পালং শাক দিয়ে টাটকেনি মাছের রেসিপি |১০% বেনিফিসিয়ারি লাজুক শিয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

পালংশাক শাক দিয়ে টাটকেনি মাছের রেসিপি

PhotoCollage_1674985002841.jpg

প্রতিদিনের মতো আজ আমি আপনার মাঝে হাজির হয়েছে একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো পালং শাক দিয়ে টাটকেনি মাছের রেসিপি। আসলে পালং শাক আমার হ্যাসবেন্ড এর অনেক পছন্দ। তার সামনে পালংশাক পড়লে সে কিনে আনবেই।তাই সকাল সকাল বাজারে গিয়ে টাটকা কিছু পালংশাক এনেছে। সত্যি বলতে শাকগুলো দেখে আমারো অনেক ভালো লেগেছে। আর কিছু টাটকেনি মাছ এনেছিল। টাটকেনি মাছ গুলো অনেক মজার। অনেকে টাটকেনি আর বাটামাছকে মিশিয়ে ফেলে। আসলে দুটো মাছই আলাদা। যাইহোক তবে টাটকেনি মাছ যেভাবে রান্না করি না কেনো ভালো লাগে।তাই আজ ভাবলাম তাজা শাক ও তাজা মাছ দিয়ে একটু চচ্চড়ি করি। পালংশাক দিয়ে আমি আগে ও অনেক চচ্চড়ি খেয়েছি কিন্তু টাটকেনি মাছ দিয়ে খাওয়া হয়নি।যাইহোক চচ্চড়ি কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি :

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1674987374272.jpg

উপকরণপরিমাণ
পালং শাক২ মোটা
পিঁয়াজ কুঁচি৬ টি
কাঁচামরিচ ফালিকয়েকটি
আলুদুটি
ধনের পাতাপরিমাণ মতো
টাটকেনি মাছপরিমাণ মতো
হলুদের গুঁড়ো১ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

20230129_111040.jpg20230129_112708.jpg20230129_113348.jpg

প্রথম আমি পালং শাক গুলো ভালো করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে একটি চালনে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দুটি আলু কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

20230129_120446.jpg

20230129_121043.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

ধাপ-৩

20230129_121155.jpg

20230129_121253.jpg
তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেব। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব।

ধাপ-৪

20230129_121403.jpg

20230129_121415.jpg
শাক ও আলু গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর কেটে ধুয়ে রাখা কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ দিয়ে দেব।

ধাপ-৫

20230129_121717.jpg

20230129_121741.jpg
এখন শাকগুলোর ভিতর হলুদ ও লবন দিয়ে দেব।

ধাপ-৬

20230129_121901.jpg

20230129_122025.jpg
হলুদ ও লবন দিয়ে দিয়ে কিছু ক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব। মাছ গুলো দিয়ে আর একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে দেব।

ধাপ-৭

20230129_122101.jpg

20230129_122342.jpg
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব,পানি ফুটে আসলে ধুয়ে রাখা ধনের পাতা গুলো দিয়ে দেব। আবারো কিছু সময় রান্না করে নেব।

ধাপ-৮

20230129_130009.jpg

PhotoCollage_1674985002841.jpg
এভাবে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব । এখন একটি প্লেটে তুলে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন সময় অন্য পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য ।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

টাটকিনি মাছ আমি আগে কখনো দেখিনি এবং নামও শুনিনি। তবে মাছটি দেখে অনেকটা পরিচিত বাটা মাছের মত মনে হচ্ছে। যাইহোক আপনি টাটকিনি মাছ দিয়ে খুব সুন্দর করে পালং শাক রান্না করেছেন। পালং শাক আমার এমনিতেই খুব পছন্দ, আর সেটা যদি হয় তা যা তাহলে তো কোন কথাই নেই। শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ আপনাকে আপু শাকের রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আপনি পছন্দ করেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ

 3 years ago 

পালংশাক টাটকিনি মাছ দুটোই খেতে খুব ভালো লাগে। আপু আমার মনে হয় মাছ গুলো একটু ভেজে নিলে বা আগে ভুনা করে নিয়ে শাক গুলো দিলে বেশি ভালো হতো।আমি সব ধরনের মাছ ভেজে খাই তাই এভাবে রান্না করে কখনো খাইনি। যাইহোক রান্না হচ্ছে নিজের রুচি অনুযায়ী করা হয় আপনি আপনার মতো করে করেছেন দেখতে বেশ ভালো হয়েছে আশাকরি খেতেও অনেক ভালো হয়েছিলো।নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

আসলে আপু আমাদের বাসার সবাই এই ছোট মাছ গুলো ভেজে খেতে চায় না, তাই আমি মাছ গুলো এভাবে রান্না করেছি।তবে আপু রেসিপি কিন্তু অনেক মজা হয়েছে।ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ছোট মাছ হলে না ভেজে এমন ভাবে রান্না করলে খেতে বেশ মজাই হয়। আপনি শাক দিয়েছেন তাতে আরো বেশি মজার হয়েছে খেতে আশাকরি। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি আপু আপনার ভাই ছোট মাছ ভেজে রান্না করলে খেতে চায় না, তাই আরকি এভাবে রান্না করা। ধন্যবাদ আপু

 3 years ago 

পালং শাক দিয়ে টাটকেনি মাছের রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। সত্যিই অসাধারণ রেসিপি তৈরি করেছেন। পরিবেশন খুবই ভালো লেগেছে। শেয়ার করুন ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু পালং শাকে প্রচুর পরিমানে আয়রন রয়েছে আর মাছে রয়েছে প্রোটিন। আমিও মাছ দিয়ে পালং শাক রান্না করি ,তবে সেক্ষেত্রে মাছগুলো আগে মশলায় কষিয়ে নিয়ে শাক দেই।তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে ভালই হবে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপু এভাবে একদিন রান্না করে দেখবেন অনেক মজা। ধন্যবাদ আপু

 3 years ago 

টাটকেনি মাছের নামা আজকে প্রথম শুনলাম আপু। আমাদের অঞ্চলে এই মাছ অন্য নামে পরিচিত। যদিও মাছের নাম খুব ভালোভাবে আমার মনে থাকে না। তবে এই নামটি আজকে প্রথম শুনেছি। পালং শাক এবং আলু দিয়ে মাছের রেসিপি আমার ভীষণ ভালো লেগেছে। শাক দিয়ে মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। মাঝে মাঝেই শাক দিয়ে মাছ রান্না করা হয়।

 3 years ago 

আপু আপনাদের ঐ জায়গায় অন্য নাম থাকতে পারে। তবে আপু নাম যাইহোক রেসিপিটি কিন্তু অনেক মজা হয়েছে।ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

শীতকালে সবজির কোন অভাব নেই। এ সময় প্রচুর পরিমাণ ভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। শীতের সময় পালং শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি কলায় ডাল দিয়ে পালং রান্না খেয়েছি। কিন্তু কোনদিন মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। তবে সবজি তো মাছ দিয়ে রান্না করলে বেশ ভালই লাগবে আপনার রান্নাটি দেখে মনেই হচ্ছে রেসিপি টা অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীত কালে সবজির আসলে কোন অভাব নেই। জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

টাটকেনি মাছের নাম এই প্রথম শুনলাম আমি। তবে পালং শাক আমার হাসবেন্ডের ও অনেক প্রিয়। আমাদের বাসার সামনে খালি জায়গা টিতে পালং শাক চাষ করেছে আমার হাজব্যান্ড। তবে এ শাকগুলো তাজা খেতে অনেক মজা হয়।টাটকেনি মাছগুলো ভাজি না করে এভাবে শাক দিয়ে রান্না করলে খেতে খুব মজা হবে মনে হয়। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। খুব চমৎকার করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

জি আপু এভাবে মাছ দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। আর আপনার তো নিজের শাক আরো ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আমার পছন্দের শাকের মধ্যে টপ লেভেলে আছে পালং শাক। পালং শাক আমি সিদ্ধ করে দিলেও খেতে পারি। আর সাথে যদি আপনার মত কোন মাছ দেয় তাহলে সেই তরকারি অন্য কেউ আর পায় না, হি হি হি। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার টপ লেভেলে জেনে অনেক ভালো লাগল সত্যি ভাইয়া মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে।ধন্যবাদ

 3 years ago 

বাহ্ পালং শাক দিয়ে টাটকিনি মাছ বেশ ইউনিক লেগেছে রেসিপিটি আমার কাছে।এভাবে একসাথে শাক এবং মাছ রান্না করে খাওয়া হয়নি।একদিন বাসায় ট্রাই করে দেখবোবেশ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি রেসিপিটি।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু একদিন অবশ্যই তৈরি করবেন, অনেক মজা লাগবে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.034
BTC 103824.31
ETH 3490.32
USDT 1.00
SBD 0.50