আমার মনোনয়ন || The steemit Awards-2023
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
আমার মনোনয়ন
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি একটি পোস্ট নিয়ে। আসলে আমি এই কমিউনিটিতে যুক্ত হয়েছি প্রায় দুবছর চলে। এই কমিউনিটির সকলের সঙ্গে বেশ ভালেই মিলে মিশে কাজ করে থাকি।এমন একটি কমিউনিটি পেয়ে আমি নিজেকে ধন্যবাদ মনে করি। সবচেয়ে বড় কথা এখানে আমরা আমাদের মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে পারি। আর এই সকল কিছু সম্ভব হয়েছে শুধু মাত্র আমাদের সবারই প্রিয় @rme দাদার জন্য। তাহলে চলুন শুরু আজকের পোস্ট।
Best Author
আমি বেস্ট অথর হিসেবে বেছে নিয়েছি আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @hafizullah ভাইকে। এখানে জয়েন হবার পর থেকে বিভিন্ন ধরনের পোস্ট পড়েছি তবে সবার পোস্ট থেকে হাফিজ ভাইয়ের লেখার ভাষা গুলো সম্পূর্ণ আলাদা । বিশেষ করে হাফিজুল্লাহ ভাইয়ের কবিতা গুলো পড়লে মন প্রাণ জুড়ে যায় । কবিতা অনেক পড়ি তবে হাফিজুল্লাহ ভাইয়ের মতো নয়। সত্যি হাফিজ উল্লাহ ভাই বাংলা ব্লগের এডমিন হলেও সবার সাথে খুব বন্ধুত্ব পূর্ণ আচরণ করেন। উনি আমাদের সব দিক থেকে, মানে প্রত্যেকটা কাজে সাহায্য সহযোগিতা করে। সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর হাফিজুল্লাহ ভাই একজন বড় মনের মানুষ।
Best contribution to the community
বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে আমি মনোনীত করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদাকে।আসলে দাদার অবদান বলে কখনো শেষ করা যাবে না।আমি এই কমিউনিটিতে জয়েন হবার পর থেকেই জানতে পেরেছি দাদার সম্পর্কে। আসলে দাদা নিঃস্বার্থ ভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আসলে দাদা এই কমিউনিটি কিভাবে উন্নতির দিকে যাবে সেই প্রচেষ্টা করে থাকেন সব সময়। দাদা যতই ব্যস্ত থাকেন না কেন তার কমিউনিটির কাজের প্রতি কোন অবহেলা করেন না।আসলে এক কথায় বলতে দাদার মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আশাকরি দাদা কমিউনিটিকে আরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।দাদা কখনো তার কর্তব্য থেকে পিঁছুপা হন না। খুঁজতে গেলে দাদার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
Best Community:
আমি মনে করি বর্তমান সময়ে স্টিমিট প্ল্যাটফর্মে যে গুলো কমিউনিটি রয়েছে তার মধ্যে সেরা কমিউনিটি হচ্ছে আমার বাংলা ব্লগ।আসলে বাংলা কমিউনিটি ব্লগ আমাদের মাতৃভাষা লেখার সুযোগ করে দেখিয়েছে । তার জন্য আমি @amarbanglablog কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসেবে মনোনীত করছি। এই কমিউনিটিকে আমি যেসব কারণে মনোনীত করেছি তার কয়েকটা কারণ আমি আপনাদের মাঝে নিচে শেয়ার করছি
এডমিন মডারেটর প্যানেল: আমাদের এই কমিউনিটির এডমিন মডারেটরদের জন্য আলাদা প্যানেল রয়েছে। আসলে সকল এডমিন মডারেটর তারা নিজের মধ্যে আলাপ আলোচনা করে সব কিছু করে থাকেন।তারা সকল ইউজারদের সব সময় সুপরামর্শ দিয়ে থাকেন।সত্যি এটা আমার বাংলা ব্লগের ভালো একটা নিয়ম।
ডিসকর্ড সার্ভার :আমার বাংলা ব্লগ ডিস্কট সার্ভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এখানে আমরা একে অপরের ভালো মন্দ সম্পর্কে জানতে পারি।আসলে এখানে আমি যখন কথা বলি মনে হয় সবাই আমার অনেক আপন।আসলে এখানে সবাই অনেক সহানুভূতিশীল। এটা আমার কাছে অনেক ভালো লাগে।
এবিবি-স্কুল:আমার বাংলা ব্লগে এবিবি -স্কুল নামে একটা স্কুল রয়েছে। আসলে আমাদের এডমিন মডারেটর ভাই বোনেরা সকল ইউজারদের হাতে কলমে শিখিয়ে দেন।সত্যি সব কিছু বাংলাতে হওয়ায় সকল ইউজাদের বুঝতে অসুবিধা হয় না।সত্যি এবিবি স্কুলকে বাংলা ব্লগের প্রাণ বলা হয়।
shy-fox:আসলে আমাদের বাংলা ব্লগে ভালো ইউজারদের shy-fox থেকে বেশ ভালো সাপোর্ট দেওয়া হয়ে থাকে।আর সাপোর্ট পেতে হলে সবাইকে একটা নির্দিষ্ঠ নিয়মের মধ্যে থাকতে হয় এটা অনেক ভালো লাগে। তারপর আবার বাড়তি সাপোর্ট এর জন্য @hungry-griffin জন্য ব্যবস্হা আছে।যারা সবচেয়ে ভালো করেন তাদেরকে সপ্তাহে দুটি করে ভোট দেওয়া হয়।এটা অনেক ভালো একটা দিক।
abb-charity:abb-charity হচ্ছে আমার বাংলা ব্লগের ডোনেশন ক্লাব।আসলে মানুষ মানুষের জন্য। ।আসলে আমরা যারা এখানে কাজ করি তাদের ভিতরের কেউ বিপদে পড়লে এখান থেকে সাপোর্ট দেওয়া হয়। সত্যি বলতে মানুষের জীবনের কথা বলা যায় না। আসলে বিপদ কার জীবনে কিভাবে আসে এটা বুঝা মুশকিল। তবে আমার বাংলা ব্লগ এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
রবিবারে আড্ডা :রবিবারে আড্ডাতে ইউজারদের অতিথি হিসেবে আনা হয়। আসলে সকল ভেরিফাইড ইউজাররা অতিথি হিসেবে এসে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে।এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে।
সাপ্তাহিক হ্যাংআউট : আমার বাংলা ব্লগের মিলন মেলা হল সাপ্তাহিক হ্যাংআউট । সাপ্তাহিক হ্যাংআউট এ সকল এডমিন মডারেটর ইউজারদের কাজের ভালো মন্দ দিক বলে থাকে।তারপর ইউজারদের জন্য বিনোদনের ব্যবস্হা করা হয়ে থাকে। আর এসব কারণে আমার বাংলা ব্লগ সত্যি আমার কাছে বেস্ট কমিউনিটি।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।
Steemit Awards-2023 উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি মনোনয়নের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের প্রিয় দাদাকে মনোনয়ন দিয়েছেন এবং তার সার্বিক কাজগুলো দারুণভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলেই আমাদের প্রিয় দাদার মতো উদার মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল।
ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপু বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্টটি দেখে। আসলে আমরা সবাই যদি এমন করে এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কমিউনিটি অনেক দূর এগিয়ে যেতে পারবে। আপনি অনেক সুন্দর করে আপনার মনোনয়ন তুলে ধরেছেন। আমার কাছে আপনার লেখা প্রতিটি পয়েন্ট বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে।
আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আপনার মনোনয়নের গোছানো আলোচনা খুবই সুন্দর ছিল। আমাদের কমিউনিটির যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই ভালো লাগলো কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটি এই প্ল্যাটফর্মে শক্ত একটি অবস্থানে নিয়ে গিয়েছে। আজকে তারই উদাহরণ বর্তমান সকল কমিউনিটির সেরা কমিউনিটি খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া
আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য আমাদের প্রিয় দাদা জন্য আপনি মনোনয়ন জমা দিলেন অনেক ভালো লাগলো দেখে। যেহেতু আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সকলের প্রাণকেন্দ্র। এখানে আমাদের ভালো-মন্দ সময় গুলো অতিবাহিত করি। এত সুন্দর একটি কমিউনিটির কোন তুলনা হয়না। আশা করি স্টিমিট টিম বিষয়টি সুবিবেচনায় দেখবেন সে কামনা করছি।
ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।