"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শীতকালীন ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
শীতকালীন ফটোগ্রাফি
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমি সবসময় চেষ্টা করি নিজের সৃজনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পোস্ট করার। এই তো দেখতে দেখতে চলে এলো শীতকাল। আসলে শীত কাল আমাদের সবারই অনেক পছন্দ। শীতের সময় মজার মজার পিঠা পুলির উৎসব ঘরে ঘরে। আসলে শীতে অনেক সবজি পাওয়া যায়। আর সবজি গুলো খেতে অনেক ভালো লাগে। তবে এবার তেমন শীত এখনো পড়েনি। অনেক সকাল বলতে পাঁচটার দিকে বের হলে হয়তো শীতের কুয়াশা মাখা চারদিকে দেখা যায়। তবে আমাদের ইতিমধ্যে কুয়াশাঘেরা শীতের ফটোগ্রাফির আয়োজন করা হয়েছে। আসলে কয়েক দিন ধরেই সকালে উঠে ফটোগ্রাফি করার জন্য বের হয় তবে তেমন কুয়াশা থাকে না। আর থাকলেও যেতে যেতে শেষ হয়ে যায়। যাইহোক গতকাল চারদিকে অনেক অন্ধকার ছিল তখন বাইরে বের হয়ে দেখি অনেক কুয়াশা কিছুই দেখা যায় না। এমন কুয়াশা দেখে আমার এক জাকে সাথে নিয়ে বেশ কিছু দূর হেঁটে কিছু কুয়াশা ও শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি করেছি। আসলে সকালে উঠা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে বর্তমান আমাদের সবারই একটা বদ অভ্যাস হয়ে গেছে রাত জাগা আর সকালে দেরি করে উঠা। যাইহোক এমন প্রতিযোগিতার আয়োজন না করলে হয়তো এমন সকাল উপভোগ করতে পারতাম না। অনেক সুন্দর একটি প্রতিযোগিতার করার জন্য অনেকেই হয়তো সুন্দর সকাল উপভোগ করতে পারবে। এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ সকল এডমিন মডারেটর ভাই বোনদের,ধন্যবাদ প্রিয় দাদাকে ।
আসলে আমাদের বাড়ির পাশেই রয়েছে নদী। আমি সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। অনেক কুয়াশা ছিল। আসলে এত সকালে কেউ বাইরে বের হয় না, জনমানবহীন রাস্তা। তবে কুয়াশার থেকে শীত কম ছিল এভাবে হাঁটতে অনেক ভালো লেগেছে। তারপর নদীর পাড়ে দাঁড়িয়ে দেখলাম অনেক কুয়াশা নদীর পানি তেমন দেখা যাচ্ছে না। আসলে নদীর পাড়ে শিশির বিন্দু জমে ছিল। এভাবে হালকা শীতে ঘুরতে অনেক ভালো লেগেছে।
কিছু সময় ধরে হাঁটার পরে আমাদের সামনে পড়ল আমাদের মসজিদ ও প্রাইমারি স্কুল। আসলে নদীর পাড়ের রাস্তা ধরে হেঁটে গেলেই সব পড়ে দেখতে অনেক ভালো লাগে। সকাল বেলা এভাবে তো আর হাঁটা হয় না সব সময়। তবে হাঁটতে অনেক ভালো লাগে। আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম আর কুয়াশা একটু একটু করে কমতে লাগলো।তবে হালকা শীতে ঘুরতে বেশ ভালো লেগেছে।
তারপর আসলাম সোনালী মাঠে।আসলে হাঁটতে হাঁটতে কখন যেন সবুজ প্রান্তরে চলে গেছি বুঝতে পারিনি।আসলে আমি কেন আমার মনে হয় সবারই এভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ প্রান্তরে ঘুরতে অনেক ভালো লাগে। মাঠে সবুজ ঘাসের উপর শিশির জমে আছে। শিশির ভেজা ঘাস গুলোর ভিতর দিয়ে হাঁটতে অনেক ভালো লেগেছে। আসলে আমি অনেক দিন পরে শিশিরের মধ্যে মাঠে গিয়েছি দেখে হয়তো আমার কাছে ঘুরতে বেশি ভালো লেগেছে। সত্যি সকালের পরিবেশ অনেক মনোমুগ্ধকর। আসলে কথায় আছে না সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে বিঙ্গ অভিজ্ঞ তারাই বটে। শীতের সকালে বেশ ভালো একটা সময় কাটিয়েছি ও সুন্দর কিছু ফটোগ্রাফি করেছি।
এই ফটোগ্রাফি কিন্তু সকাল বেলার নয় এগুলো হলো রাতের আকাশে চাঁদের ফটোগ্রাফি। আসলে কয়েক দিন আগে আমরা কয়েক জন মিলে নদীর পাড়ে পিকনিক করেছিলাম। তারপর রান্না শেষ হলে আমরা সবাই মিলে গিয়েছিলাম তখন আকাশে অনেক কুয়াশা ছিল। আসলে কুয়াশার ভিতরে চাঁদ মামা উকি দিচ্ছে দেখতে অনেক ভালো লেগেছিল। আমার কাছে চাঁদ মামার ছবি দেখতে অনেক ভালো লাগে।আসলে কুয়াশা ঘেরা আকাশে চাঁদ মামা দেখতে ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে । আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redme note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ এই বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এমন কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফি গুলো দেখে বুঝলাম শীত বেশ ভালোই পরেছে। প্রথম এবং দ্বিতীয় ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
শীতকালীন সময়ের কুয়াশা ঘেরা সৌন্দর্য উপভোগ করতে যেমন ভালো লাগে তেমনি আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আপনি দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করার জন্য
অনেক জায়গাতেই এখনো ঠিকঠাক মতোন শীত পরে নি। তার আগেই আমাদের কমিউনিটিতে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবং এর মাধ্যমে আসলে অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে ফটোগ্রাফি করার আশায় বের হয়েছেন যা বুঝলাম। আপনি এবং আপনার জা মিলে এই উপলক্ষে বেশ দারুণ একটি সকাল উপভোগ করেছেন। আর প্রতিযোগিতার জিন্য বেশ দারুণ কিছু ছবিও পেয়ে গেলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো প্রতিযোগিতার জন্য...
ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনার প্রতিযোগিতার জন্য খুব সুন্দর সুন্দর শীতকালীন ফটোগ্রাফি করেছেন। শীত মানেই গ্ৰাম আর গ্ৰাম মানেই আনন্দ। তবে গ্ৰামে শীত শুরু হলেও শহরে এখনও কোনো নাম নেই। আমাদের গ্ৰামেও শুধু কুয়াশা হয় কিন্তু তেমন শীত নেই। শীতের সকালে হাঁটতে বের হয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জি আপু গ্রামে বেশ ভালোই শীত পড়েছে, ধন্যবাদ আপু।
অনেক ভালো লাগে নিজের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট করার জন্য ও কমিউনিটিতে পোস্ট এর ভিন্নতা আনার খুবই জরুরী। আপনি আজকে শীতকালের ফটোগ্রাফি কনটেস্টে জয়েন হয়েছেন।জেনে ভীষণ ভালো লাগলো। আমি তো সকালে উঠতে পারতেছিনা। আমি যে ফটোগ্রাফি করবো।ঘুম ভাঙছে না। প্রথম ফটোগ্রাফিতে অসাধারণ ছিল। চারিধারে কুয়াশা ও গাছপালা নিরিবিলি পরিবেশ এই পরিবেশে হাঁটলে অনেক ভালো লাগবে। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এবং প্রাকৃতিক দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। মাঠ ফসল ফুটিয়ে তুলেছেন। রাতের আকাশের চাঁদের ফটোগ্রাফি টা আমাকে মুগ্ধ করলো। আপনি তো এত দারুন ফটোগ্রাফি করতে পারেন। আজকে দেখে বুঝতে পারতেছি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগলেই আমার কাছের আগ্রহ অনেক বেড়ে যায়, ধন্যবাদ ভাইয়া।
প্রথমে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে কিন্তু আরো কিছু ছবি যোগ করলে মনে হয় বেশি ভালো হতো। তারপরও আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া
বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে কুয়াশা আচ্ছন্ন ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। চাঁদনী রাতের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন লাগছে । এত দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।