রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি
১. রঙিন কাগজ
২.কাচি
৩.সাইন পেন
৪.পেন্সিল
ধাপ-১
প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাজটিকে ১০ সে মি করে কেটে নিয়েছি।
ধাপ-২
এখন কেটে নেওয়া কাগজটিকে সমান ভাবে ভাজ করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ-৩
কেটে নেওয়া এক টুকরো কাগজ নিয়ে নিলাম। তারপর কাগজটিকে মাঝ খান থেকে সমান করে ভাজ করে নিয়েছি।
ধাপ-৪
এখন আবারো এক পাশ থেকে ভাজ করে নিয়েছি। তারপর আবারো ভাজ করে নিয়েছি।
ধাপ-৫
এখন চিকন করে এভাবে ভাজ করে নিয়েছি। তারপর উল্টে পাশে ভাজ করে নিলাম চিএের মতো করে।
ধাপ-৬
এখন আবারো আরেকটা ভাজ করে নিয়েছি। তারপর কোনা বের করে নেব।
ধাপ-৭
এখন কোনা বের করা পাশ ভিতরে দিয়ে আরেক পাশে কোনা বের করে নেব।তারপর দুপাশে ছোট করে ভাজ করে নেব।ভাজ খুলে উল্টে নিয়ে কলম ভিতরে দিয়ে একটু ফাঁকা করে দিলেই হয়ে যাবে দারুণ স্লিপার।
ধাপ-৮
এভাবে আমি দুইটি স্লিপার বানিয়ে নিয়েছি। তারপর সাইন পেন দিয়ে নাক ও মুখ এঁকে নিলাম।
ধাপ-৯
এখন এভাবে একটু হলুদ কাগজ কেটে নিয়েছি। তারপর আঠা লাগিয়ে নিয়েছি।এখন স্লিপারের সাথে লাগিয় দেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের স্লিপার।
পোষ্টের | বিবরণ |
---|---|
শ্রেণি | ডাই |
ডিভাইস | LGK30 |
ফটোগ্রাফার | @parul19 |
লোকেশন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি । আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন। আল্লাহ হাফেজ
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে স্লিপার বানিয়ে ফেললেন খুব ভাল লাগলো। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন, এজন্য ধন্যবাদ।রঙিন কাগজ দিয়ে কিছু বানালে আসলে ভালোই লাগে।অনেক অভিনন্দন আপু আপনাকে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে স্লিপার তৈরি করেছেন।দারুন ছিল ডাই টি।নতুন একটি ডাই দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে।ধন্যবাদ সুন্দর ডাই টি শেয়ার করার জন্য আপু।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে স্লিপার এর আগে একজন বানিয়েছিল দেখেছিলাম।আজ আপনি বানিয়েছেন ভাল হয়েছে প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে তুলে ধরেছেন শুভ কামনা রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
রঙিন কাগজের তৈরি স্লিপার গুলো দেখতে অনেক কিউট হয়েছে। বাচ্চাদের পায়ে পরাতে পারলে আরও বেশি ভালো লাগতো।রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু রঙিন কাগজের জিনিস গুলো আসলে অনেক সুন্দর লাগে।আপনাকে অনেক ধন্যবাদ।
পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপু ,আপনার এই কথার সঙ্গে আমি সহমত পোষণ করতে পারছি না। কারন আমার কাছে মনে হয় অনেক কিছু বানানো যায় রঙিন কাগজ দিয়ে।আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি স্লিপারটি সুন্দর হয়েছে।বাচ্চারা পুতুলকে পড়াতে পেরেও বেশ খুশি হবে।তাছাড়া সময়ের কাজগুলো বাচ্চারা থাকলে ঠিকভাবে করা যায় না, ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায়।আমার একটু ভুল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো একটা কাজ করেছেন দেখছি। এর আগেও কয়েকজন কে স্লিপার বানাতে দেখেছি। আপনিও বেশ সুন্দর বানিয়েছেন। ছবি গুলো বড় সাইজের দিলেই পারতেন আপু। ধাপ গুলো আরো স্পষ্ট বোঝা যেত। আর পুতুলকে স্লিপার পরানোর ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার।
সত্যি ভাইয়া পুতুলকে পড়াতে পেরে অনেক খুশি। ধন্যবাদ আপনাকে।
ওম্মা কি কিউট হয়েছে স্লিপারগুলো। কালার কম্বিনেশন বেশ আকর্ষণীয়। বাচ্চারা এসব পেলে মোবাইল নিয়ে খেলবে না। বরং এগুলো নিয়ে খেলবে। এমন কি সদ্যজাত বাচ্চাদের পায়ে পড়ালেও কিউট দেখাবে। ❤
ঠিক বলেছেন আপু বাচ্চারা এসব পেলে মোবাইল নিয়ে আর খেলে না,এগুলো দিয়েই খেলে। ধন্যবাদ
বাহ স্লিপার বানানোর কি সুন্দর আইডিয়া আমাদের মাঝে সেয়ার করলেন। যদিও এগুলো কাগজের তৈরী। আমার মনে হয় আপনাকে অন্য উপকরন দিলে সেটা দিয়েও আপনি বানাতে পারবেন। এগুলো যেহেতু আপনার ছেলে মেয়েরা নিজেরা পড়তে পারবে না সেহেতু পুতুলকে পড়ালেই ভাল হবে। স্লিপার গুলো কে দেখলে ঐগুলোকেই পুতুল পুতুল মনে হয়... হা হা হা ...। স্লিপার
গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
আপনাদের উৎসাহ পেলে হয়তো আরো ভালো কিছু তৈরি করতে পারবো।ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর এক জোড়া স্লিপার তৈরি করেছেন। স্লিপাতটি দেখেতে খুবই সুন্দর লাগছে। স্লিপার এর কালারও খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ