বাবুর জন্য কেনাকাটা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
বাবুর জন্য কেনাকাটা
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আপনারা অনেকেই হয়তো জানেন কয়েক দিন আগে আমার ছোট ভাইয়ের মেয়ে হয়েছে। যেহেতু নতুন একটা শিশু এসেছে তাই তার জন্য আমাদের কিছু কেনাকাটা করতে হবে। তাই বাবু জন্মের পরের দিন সকাল সকাল আমি আর ভাই মিলে চলে গেলাম মার্কেটে। আসলে বাবু হয়েছে শুক্রবারে রাতে, তাই সেদিন আর কিছু কিনতে পারিনি। শনিবার সকাল সকাল আমরা দুই ভাই বোন চলে গেলাম মার্কেটে। আসলে মাত্র হয়েছে কেনার তো আর শেষ নেই। তারপর প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। শুধু আমরা না আরো অনেকেই বাবুকে এমন গিফট দিয়েছে হাসপাতালে। সব গুলো জিনিস পত্র তে আর দেখানো সম্ভব নয়। তারপর আমি চেষ্ঠা করেছি যতদূর সম্ভব। যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
আমি ও আমার সকাল ৯ টার দিকে গিয়েছিলাম। আসলে তখন কিন্তু সব দোকান খোলেনি। মাত্র দুই একটা করে খুলছে। যেহেতু এখন সকাল বিকেলে হালকা ঠান্ডা পড়ছে তাই আমরা প্রথমেই হালকা ঠান্ডার জন্য কিছু গেঞ্জির জামা কিনলাম। আসলে ছোট বাচ্চাদের ড্রেস গুলো দেখলে অনেক ভালো লাগে। যাইহোক আমরা কয়েকটি এই ধরনের জামা কিনলাম।
তারপর গিয়েছিলাম সুতি জামা কিনার জন্য। আসলে সব দোকান খোলেনি। তবে আমরা যেগুলো কিনব সেগুলো পেয়েছি। তারপর তিন চারটা জামা কাপড় কিনলাম। জামা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
আবার দুটি গেঞ্জিও ফতোয়া কিনলাম। আসলে এগুলো পরিয়ে তার ওপর হাতাওয়ালা জামা পড়ালে অনেক ভালো লাগে।
তারপর চলে গেলাম অন্য দোকানে। আসলে মশারি ও বালিশ কেনার জন্য। ছোট বাচ্চাদের ছোট বালিশ ও মশারি অনেক প্রয়োজন। আর এখন তো মশারি ছাড়া এক দিন ও থাকা যায় না। আমরা একটা বালিশের সেট, একটা আরএফএল এর গামলা ও টিস্যু কিনেছি।
যাইহোক জামা কাপড় তো টুকিটাকি করে করে অনেক গুলোই কেনা হলো। এখন এগুলো রাখার জন্য আরো কিছু কিনতে হবে। যেহেতু আমরা হাসপাতালে আছি সেখানে আমাদের রাখার মতো কোন জিনিস নেই। তারপর একটা ঝুড়ি কিনলাম। আবার বাবুকে নিয়ে বাইরে যাবার জন্য একটা ব্যাগ কিনা হলো আসলে মাত্র শুরু হয়েছে, এখন তো সব সময় কিনতে হবে। তারপরেও যত দূর সম্ভব কিনা হয়েছে । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
জি আপু পরিবারের যদি কারো সন্তান হয় তাহলে তার জন্য প্রতিটা পরিবারই কেনাকাটা করতে হয়। আপনিও তার ব্যতিক্রম নয়।অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখছি আপনি কিনেছেন। আমার কাছে ড্রেস গুলি অনেক সুন্দর লাগলো আপু। দুটি গেঞ্জি ফতোয়া অনেক কিছু কিনেছেন আপু। সত্যিই অনেক খুশি হবে। যার জন্য কিনেছেন এত কিছু। আপনি এত সুন্দর মন মানসিকতা নিয়ে ঘুরে বেড়ান। আমি আপনার প্রতি মুগ্ধ আপু। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল এবং বাবুটি যেন সবসময় সুস্থ থাকে এই কামনাই করি।
আসলে ভাইয়া আপনি খুশি হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপু প্রথমেই আপনার ভাইয়ের মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এ পৃথিবীতে তার আগমন যেন শুভ হয় এবং সে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এই প্রত্যাশা করছি। যাইহোক আপু, ভাইয়ের মেয়ের জন্য আপনি খুব সুন্দর সুন্দর জামা কাপড় কিনেছেন। আপু আপনার মত আমার কাছেও ছোট ছোট সোনামণিদের ছোট ছোট জামা কাপড় গুলো দেখতে ভীষণ ভালো লাগে। শুধু জামা কাপড় নয় সেই সাথে আনুষাঙ্গিক টুকিটাকি কেনাকাটাও করেছেন, যা ছোট্ট বাবুর প্রয়োজনে কেনা। যাইহোক আপু, বাবুর জন্য কেনাকাটা নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি ভাইয়া ছোট বাচ্চাদের জামা কাপড় গুলো দেখতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঘরে যখন নতুন অতিথি আসেন তখন কমবেশি সকলেই গিফট করেন। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। তবে আপনি সুন্দর সুন্দর ড্রেস কিনলেন। সেই সাথে বিস্তারিত গিফট গুলো আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলেন। অনেক ভালো লেগেছে আপু জিনিস গুলো দেখতে। বেবির জন্য দোয়া রইল।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য
ছোট বাচ্চাদের জামা গুলো অনেক কিউট হয়। বিশেষ করে মেয়ে বাচ্চাদের। আমি যখন ছেলের জন্য জামা কিনতে যাই তখন মেয়েদের জামাগুলো দেখে খুব ভালো লাগে। প্রত্যেকটা জামা অনেক সুন্দর হয়েছে আপু। আপনার ভাস্তিকে অনেক সুন্দর মানাবে। ছোট বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
ঠিক বলেছেন আপু মেয়েদের জামা গুলো বেশি ভালো লাগে, ধন্যবাদ আপু সাবলীল মন্তব্যের জন্য।