আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া লোভ আমাদের ধ্বংসের একমাত্র কারণ।আমাদের লোভের শেষ নেই। আসলে আমাদের একটা ইচ্ছে পূর্ণ হলে আমরা আর একটা পেতে চায়।তাই আমাদের সবারই উচিত আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা।আর লোভের ফাঁদে পড়ে কোন ভুল না করা । ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
জী আপু যে লোভকে নিয়ন্ত্রন করতে না পারবে তার ধংস কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ আপু।