DIY || এসো নিজে কিছু করি || ড্রয়িং|| মাউন্ট এভারেস্ট || 10% for @shy-fox by @parves23

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

পাহাড় পর্বত আমার বারবরই পছন্দের জায়গা। কবিরা বলেন বাঙালি সমতল ভূমির মানুষ হওয়াতে পাহাড়-পর্বত দেখলেই নাকি বাঙালিদের মন আনন্দে লাফিয়ে উঠে। আমারও ঠিক তাই। তাই আজকে আবারও আমার অংকন করা এভারেস্টের চূড়া নিয়ে হাজির হলাম। অদখ্য হাতে খুবই সামান্য চেষ্টা তবুও আশা রাখি আপনাদের ভালো লাগবে। এটিকে এভারেস্টের চূড়া বললেও যদিও ভুল হবে। আসলে এটা আমার কল্পনা থেকে আর্ট করা কারন আমি কোন দিন এভারেস্টে যাই নি। হা হা। তবে যখন আর্ট করতেছিলাম তখন এটিকে এভারেস্ট ভেবেই আর্ট করেছি আরকি।

IMG_20220211_145112.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

আচ্ছা তবে আসুন শুরু করি কিভাবে আমি এটি অংকন করেছি এবং ধাপে ধাপে আপনিও এটি কিভাবে আর্ট করবেন।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

✏️ পেন্সিল HB (আউট লাইন করার জন্য)
✏️ পেন্সিল 2B (হালকা শেডিং করার জন্য)
✏️ কালার পেন্সিল (ডার্ক, গাড় শেডিং করার জন্য)
✏️ রাবার।
✏️ কাটার।

IMG_20220211_144717.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

স্টেপ ১ঃ প্রথম আমরা আমাদের পাহাড়কে যেভাবে চাইবো সেইভাবে HB পেন্সিল দিয়ে আউটলাইন করে নিবো আউট লাইন করে নিবো। এর ফলে আমাদের পাহাড় অংকন করতে সুবিধা হবে। পরে যদি ভুলও হয় আমরা তা ঠিক করতে পারবো রাবারের সাহায্যে।

IMG_20220211_145255.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

স্টেপ ২ঃ ধরে নেই আমাদের পাহাড়ে সূর্যের আলো বাম দিকে থেকে আসছে। তাই দ্বিতীয় ধাপে আমরা বাম পাশের ছোট পাহাড়টির ডান সাইডে 2B পেন্সিল দিয়ে শেডিং করবো। এতে করে শেডিং হালকা হবে আর বুঝা যাবে যে প্রথম পাহাড় থেকে দূরে রয়েছে এই পাহাড়টি। আর বড় পাহাড়টির উপরে হালকা আউটলাইন শেডিং করে নেব।

IMG_20220211_002305.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

স্টেপ ৩ঃ এবার বড় পাহাড় মানে মেইন পাহাড়টি অংকন করার পালা। এটাকে প্রথমে শেডিং করতে হবে গাড় মানে ডার্ক কালার পেন্সিল দিয়ে। ডার্ক কালার পেন্সিল দিয়ে আমরা পাহাড়ের মাঝ বরাবর অংকন করবো এতে বুঝা যাবে সেখানে একটি বিশাল গর্তমতো আছে। আর বাকি স্থান গুলায় হালকা শেডিং করবো 2B পেন্সিল দিয়ে।

IMG_20220211_010622.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

স্টেপ ৪ঃ এরপর আমরা মেইন পাহাড়টির ডান পাশের পাহাড় গুলোতে একদম হালকা শেডিং করবো। কারন নিয়ম অনুমারে যেসব জিনিস দূরে থাকে তাদের শেডিং খুব হালকা হয়। এতে জিনিস গুলো আরো দূরে অবস্থিত এরকম ইলুউশন তৈরি হয়।

IMG_20220211_011744.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

স্টেপ ৫ঃ এবার আমরা নিচে গাছ অংকন করবো আর মাটির রং দেয়ার জন্য পেন্সিল দিয়ে নিচে কালার করবো। গাছ গুলোর গোড়ার নিচে খুবই হালকা একটু পেন্সিল দিয়ে ছায়া অংকন করে দিবো।

IMG_20220211_143718.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

লাস্ট সটেপঃ এই স্টেপে নিজের আঁকানো চিত্রের সাথে সেল্ফির মাধ্যমে আজকের টিউটোরিয়াল টি এখানেই শেষ করছি।

IMG_20220211_144839.jpg

বিভাগ
চিত্রাঙ্কন
ডিভাইস রেডমি নোট ১০ প্রো
লোকেশন ধানমন্ডি, ঢাকা
আর্টিস্ট @parves23

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

rsz_img_20211209_180650.jpg

আমার নাম হোসাইন মোহাম্মদ রকিবুল ইসলাম পারভেজ। আমি ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। বর্তমানে আমি অনার্স থার্ড ইয়ারে লেখাপড়া করছি। কোডিং, ফটোগ্রাফি, আর্ট করতে ভালোবাসি। এছাড়াও ভ্রমন, বই পড়া, ভিডিও গেমস খেলতেও খুব পছন্দ করি।
Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে খুব অসাধারণ ভাবে আপনি এটি তৈরি করেছেন। আপনার চিত্রাংকন আমার খুবই ভালো লেগেছে। পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে আপনি এই চিত্রাংকন টি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ব্রো।

 2 years ago 

অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে। প্রথমে দেখে মনে করেছিলাম হয়তো প্রিন্ট করা কিন্তু আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি চিত্রটি অঙ্কন করেছেন। আপনার যে দক্ষতা তাতে চেষ্টা করতে থাকলে খুব শীঘ্রই সফলতা আসবে।

 2 years ago 

আর্ট করার ইচ্ছা আছে অনেক। তবে সে তুলনায় নিজেকে সময় দেয়া সত্যিই হয়ে উঠে না। তবু উৎসাহিত করার জন্য অংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান 💚

 2 years ago (edited)

আমি তো আপনার চিত্রাংকন দেখে অবাক হয়ে গেলাম। পেন্সিল দিয়ে এত অসাধারণ ভাবে মাউন্ট এভারেস্ট অঙ্কন করেছেন‌। আমার কাছে তো একদম বেশ ভালো লেগেছে। আপনি অনেক সময় নিয়ে এই চিত্রাংকন করেছেন মনে হচ্ছে। আমাদের মাঝে এত অসাধারণ চিত্রাংকন নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

শখের জিনিসের একটা দারুন বিষয় হলো আপু সময়ের দিকে খেয়াল থাকে না। আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।😊

 2 years ago 

অসাধারণ একটি অঙ্কন করেছেন ভাই এটা দেখে তো আমি একেবারেই মুগ্ধ। আমার কাছে এটা আসলেই খুবই ভালো লেগেছে। আর আপনি খুবই নিখুঁতভাবে এ কাজটি করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি সুন্দর অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মাউন্ট এভারেস্টের দারুন একটি চিত্র অঙ্কন করেছেন নিচের পাহারি গাছ গুলো দেখতে অসাধারণ লাগছে আমার খুব ইচ্ছা মাউন্ট এভারেস্টে ঘুরে দেখা শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago (edited)

YpihifdXP4WNbGMdjw7e3DuhJWBvCw4SfuLZsrnJYHEpsqZFkiGGNCQHtEX2L5ZiTiNvJnrYf5ptbbz7XQpt33kWQRSNgVxZsAKiRxdRZ1poKFEjeRkbBSbVQVqJZonbjg3fKAQRPTgxxyQUNvFkUQTMQnQVvWYKpsPJZd7JfghT.gif

খুবই সুন্দর ভাবে আপনি মাউন্ট এভারেস্টের ছবি অঙ্কন করেছেন ভাইয়া। আপনার এই এভারেস্ট তৈরীর দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটির ধাপ আপনি খুবই সূক্ষ্মভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার জীবনে একটা ইচ্ছা আছে যদি কোনদিন সুযোগ পায় তাহলে আমি এই মাউন্ট এভারেস্ট এ ঘুরে আসব।

YpihifdXP4WNbGMdjw7e3DuhJWBvCw4SfuLZsrnJYHEpsqZFkiGGNCQHtEX2L5ZiTiNvJnrYf5ptbbz7XQpt33kWQRSNgVxZsAKiRxdRZ1poKFEjeRkbBSbVQVqJZonbjg3fKAQRPTgxxyQUNvFkUQTMQnQVvWYKpsPJZd7JfghT.gif

 2 years ago 

আমারও এভারেস্টে যাওয়ার অনেক শখ। চূড়া না হলেও কাছে থেকে দেখলেও মনে হয় আমার সাধ মিটবে। আপনার মনের ইচ্ছা যেন সত্যি হয় ভাই। দোয়া রইলো।

 2 years ago 

মাউন্ট এভারেস্টের সুন্দর একটি চিত্র একেছেন।খুব ভালো লাগলো দেখে। আপনি খুব সুন্দর করে চিত্রটি ফুটে তুলেছেন। প্রতিটি ধাপের সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রশংসার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

এতো দিন ফটোগ্রাফির মাধ্যমে মাউন্ট এভারেস্ট কে দেখতাম আজ আপনার সুন্দর অংকিত চিত্রের মাধ্যমে দেখলাম খুবই সুন্দর করে আপনি নিজের দক্ষতা দিয়ে অংকন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আশা করি সামনেও আরো ভালো চিত্রাঙ্কন তুলে ধরতে পারবো আপনাদের সামনে।

 2 years ago 

আপনার দক্ষ হাতে মাউন্ট এভারেস্টের চিত্র অংকন চমকপ্রদ হয়েছে। সুন্দর ও সুনিপুণ কৌশলে আপনি শৈল্পিক চেতনায় দারুন চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ ,আমন্ত্রণ ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ভালবাসা অবিরাম

 2 years ago 

ভাই আমারও পেন্সিল আর্ট খুবই পছন্দ, তাই আমি অনেক বেশি পেন্সিল আর্ট করে থাকি। আপনার আজকের আর্টটি দেখে খুবই ভালো লাগছে। খুবই সৃজনশীল একটি আর্ট আমাদেরকে উপহার দিয়েছেন দেখে খুবই পছন্দ হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58