বুক রিভিও || মরণ বিলাস || 10% for @shy-fox by @parves23 || 4/2/22 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আজকে আমি আহমদ ছফার "মরণ বিলাস" উপন্যাসটির রিভিউ দিবো। আহমদ ছফা একজন বৈচিত্র সন্ধানী লেখক। উপন্যাসটি পড়ে তার লেখা এবং লেখার ধরনের প্রতি অবাক করা ভালো লাগা কাজ করছে। উপন্যাসটিতে লেখক মানব জীবনের অনেক কঠিন সত্য গুলো তুলে ধরতে চেয়েছেন নিপুন হাতে।

IMG_20220204_225717.jpg

বইঃ মরণ বিলাস
লেখকঃ আহমদ ছফা

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

উপন্যাসের মূল চরিত্র বলতে গেলে মাত্র দুজন একজন হলো অসুস্থ মন্ত্রী ফজলে ইলাহি আর তার পারসোনাল এসিসটেন্ট মওলা বক্স। মওলা বক্সের মাধ্যমে উপন্যাসে দেশের নষ্ট ও নোংরা রাজনীতির একটি চিত্র প্রকাশ করা হয়েছে। মওলা বক্স হলো একজন স্বরাষ্ট্র মন্ত্রী। যিনি পাকিস্তান আমলেও একজন মন্ত্রী ছিলেন এবং পরে বাংলাদেশেও তিনি তার মন্ত্রীত্ব পালন করছেন। তিনি কয়েক মাস যাবৎ ক্যান্সারে ভুগছেন। হসপিটালের বিচ্ছিরি অবস্থায় তার একমাত্র সাথী মওলা বক্স। হঠাৎ একরাতে তার মনে হয় তিনি সকালের সূর্য ইঠার আগেই মৃত্যু বরন করবেন। তার মৃত্যুর আগে ফজলে ইলাহি চায় অন্তত মওলা বক্স যেন মন্ত্রীর আসল রূপ ও কৃত কর্ম সম্পর্কে জানুক যা সে ব্যাতিত কেউ জানে না এমনকি তার পরিবারও না। মূলত তার মৃত্যুর আগে মন্ত্রী ও মওলা বক্সের মধ্যকার কথোপকথনই উপন্যাসে তুলা হয়েছে।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220204_225825.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

ফজলে ইলাহি জানে সে অনেক পাপ কর্ম করেছে, তার ঘাড়ে পড়ে আছে অনেক হত্যা কান্ডের লাল রক্ত। মওলা বক্স এসব শুনতে চায় না তবু বাধ্য হয়ে শুনতে হয়। অল্প বয়সে তার নিজের সৎ ভাইকে হত্যা, প্রেম ঘটিত কারনে ফাসি, তুচ্ছ কারনে হেড মাস্টারের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা থেকে মন্ত্রী হওয়ার পর আরো অগুনিত পাপ কর্মের সাক্ষী থেকে যায় মওলা বক্স।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220204_230116.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

যদিও ফজলে ইলাহি জানে মওলা বক্স একজন ধূর্ত ও লোভী একজন মানুষ। যার অবস্থান পোকা মাকড়েরও নিচে তবু জীবনের শেষ মূহুর্তে এসে তাকেই কাছে পেয়ে সে তাকে ভাই বলে আক্ষায়িত করে। কারন আজ তার কোন শুভাকাঙ্খি নেই তার পাশে। মৃত্যুর দাড় প্রান্তে একজন শক্ত মানুষও যে কেমন হয়ে যায় তার একটি অতুলনীয় বর্ননা রয়েছে উপন্যাসটিতে।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

IMG_20220204_225917.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

কিন্তু তবুও ফজলে ইলাহির কোন আফসোস নেই। সে পরকাল নিয়ে ভাবেনি কোন দিন। তার মতে যা হয়েছে জীবনের নিয়মে হয়েছে। সর্বোপরি বলতে গেলে খুবই ইন্টারেস্টিং একটি বই। মাঝে রয়েছে আরো গাড় বর্ননা একজন সক্রিয় মন্ত্রীর নিজের আত্মকাহিনী। আশা করি বইটি পড়ে আপানাদেরও আমার মতো ভাল লাগবে।

বই
মরণ বিলাস
লেখক আহমদ ছফা
ডিভাইস রেডমি নোট ১০ প্রো
লোকেশন ধানমন্ডি, ঢাকা



mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

rsz_img_20211209_180650.jpg


আমার নাম হোসাইন মোহাম্মদ রকিবুল ইসলাম পারভেজ। আমি ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। বর্তমানে আমি অনার্স থার্ড ইয়ারে লেখাপড়া করছি। কোডিং, ফটোগ্রাফি, আর্ট করতে ভালোবাসি। এছাড়াও ভ্রমন করতে খুব পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64