📸🐌নিজ হাতে তোলা কয়েকটি রেন্ডম আলোকচিত্র// ২৬-০১-২০২২ // 10% beneficiary @shy-fox #abb-school
আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি গত ১৫ দিন থেকে আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে পোস্ট করতে পারছি না কারণ আমি পারিবারিক আর্থিক সমস্যার কারণে কক্সবাজারে এক বড় ভাইয়ের সাথে কনস্ট্রাকশনের কাজে এসেছি। তাই আমি আমার বাংলা ব্লগের সময় দিতে পারছি না শত ব্যস্ততার মাঝেও আজকে আমি আমার বাংলা ব্লগে কয়েকটি আলোকচিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আমি সমুদ্রের তীরে পেয়েছি এবং সেগুলোর ফটোগ্রাফি করেছি।
আমার ফটোগ্রাফী গুলো হচ্ছে সমুদ্রের তীরে সামুদ্রিক শামুক ঝিনুকের ইত্যাদি তাহলে দেরী না করে আমার রেন্ডম আলোকচিত্রগুলো দেখে নেয়া যাক।
🐚🐚🐌ছবিঃ১🐌🐚
Device | realme c15 |
---|---|
Click | @parvag09 |
আমার দেখা প্রথম শামুক ছিল ভয়ঙ্কর প্রকৃতির এবং সেই শামুকটি ছিলো মৃত। যাইহোক শামুক টি ছিল ভয়ঙ্কর প্রকৃতির।
📸📸ছবি📸📸
এবারের শামুক কি ছিল জীবিত, আমাদের গ্রাম অঞ্চলের এইসব শামুক পাওয়া যায় কিন্তু এত বড় না এবং রঙ্গিন না আমাদের গ্রামের নদীতে পাওয়া যায় সেটি সাদা রঙের হয়ে থাকে।
🐌🐌ছবিঃ৩🐌🐌
এবারের শামুক টি অনেকটা ভিন্ন ধরনের আমরা সাধারণত কাল্পনিক মুভিতে দেখে থাকি শামুকের ভিতর মুক্ত থাকে সেই রকম একটি শামুক টি ছিল মৃত।
🐚🐌ছবিঃ৪🐌🐚
এবারে শামুক কি ছিল গোলাকার মাথায় টুপির মত দেখতে। অনেক সুন্দর এরকম শামুক আমাদের গ্রাম অঞ্চলের নদীতে প্রচুর পরিমাণ পাওয়া যায় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের নদীর শামুক এবং সমুদ্রের শামুকের অনেক তফাৎ আছে। আমাদের গ্রাম অঞ্চলের নদীর শামুক সাদা এবং কালো রঙের হয়ে থাকে কিন্তু এখানে সমুদ্রের শামুকের কালার ভিন্ন ধরনের হয়ে থাকে যেমন লাল সাদা এবং হলুদ কালারের হয়ে থাকে যা দেখতে অনেক সুন্দর লাগে।
📸🐚ছবিঃ৫📸🐚
এবারে শামুক কি অনেক আকর্ষণীয় এবং ভিন্ন ধরনের। হিন্দু ধর্মের পূজা করার সময় এক ধরনের শঙ্খ বাজানো হয় সেই শঙ্খটি একই ধরনের। আমি যখন বাজারে যাই সেই সময় আমার কানে সেই শঙ্খের শব্দ ভেসে আসে অসাধারণ একটি শব্দ।
📸🐚ছবিঃ৬📸🐚
এবারে শামুক অনেক ছোট এবং বিভিন্ন কালারের যা দেখতে অনেক সুন্দর আমি সমুদ্রের পাড়ে সেই সব সামুকে একত্রিত করে আমার হাতে নিয়েছিলাম এবং কয়েকটি পিকচার তুলেছিলাম অসাধারণ আল্লাহর তৈরি কিছু জিনিস।
🐌🐌ছবিঃ৭🐌🐌
এবারে শ্যাম উক্তি ছিল প্রায় রসুনের মতো দেখতে অসাধারণ একটি শামুক যা ছিলো জীবিত আরও বিভিন্ন ধরনের শামুক সেখানে পাওয়া যায় যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়।
📸📸ছবিঃ৮📸📸
এবারে শামুক আমাদের গ্রাম অঞ্চলের নদীর শামুক এবং সামুদ্রিক শামুক একই ধরনের। আমরা যখন গ্রামে জাল দিয়ে মাছ ধরতাম তখন জালের সাথে এই ধরনের শামুক চলে আসতো।
📸🐌ছবিঃ৯📸🐌
অসাধারণ শামুক যা ছিল মৃত। এখানে প্রায় অনেক জীবিত শামুক পাওয়া যায় যার জন্য আমাদের ভোর চারটার দিক সমুদ্রের কিনারায় যেতে হবে। সেখানে আশপাশের লোক গুলো ভোরবেলা উঠে সেই শামুক সংগ্রহ করে বিভিন্ন রকমের দোকানে বিক্রি করে দেয়। যার কারণে আমরা সেই সুন্দর শামুকগুলো সমুদ্রের কিনারায় দেখতে পারিনা।
📸🐌ছবিঃ১০📸🐌
এবারে সামগ্রী আমাদের গ্রাম অঞ্চলের নদীতে প্রচুর পরিমাণ পাওয়া যায় শামুক টি সাদা এবং কালো কালারের থাকে যা দেখতে অনেক সুন্দর লাগে।
আশা করি আমার শামুকগুলো আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভাল থাকবেন।
সমুদ্রের তীরে শামুকের ফটোগ্রাফি গুলো আপনি খুবই চমৎকার ভাবে করেছেন ভাই । আমাদের এদিকে কোন সমুদ্র নেই তাই সমুদ্রের সৌন্দর্য আমার ঠিক তেমন ভাবে উপলব্ধি করতে পারি না ।আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে কিছুটা সমুদ্রের সৌন্দর্যের শোভা পেলাম দেখতে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। বিশেষ করে শামুকের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। এরকম সমূহ সামনাসামনি দেখতে এবং হাতে নিতে খুবই ভালো লাগে। আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। এত অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি ভালো নয় আপু। কমেন্ট করার আগে একটু ভালোভাবে দেখে নিলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে।
দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন
শামুকের অসাধারণ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিলেন আজকে। আপনার তৈরি করা শামুকের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে এসব ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য
নিজ হাতে তোলা আলোকচিত্রগুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা আলোকচিত্র দেখার মত হয়েছে। এত বড় বড় শামুক দেখে অনেক ভালো লাগলো। আমরা শুধু দেখেছি ছোট আকারের। ধন্যবাদ সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
@parvag09 শুক্রবার রাত ১০টার ক্লাসে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন।
আপনাকে জানিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। প্রতিটা ফটোর নীচে আপনি অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন যার মাধ্যমে আমাদের পোস্টে অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমার জন্য দোয়া রাখবেন
এসব শামুক ও ঝিনুকের সামগ্রী সাধারণত যখন কক্সবাজার বা চট্টগ্রামের পতেঙ্গায় যাই তখন দেখতে পাই এছাড়া কোথাও দেখতে পাইনা। তবে আপনার মাধ্যমে আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি দেখতে পেলাম খুব আকর্ষনীয় এবং অসাধারণ কিছু ফটোগ্রাফি ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
দোয়া রাখবেন যেন আরও সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি