কয়েকটি গ্রীষ্মকালীন ফলের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
কয়েকটি গ্রীষ্মকালীন ফলের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে গ্রীষ্মকালীন ফলগুলো দেখতে ও খেতে অনেক ভালো লাগে।তবে এখন চলছে বর্ষাকাল । এবার বর্ষাকালে ও কোন বৃষ্টি নেই। তারপর যে হারে গরম বলার মতো নয়। আবার কারেন্টে সমস্যা। যাইহোক আমার বাংলা ব্লগের বন্ধু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আর ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো যখন সেখানে যায়, সেখানে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না।এই ফটোগ্রাফি গুলো কয়েকটি দিন আগে করেছিলাম পোস্ট করব বলে করা হয়নি। তাই আজ চলে আসলাম মধুমাসের কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
ফটোগ্রাফি -১
এই ফল গুলো হয়তো আমরা সবাই চিনি। এটি হচ্ছে আনার ফল। এই ফল ছোট বড় সবাই অনেক পছন্দ করে।বিশেষ করে রোগী ও ছোট বাচ্চাদের জন্য অনেক প্রিয় একটি ফল।আমাদের গাছে ধরেছে তবে ছোট ছোট এখনো পাকেনি।
ফটোগ্রাফি -২
এটি হলো মালতা, এই ফল বাচ্চারা অনেক পছন্দ করে। বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য প্রিয় একটি খাবার।জ্বরের জন্য অনেক উপকারী। এই ফল সারাবছর পাওয়া যায়।
ফটোগ্রাফি -৩
এই ফলগুলো আমার মনে হয় সবারই প্রিয় এটি হচ্ছে ফলের রাজা। আম আমার বাচ্চাদের অনেক প্রিয়।এতোদিন গাছের আম খেয়েছে, এখনো আম রূপালি গাছে আছে তবে পাকেনি।তাই গতকাল কিছু আম কিনতে গিয়েছিলাম তখন এই আমের ছবি তুলে নিয়েছি।
ফটোগ্রাফি -৪
এই ফল হলো অনেক জনপ্রিয় ফল। তবে বেশি দিন থাকে না। এগুলো বাচ্চারা যেমন পছন্দ করে তেমনি পাখিরাও অনেক পছন্দ করে। আসলে গাছের লিচুগুলো শুধু পাখি খেল হা হা হা।এই লিচুগুলো কিন্তু কিনে এনেছি।
ফটোগ্রাফি -৫
এই ফল হলো লটকন। ফল গুলো সাইজে ছোট হলে ও খেতে অনেক মজা।আমরা মার্কেটে থেকে আসার সময় এই ফল গুলো দেখলাম। আমার মেয়ের জন্য আধাকেজি লটকন কিনে এনেছি তবে লটকন গুলো অনেক মজা ছিল।
ফটোগ্রাফি -৬
এটি হলো কালো তরমুজ। এখন তেমন তরমুজ পাওয়া যায় না। তবে আমার মেয়ে অনেক পছন্দ করে তাই আমি একটি তরমুজ কিনে এনেছি। তরমুজের তুলনায় দাম অনেক।
ফটোগ্রাফি -৭
এটি হয়তো সবাই নাও চিনতে পারি। এটি হলো ডেউয়া ফল।আমাদের নদীর পাড়ে এই ফলের গাছ আছে তবে কেউ পারে না। আমি বাজার থেকে কিনে এনেছি, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
ফটোগ্রাফি -৮
এটি হলো ড্রাগন ফল। এই ফল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাগানে দুটি ড্রাগন ফল গাছ লাগিয়েছি,এখনো ফল ধরেনি।তবে কয়েকদিন আগে আমি কিনে এনেছি অনেক ভালো লেগেছে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ সবাইকে।
সকালের দারুন কিছু ফল আজকে আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন আপু। যদিও আমাদের এলাকাতে খুব একটা বেশি লটকন পাওয়া যায় না তারপরও এটা খেতে আমার খুবই ভালো লাগে।
গ্রীষ্মকালের ফল আমরা বর্ষাকালে খাব। সবগুলো ফলোই আমার বেশ পছন্দের। তবে সবগুলো ফলের মধ্যে ড্রাগন আমার তেমন একটি পছন্দ না। হ্যাঁ কালারটা আবার বেশ পছন্দ। ডেওয়া গাছ আমাদের ছিল। পাড়া-প্রতিবেশী সবাইকেই বিলি করতাম। যদিও এখন গাছটি নেই। সবগুলো ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো আপু।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
গ্রীষ্মকালকে মধুমাস ও বলা চলে।এ সময় নানা রকমের ফল পাওয়া যায়।আর খেতে ভীষন ভালো লাগে। আপনি আজ বেশকিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফলই আসলে খেতে খুব মজার।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপু।
জি আপু ফল গুলো খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
গ্রীষ্মকালকে মধুমাস ও বলা চলে।এ সময় নানা রকমের ফল পাওয়া যায়।আর খেতে ভীষন ভালো লাগে। আপনি আজ বেশকিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফলই আসলে খেতে খুব মজার।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপু।
গ্রীষ্মকালীন ফলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফলগুলো দেখতে লোভনীয় লাগছে। অনেকদিন পর ডেউয়া ফল দেখলাম। অনেক আগে একবার খেয়েছিলাম। অনেকদিন পর এই ফল দেখে ভালোই লাগলো। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
জি আপু ডেউয়া ফলগুলো আসলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি গ্রীষ্মকালীন দারুন কিছু ফলের ফটোগ্রাফি করেছেন আসলে গ্রীষ্মের সময় অনেকগুলো ফল এক করে পাওয়া যায় যার ফলে খাও কিন্তু একটা সমস্যা একই সাথে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি ফল গুলো হয়ে থাকে। এ সময় মানুষ একটার পর একটা ফল খেতেই থাকে। ফলে ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাইয়া এ সময় মানুষ শুধু ফল খেতেই থাকে, ধন্যবাদ আপনাকে।
জৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস । এই মাসে অনেক রকমের সুমিষ্ট ফল পাওয়া যায়। আপনি খুব সুন্দর করে কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। লিচু এবং ড্রাগন ফল দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।