শেয়ার করো তোমার উৎসবের ভ্রমণ কাহিনী প্রতিযোগিতা -১৭ বিয়ের অনুষ্ঠান ||১০% for shy-foxও ৫% for abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই? আশাকরি নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহু রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি।

আজ ও আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আসলে এই ঈদে তেমন কোন জায়গাতে ঘুরতে যাওয়া হয়নি।বাড়িতে কেটে গেছে বেশির ভাগ সময়।তবে ঈদের ৫ ম দিনে আামাদের এক ভাতিজার বিবাহ অনুষ্ঠান ছিল সেখানে একটু গিয়েছিলাম।তা আপনাদের মাঝে শেয়ার করব।আমরা গিয়েছিলাম বরের সাথে বৌ আনতে।তবে যাওয়াটা একটু বিভিন্ন ভাবে হয়ে গেছে।আমরা আামাদের পরিবারসহ বাসা থেকে সরাসরি কনের ওখানে গিয়েছিলাম আর বর আসছিল বরের বাসা থেকে।স্হানটি ছিল অম্বিকা মেমোরিয়াল হল, ফরিদ পুর।আমরা অম্বিকা মেমোরিয়াল হলে পোঁছা ছিলাম বেলা ৩ টার সময় আর বরের গাড়ি এসেছিল বেলা ৫ টা সময়।মাঝ খানে ২ ঘণ্টা ব্যবধান। তবে বাচ্চাদের একটু ক্ষুধা বেশি লেগেছিল। বাচ্চারা খাবারের জন্য ব্যাস্ত হয়ে পড়েছিল। কি আর কড়া বর না এলে তো আর খাওয়া যাবে না কারণ আমরা বরের লোক।ওরা বলছিল আম্মু বর আসে না আমরা বাইরে বের হয়ে খেয়ে আসি।আমি বললাম ঠিক আছে আর একটু দেখ না এলে তোমাদের খাবার দেব। সত্যিই কথা বলতে আামাদের ও অনেক ক্ষুধা লেগেছিল । অবশেষে বর এলো। বর আসার সাথে সাথে আমরা সবাই খাবার জন্য বসে গেলাম।যাইহোক অবশেষে মজা করে খেয়ে নিলাম।তাহলে চলুন বন্ধুরা দেখা যাক আমরা কিভাবে অনুষ্ঠান কাটিয়েছি।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাএ কমিউনিটি ( আমার বাংলা ব্লগ) সকল ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোষ্টঃ

PhotoEditorPro_1652174977013.jpg

🥣ধাপ-১ 🥣

PhotoEditorPro_1652175073480.jpg

20220508_155100.jpg

20220508_161313.jpg

20220508_160841.jpg

প্রথমে আমরা গাড়ি থেকে নেমে মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করি।ভিতরে অনেক লোকের সমাগম।চারপাশে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। বাচ্চারা ঘুরাঘুরি করছে। মনের আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছে। ওদের আনন্দ দেখে অনেক ভালো লাগল। বাচ্চারা ছবি তুলছে।ওদের আনন্দ দেখে অনেক ভালো লাগছে। কারণ বাচ্চাদের আনন্দ আামাদের সব।

🥣ধাপ-২ 🥣

20220508_155046.jpg

20220508_154850.jpg

20220508_154757.jpg

20220508_154727.jpg

এখন আমরা ভিতরে বসার স্হানে গিয়ে বসলাম।সেখানে অনেক ভির। টেবিলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর বৌ এর ছবি নিলাম।দেখতে বেশ ভালো লাগছে। শুধু ছবি আর ছবি তুলছে।

🥣ধাপ-৩ 🥣

20220508_154643.jpg

20220508_161202.jpg

20220508_161028.jpg

PhotoEditorPro_1652175464097.jpg

স্টাজে সকলে ভিডিও ও ছবি তোলা নিয়ে ব্যাস্ত।

এখন খাবারের আয়োজন কাচ্চি বিরায়ানি, রোস্ট , দই পানি ও ৭ আপ সাথে মিষ্টি। বরের জন্য কত রকম খাবারের আয়োজন করেছে। তা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। সব কিছু মিলে মোটামুটি ভালোই কাটিয়েছিলাম।সময়টা অনেক ভালো কেটেছে। এক কথাই বলতে গেলে সময়টা অসাধারণ ছিল।

🥣ধাপ-৪🥣

20220508_154218.jpg

20220508_154136.jpg

20220508_154016.jpg
খাবার শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হতেই চোখে পড়ল শহিদুল ভাইয়ের চটপটি।পাশে একটা পুকুর। পুকুর পাড় বসে কত লোকজন চটপটি খাচ্ছে। দেখে বেশ ভালোই লেগেছে।আমার ও মনে হচ্ছিল ওদের সাথে একটু চটপটি খাই। কিন্তুু কি আর করা এখন তো আর খাওয়া যাবে না।কারণ আমরা মাএ খেয়েছি।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
diviseLGK30
লোকেশনলিংক

এবারের ঈদ আনন্দটা একটু বিভিন্ন ভাবে কেটেছে। আজ এখানে শেষ করছি।আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন।আল্লাহ হাফেজ।

আমার পরিচয়:

আমি পারুল।আমার মাতৃভাষা বাংলা।বাংলাদেশ আমার জন্মভৃমি। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে আমি নিজেকে ধন্যমনে করি।

ধন্যবাদ সকল বন্ধুদের

Sort:  
 2 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ আপনি আপনার বিয়ের স্টোরি পড়ে আর আপনার তুলা ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ছবিগুলো ভালো লেগেছে জেনে অনেক ভালে লাগল,ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে একটি বিয়ের ভ্রমণকাহিনী আমাদের মাঝে তুলে ধরলেন।এগুলো দেখে মনে হচ্ছে আপনি বিয়েতে খুব ইনজয় করেছেন।অনেকদিন হলো আমি কোন বিয়ের দাওয়াত পাই না, আজকে আপনার এই পোস্টটি দেখে বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছা হচ্ছে।যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু বিয়ে বাড়িতে যাওয়ার মুহূর্ত গুলো আমাদের মাঝ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার পোষ্টের ট্যাগ দেওয়া মনে হয় ঠিক হয়নি, তাই আবার একটু দেখে এডিট করে নেবেন।
 2 years ago 

ভাইয়া বিয়েতে ইনজয় তো করেছি বটে কিন্তুু আপনি অনেক দিন দাওয়াত পানি আশাকরি পেয়ে যাবেন তাড়াতাড়ি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈদ-পরবর্তী একটি বিবাহ অনুষ্ঠান আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। বিবাহ অনুষ্ঠান সবথেকে বড় উৎসব। বিবাহ ছবি আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। তবে আমি প্রথমে নবদম্পতিকে তাদের অনুগত জীবনের জন্য শুভেচ্ছা জানাই। ঈদ-পরবর্তী দারুন সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে প্রতিটি মুহূর্ত শেয়ার করেছেন। এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু পোস্ট সুন্দর ছিলো তবে ট্যাগ এ একটু সমস্যা আছে। এটা ঠিক করে নেন জলদি।

 2 years ago 

ভাইয়া কি ট্যাগ দেব

 2 years ago 

#abbcontest-17 এভাবে দিবেন ট্যাগ টা। তা নাহলে হবেনা। আপনি দিয়েছেন কিন্তু আলাদা আলাদা ট্যাগ হয়ে গেছে। এটা পুরোটা একটাই ট্যাগ।

 2 years ago 

ভাইয়া ঠিক করেছিতো

 2 years ago 

বাহ খুব চমৎকারভাবে পুরো একটি বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলো অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো। সত্যি আপনি মুহূর্তগুলো অনেক অসাধারণ কাটিয়েছেন ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া এভাবে পাশে থাকবেন মন্তেব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

একে তো ঈদ, তার উপরে বিয়ে সব মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছেন। মনে হচ্ছে।যাই হোক বউটা বেশ কিউট।ছবিগুলো বেশ ভালে ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি সব মিলিয়ে ঈদটা বেশ ভালোই কাটিয়েছি বউটা বেশ কিউট ছিল,ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ঈদের পরপরই এমন সুন্দর একটি বিয়ের আয়োজন দেখে খুব ভালো লাগলো। ঈদের মধ্যে এমনিতেই এত মজা হয় তার মধ্যে যদি বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে তো কোন কথাই নেই। আপনি খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠানের বর্ণনা ও ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনুষ্ঠান থেকে বের হয়ে আপনারা চটপটি খেয়েছেন পুকুরপাড়ে বসে এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন পুকুরপাড়ে বসে খেতে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু সত্যিই অনুষ্ঠান থেকে বের হয়ে চটপটি খেতে বেশ ভালোই লাগছিল ধন্যবাদ।

 2 years ago 

আপনার ঘোরাঘুরি দেখে বেশ ভালোই লাগলো।তবে আপু বানানেন দিকে অনেক যত্নশীল হতে হবে।বানান বেশি ভুলের কারণে পোস্ট নমিনেশন এ যায়না।

 2 years ago 

ঠিক আছে আপু এবারের মত ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64513.75
ETH 3146.11
USDT 1.00
SBD 3.95