসে তখন অয়নের সারা শরীরে যন্ত্রপাতি, মাথায় ব্যান্ডেজ আর তার উপর রক্তের লাল আভা। বেডের পাশে কার্ডিয়াক মনিটরে একটু পরপর যান্ত্রিক আওয়াজ শুনা যাচ্ছে। ডাক্তার মালাকে ভেতরে ঢুকার অনুমতি দিলে নার্স মালাকে অয়নের কাছে নিয়ে যায়। মাথা জুড়ে ব্যান্ডেজের কারনে অস্পষ্ট মালাকে দেখে অয়ন। মালা ফুপিয়ে কেঁদে উঠে। মালা চিৎকার করে বলে যে ওর বিয়ে হয় নি আর অয়নের চাকরির ব্যাবস্থাও হয়ে গেছে আর তাকে বলে চোখ খুলে তাকাতে। অয়ন মালার ডাকে কোন সাড়া দিলো না। বিছানার পাশের কার্ডিয়াক মনিটরের গ্রাফ সরল রেখায় রূপ নিল।

আশাকরি সবার ভালো লেগেছে রিভিওটি। কমেন্টে অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন। ধন্যবাদ।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

rsz_img_20211209_180650.jpg

আমার নাম হোসাইন মোহাম্মদ রকিবুল ইসলাম পারভেজ। আমি ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। বর্তমানে আমি অনার্স থার্ড ইয়ারে লেখাপড়া করছি। কোডিং, ফটোগ্রাফি, আর্ট করতে ভালোবাসি। এছাড়াও ভ্রমন, বই পড়া, ভিডিও গেমস খেলতেও খুব পছন্দ করি।
Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমি এই লেখকের বই কখনো পড়িনি। আপনার বুক রিভিউ খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর
পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বই পড়া খুব কম হয়ে থাকে বলতে গেলে। এটির প্রতি আমার কেন জানি আগ্রহ নাই এবং ইচ্ছা আছে বই পড়ার খুবই এবং বই পড়ার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন হয়। আপনি ভালো থাকুন আশা করি এটি আমি পড়তে সক্ষম হব । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ভালো হয়েছে বুক রিভিউ। সম্পুর্ণ পড়লাম অনেক ভালো লেগেছে। অনেক দিন এরকম বই পড়া হয়নাই। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য সবসময় শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43